দ্যনি ভিলনোভ

কানাডীয় চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার
(Denis Villeneuve থেকে পুনর্নির্দেশিত)

দ্যনি ভিলনোভ[] OC CQ RCA (ফরাসি: Denis Villeneuve, উচ্চারণ: [dəni vilnœv]; জন্ম: ৩রা অক্টোবর ১৯৬৭) একজন ফরাসি কানাডীয় চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক ও চিত্রনাট্যকার। তিনি সাতটি কানাডীয় স্ক্রিন পুরস্কার লাভের পাশাপাশি তিনটি একাডেমি পুরস্কার, পাঁচটি বাফটা পুরস্কার এবং দুটি গোল্ডেন গ্লোব পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন। ভিলনোভের চলচ্চিত্রগুলো বিশ্বব্যাপী $১.৮ বিলিয়ন আয় করেছে।[][]

দ্যনি ভিলনোভ

Denis Villeneuve
২০১৮ সালে কান চলচ্চিত্র উৎসবে ভিলনোভ
উচ্চারণ[dəni vilnœv]
জন্ম (1967-10-03) ৩ অক্টোবর ১৯৬৭ (বয়স ৫৭)
মাতৃশিক্ষায়তনকেবেক বিশ্ববিদ্যালয়, মঁরেয়াল
পেশা
  • চলচ্চিত্র নির্দেশক
  • প্রযোজক
  • চিত্রনাট্যকার
কর্মজীবন১৯৯০–বর্তমান
দাম্পত্য সঙ্গীতানিয়া লাপোয়াঁৎ
সন্তান৩, সালোমে ভিলনোভসহ
আত্মীয়মার্ত্যাঁ ভিলনোভ (ভাই)
স্বাক্ষর

ভিলনোভ তাঁর কর্মজীবন শুরু করেছিলেন কানাডীয় নাট্যধর্মী চলচ্চিত্র অ্যাঁ ত্রঁৎ-দো উৎ স্যুর তের (১৯৯৮), মায়েলস্ত্রম (২০০০) ও পলিতেকনিক (২০০৯) পরিচালনার মাধ্যমে। অ্যাঁসঁদি (২০১০) ছবির মাধ্যমে তিনি খ্যাতি অর্জন করেন যা শ্রেষ্ঠ আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে একাডেমি পুরস্কারের জন্য মনোনয়ন লাভ করে। তিনি প্রশংসিত ইংরেজিভাষী রোমাঞ্চকর সিনেমা প্রিজনার্স (২০১৩), এনিমি (২০১৩) ও সিকারিওর (২০১৫) পাশাপাশি কল্পবৈজ্ঞানিক ছবি অ্যারাইভাল (২০১৬) ও ব্লেড রানার ২০৪৯ (২০১৭) পরিচালনার জন্য প্রশংসিত হয়েছেন। অ্যারাইভালের জন্য তিনি শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন পেয়েছিলেন।[][]

এরপর তিনি ফ্র‍্যাঙ্ক হার্বার্টের ডিউন উপন্যাস অবলম্বনে ডিউন: প্রথম খণ্ড (২০২১) ও ডিউন: দ্বিতীয় খণ্ড (২০২৪) ছবিদ্বয় নির্মাণ করেছেন। দুটি চলচ্চিত্রই সমালোচনামূলক ও বাণিজ্যিকভাবে সফল হয়েছে। ডিউন: প্রথম খণ্ডের দরুন ভিলনোভ শ্রেষ্ঠ উপযোগকৃত চিত্রনাট্য এবং শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে একাডেমি পুরস্কারের জন্য মনোনয়ন লাভ করেছেন।

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

ভিলনোভ ১৯৬৭ সালের ৩রা অক্টোবর কেবেকের বেকাঁকুরে জন্মগ্রহণ করেন। তার পিতা জঁ ভিলনোভ ও মাতা নিকোল দ্যমের। তিনি সেমিনায়ার সাঁ-জোসেফ দ্য ত্রোয়া-রিভিয়ের এবং পরে সেগেপ দ্য ত্রোয়া-রিভিয়েরে পড়াশোনা করেন। তিনি উনিভার্সিতে দ্যু কেবেক আ মন্ট্রিয়লে চলচ্চিত্র বিষয়ে অধ্যয়ন করেন।

চলচ্চিত্রের তালিকা

সম্পাদনা

পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র

সম্পাদনা
বছর চলচ্চিত্রের শিরোনাম পরিচালক চিত্রনাট্যকার প্রযোজক
১৯৯৮ অ্যাঁ ত্রঁৎ-দো উৎ স্যুর তের হ্যাঁ হ্যাঁ না
২০০০ মায়েলস্ত্রম হ্যাঁ হ্যাঁ না
২০০৯ পলিতেকনিক হ্যাঁ হ্যাঁ না
২০১০ অ্যাঁসঁদি হ্যাঁ হ্যাঁ না
২০১৩ প্রিজনার্স হ্যাঁ না না
এনিমি হ্যাঁ না না
২০১৫ সিকারিও হ্যাঁ না না
২০১৬ অ্যারাইভাল হ্যাঁ না না
২০১৭ ব্লেড রানার ২০৪৯ হ্যাঁ না না
২০২১ ডিউন: প্রথম খণ্ড হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
২০২৪ ডিউন: দ্বিতীয় খণ্ড হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

পাদটীকা

সম্পাদনা
  1. এই ফরাসি ব্যক্তিনামটির বাংলা প্রতিবর্ণীকরণে উইকিপিডিয়া:বাংলা ভাষায় ফরাসি শব্দের প্রতিবর্ণীকরণে ব্যাখ্যাকৃত নীতিমালা অনুসরণ করা হয়েছে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. হাওয়েল, পিটার (১২ এপ্রিল ২০১০)। "Polytechnique sweeps Genie Awards"দ্য স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৮ 
  2. ম্যাকডোনাল্ড, গেইল (১০ মার্চ ২০১১)। "Villeneuve's Incendies wins eight Genies, including best picture"দ্য গ্লোব অ্যান্ড মেইল। ২০ জানুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৮ 
  3. লিঞ্চ, জন (২৮ সেপ্টেম্বর ২০১৭)। "The first reviews of 'Blade Runner 2049' are calling it a 'sci-fi masterpiece'"বিজনেস ইনসাইডার। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৮ 
  4. ভিলকোমারসন, সারা (২৪ জানুয়ারি ২০১৭)। "'Arrival' Director Denis Villeneuve on Oscar Noms, Amy Adams' Snub"এন্টারটেইনমেন্ট উয়িকলি (ইংরেজি ভাষায়)। ১৮ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা