ডেনিস ল

(Denis Law থেকে পুনর্নির্দেশিত)

ডেনিস ল (জন্ম ফেব্রুয়ারি ২৪ ১৯৪০, স্কটল্যান্ডের আবেরডিন) একজন অবসরপ্রাপ্ত স্কটিশ ফুটবল খেলোয়াড় যিনি ১৯৫০ থেকে ১৯৭০ দশকে স্ট্রাইকার হিসেবে মাঠ কাঁপিয়েছেন।

ডেনিস ল
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ডেনিস ল
মাঠে অবস্থান স্ট্রাইকার
ক্লাবের তথ্য
বর্তমান দল
অবসর গ্রহণ করেছেন
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
১৯৫৬-১৯৬০
১৯৬০-১৯৬১
১৯৬১-১৯৬২
১৯৬২-১৯৭৩
১৯৭৩-১৯৭৪
হাডার্সফিল্ড টাউন
ম্যানচেস্টার সিটি
টোরিনো
ম্যানচেস্টার ইউনাইটেড
ম্যানচেস্টার সিটি
0৯১ 0(১৯)
0৫০ 0(২৩)
0২৭ 0(১০)
৩০৯ (১৭১)
0২৬ 0(১২)
জাতীয় দল
১৯৫৮-১৯৭৪ স্কটল্যান্ড 0৫৫ 0(৩০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং জুন ৯, ২০০৬ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা মে ৩০, ২০০৬ তারিখ অনুযায়ী সঠিক।

ফুটবল খেলোয়াড় হিসেবে ল তার ক্যারিয়ার শুরু করেন দ্বিতীয় বিভাগের দল হাডার্সফিল্ড টাউনের সাথে ১৯৫৬ সালে। চার বছর হাডার্সফিল্ডে খেলার পর তিনি তৎকালীন ব্রিটিশ রেকর্ড ৫৫,০০০ পাউন্ডের বিনিময়ে যোগ দেন ম্যানচেস্টার সিটিতে[] ল সেখানে একবছর খেলেন। এর পর নতুন ইংরেজ ও ইতালীয় রেকর্ড ১১০,০০০ পাউন্ডের বিনিময়ে তিনি যোগ দেন ইতালীয় ক্লাব টোরিনোতে[] যদিও ইতালিতে তিনি ভালই খেলছিলেন, তবে তিনি সেখানকার জীবনের সাথে মানিয়ে নিতে পারেননি এবং ১৯৬২ সালে তিনি নতুন ব্রিটিশ রেকর্ড ১১৫,০০০ পাউন্ডের বিনিময়ে ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবে যোগ দেন।[]

ইউনাইটেডে খেলা ১১ বছরের ক্যারিয়ারের জন্যই আজ তিনি সুপরিচিত। এখানে ৪০৯ ম্যাচে তিনি ২৩৬ গোল করেন এবং সমর্থকের কাছে দ্য কিং[]দ্য ল'ম্যান উপাধি লাভ করেন। ১৯৬৪ সালে তিনি সম্মানজনক ইউরোপীয় বর্ষসেরা ফুটবলার পুরস্কার লাভ করেন এবং দলকে ১৯৬৫ ও ১৯৬৭ সালের প্রথম বিভাগ জিততে সাহায্য করেন। ১৯৭৩ সালে একমৌসুমের জন্য ল ম্যানচেস্টার ইউনাইটেড ত্যাগ করেন ও ম্যানচেস্টার সিটিতে যোগ দেন। এরপর ১৯৭৪ সালে তিনি ফিফা বিশ্বকাপে স্কটল্যান্ডের প্রতিনিধিত্ব করেন। ল স্কটল্যান্ডের পক্ষে ৫৫ ম্যাচ খেলেছেন এবং দলের পরক্ষে রেকর্ড ৩০ গোল করেছেন। অবশ্য তার রেকর্ডের আরেকজন ভাগীদার আছে।[] ববি চার্লটনের পর ইউনাইটেডের শীর্ষ গোলদাতা।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. ২০০৪ সালের পাউন্ডের মূল্যমান অনুযায়ী এর পরিমাণ প্রায় ৯০০,০০০ পাউন্ড। সূত্রঃ conversion utility ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১০ জুলাই ২০০৭ তারিখে at eh.net.
  2. ২০০৪ সালের পাউন্ডের মূল্যমান অনুযায়ী এর পরিমাণ প্রায় ১.৭ মিলিয়ন পাউন্ড। সূত্রঃ conversion utility ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১০ জুলাই ২০০৭ তারিখে at eh.net.
  3. ২০০৪ সালের পাউন্ডের মূল্যমান অনুযায়ী এর পরিমাণ প্রায় ১.৬ মিলিয়ন পাউন্ড। সূত্রঃ conversion utility ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১০ জুলাই ২০০৭ তারিখে at eh.net.
  4. Denis Law and Ron Gubba, Denis Law – An Autobiography (London: Futura Publications, ১৯৮০), ৮.
  5. Kenny Dalglish also scored ৩০ goals for Scotland, although he achieved this in ১০২ matches compared with Law's ৫৫.

বহিঃসংযোগ

সম্পাদনা
পূর্বসূরী
লেভ ইয়াসিন
ইউরোপীয় বর্ষসেরা ফুটবলার
১৯৬৪
উত্তরসূরী
ইউসেবিও