ডেভিড জে. ওয়াইনল্যান্ড

মার্কিন পদার্থবিজ্ঞানী
(David J. Wineland থেকে পুনর্নির্দেশিত)

ডেভিড জেফরি ওয়াইনল্যান্ড (জন্ম: ২৪ ফেব্রুয়ারি, ১৯৪৪) একজন নোবেল বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী।

ডেভিড জেফরি ওয়াইনল্যান্ড
David J. Wineland
২০০৮ সালে ডেভিড জেফরি ওয়াইনল্যান্ড
জন্ম (1944-02-24) ফেব্রুয়ারি ২৪, ১৯৪৪ (বয়স ৮০)
জাতীয়তামার্কিন
মাতৃশিক্ষায়তনইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
ইউনিভার্সিটি অব ওয়াশিংটন
পুরস্কার পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার (২০১২)
ন্যাশনাল মেডেল অব সায়েন্স (২০০৭)
Schawlow Prize (2001)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রপদার্থবিজ্ঞান
প্রতিষ্ঠানসমূহNational Institute of Standards and Technology
ইউনিভার্সিটি অব কলোরাডো বোল্ডার
অভিসন্দর্ভের শিরোনামThe Atomic Deuterium Maser (১৯৭১)
ডক্টরাল উপদেষ্টানরম্যান ফস্টার র‌্যামজে

ওয়াইনল্যান্ড ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে থেকে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন। তিনি নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞানী নরম্যান ফস্টার র‌্যামজে এর অধীনে কাজ করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭০ সালে ডক্টরেট ডিগ্রি অর্জন করে। তিনি ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞানী হ্যান্স গেয়র্গ ডেমেল্ট এর অধীনে ডক্টরেটোত্তর গবেষণা করেন[]। ওয়াইনল্যান্ড আমেরিকান ফিজিক্যাল সোসাইটি এবং অপ্টিক্যাল সোসাইটি অব আমেরিকা এর সদস্য।

পুরস্কার ও সম্মাননা

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. দৃষ্টি আকর্ষণ: এই টেমপ্লেটি ({{cite doi}}) অবচিত। doi দ্বারা চিহ্নিত প্রকাশনা উদ্ধৃত করার জন্য:10.1103/PhysRevA.5.821, এর পরিবর্তে দয়া করে |doi=10.1103/PhysRevA.5.821 সহ {{সাময়িকী উদ্ধৃতি}} ব্যবহার করুন।

বহিঃসংযোগ

সম্পাদনা