ডেনীয় ফুটবল ইউনিয়ন

ডেনমার্কের ফুটবলের নিয়ন্ত্রণকারী সংস্থা
(Danish Football Association থেকে পুনর্নির্দেশিত)

ডেনীয় ফুটবল ইউনিয়ন (ডেনীয়: Dansk Boldspil-Union;, ইংরেজি: Danish Football Union; এছাড়াও সংক্ষেপে ডিএফইউ নামে পরিচিত) হচ্ছে ডেনমার্কের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৮৮৯ সালের ১৮ই মে তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ১৫ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ৬৫ বছর পর ১৯৫৪ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর ডেনমার্কের প্রয়েনপিতে অবস্থিত।

ডেনীয় ফুটবল ইউনিয়ন
উয়েফা
প্রতিষ্ঠিত১৮ মে ১৮৮৯; ১৩৫ বছর আগে (1889-05-18)[]
ফিফা অধিভুক্তি১৯০৪[]
উয়েফা অধিভুক্তি১৯৫৪
সভাপতিডেনমার্ক ইয়েস্পার মোলার
সহ-সভাপতি
  • ডেনমার্ক টমাস ক্রিস্টেনসেন
  • ডেনমার্ক বেন্ট ক্লাউসেন
ওয়েবসাইটwww.dbu.dk

এই সংস্থাটি ডেনমার্কের পুরুষ, নারী এবং যুব জাতীয় দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে ডেনীয় সুপারলিগা এবং এলিটেডিভিসিওনেনের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে ডেনীয় ফুটবল ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করছেন জেসপার মোলার এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ইয়াকব ইয়েনসেন।

ডেনীয় ফুটবল ইউনিয়ন ১৮৮৯ সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং এটি গ্রেট ব্রিটেন এবং আয়ারল্যান্ডের পরে প্রথম জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশন ছিল।[] তবে এটি ১৯০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকের পূর্বে অনুষ্ঠিত ম্যাচগুলো আনুষ্ঠানিকভাবে নিবন্ধন করেনি, যার অর্থ ১৯০৬ সালের আন্তঃখচিত অলিম্পিক টুর্নামেন্টের জয়টি ডিবিইউ কর্তৃক আনুষ্ঠানিকভাবে রেকর্ড করা হয়নি।

ডিবিইউ প্রতিযোগিতা

সম্পাদনা
  • এলিট বিভাগ (এলিট ডিভিসনেন)
  • প্রথম বিভাগ (১. বিভাগ)
  • ডেনীয় সিরিজ (ডানমার্কসেরিন) (৩ গ্রুপ)
  • কাপ (ল্যান্ডসপোকালটারনারিঙ্গেন)

বিলুপ্ত

সম্পাদনা

কর্মকর্তা

সম্পাদনা
৩ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[]
অবস্থান নাম
সভাপতি ইয়েস্পার মোলার
সহ-সভাপতি টমাস খ্রিস্টেনসেন
বেন্ট ক্লাউসেন
সাধারণ সম্পাদক ইয়াকব ইয়েনসেন
কোষাধ্যক্ষ
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক ইয়াকব হোয়ের
প্রযুক্তিগত পরিচালক পিটার মোলার
ফুটসাল সমন্বয়কারী অ্যান্ডার্স ফ্রিস
জাতীয় দলের কোচ (পুরুষ) কাস্পার হিউমান্ড
জাতীয় দলের কোচ (নারী) লার্স সোন্ডারগার্ড
রেফারি সমন্বয়কারী টিন প্লিড্রুপ

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ৩০ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২০ 
  2. uefa.com। "Denmark - Member associations - Inside UEFA – UEFA.com"UEFA.com। ১৫ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০১৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা