ক্রোয়েশীয় ফুটবল ফেডারেশন

(Croatian Football Federation থেকে পুনর্নির্দেশিত)

ক্রোয়েশীয় ফুটবল ফেডারেশন (ক্রোয়েশীয়: Hrvatski nogometni savez, ইংরেজি: Croatian Football Federation; এছাড়াও সংক্ষেপে এইচএনএস এবং সিএফএফ নামে পরিচিত) হচ্ছে ক্রোয়েশিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯১২ সালের ১৩ই জুন তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ২৯ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ৮১ বছর পর ১৯৯৩ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেবে অবস্থিত। ২০০৯ পর্যন্ত, এইচএনএসের ১,১৮,৩১৬ নিবন্ধিত খেলোয়াড় (যার মধ্যে ৬৫০ পেশাদার) এবং মোট ১,৭৩২ নিবন্ধিত সমিতি ফুটবল এবং ফুটসাল ক্লাব রয়েছে।[]

ক্রোয়েশীয় ফুটবল ফেডারেশন
উয়েফা
প্রতিষ্ঠিত১৩ জুন ১৯১২; ১১২ বছর আগে (1912-06-13)[][]
৩ জুলাই ১৯৯২; ৩২ বছর আগে (1992-07-03)
সদর দপ্তরজাগরেব, ক্রোয়েশিয়া
ফিফা অধিভুক্তি১৭ জুলাই ১৯৪১; ৮৩ বছর আগে (1941-07-17) (ক্রোয়েশিয়ার স্বতন্ত্র রাজ্য হিসেবে)[][]
৩ জুলাই ১৯৯২; ৩২ বছর আগে (1992-07-03) (ক্রোয়েশিয়া হিসেবে)[]
উয়েফা অধিভুক্তি১৬ জুন ১৯৯৩; ৩১ বছর আগে (1993-06-16)
সভাপতিক্রোয়েশিয়া দাভোর শুকার
সহ-সভাপতিক্রোয়েশিয়া আন্তে ভুৎসেমিলোভিচ-সিমুনোভিচ
ওয়েবসাইটwww.hns-cff.hr

এই সংস্থাটি ক্রোয়েশিয়ার পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২১ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে ক্রোয়েশীয় প্রথম ফুটবল লীগ, ক্রোয়েশীয় দ্বিতীয় ফুটবল লীগ এবং ক্রোয়েশীয় ফুটবল কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে ক্রোয়েশীয় ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন দাভোর শুকার[] এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন মারিয়ান কুস্তিচ।

প্রতিযোগিতা

সম্পাদনা

এটি নিম্নলিখিত প্রতিযোগিতা আয়োজন করে:

পুরুষ ফুটবল
যুব ফুটবল
  • ১. এইচএনএল একাডেমি; অনূর্ধ্ব-১৯-এর (জুনিয়ারি) এবং অনূর্ধ্ব-১৭ (কাদেটি) পক্ষের দুটি বয়সের বিভাগসহ একাডেমির প্রথম লীগ
নারী ফুটবল

জাতীয় দল

সম্পাদনা

ক্রোয়েশীয় ফুটবল ফেডারেশন সকল বয়সী স্তরের ক্রোয়েশিয়ার প্রতিনিধিত্বকারী জাতীয় ফুটবল দল সংগঠিত করে:

পুরুষ
নারী
ক্রোয়েশিয়া

কর্মকর্তা

সম্পাদনা
৫ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[]
অবস্থান নাম
সভাপতি দাভোর শুকার
সহ-সভাপতি আন্তে ভুৎসেমিলোভিচ-সিমুনোভিচ
সাধারণ সম্পাদক মারিয়ান কুস্তিচ
কোষাধ্যক্ষ রুজিকা বাজরিচ
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক তোমিস্লাভ পাচাক
প্রযুক্তিগত পরিচালক পেতার ক্রপান
ফুটসাল সমন্বয়কারী বরিস দুরলেন
জাতীয় দলের কোচ (পুরুষ) জলাৎকো দালিচ
জাতীয় দলের কোচ (নারী) প্রসকালো মাতে
রেফারি সমন্বয়কারী ইগর প্রিস্তোভনিক

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ][স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "History - Croatian Football Federation"। hns-cff.hr। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৮ 
  3. "History - Croatian Football Federation"। hns-cff.hr। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৮ 
  4. "Goal Programme - Croatian Football Federation - 2006"FIFA.com। ২০ জানুয়ারি ২০০৯। ৪ সেপ্টেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০১০ 
  5. "About the Croatian Football Federation - Facts and Figures"। Croatian Football Federation। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০১০ 
  6. "Šuker jednoglasno preuzeo vlast"। Index.hr। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১২ 

বহিঃসংযোগ

সম্পাদনা

টেমপ্লেট:ক্রোয়েশীয় ফুটবল ফেডারেশন