রং (দ্ব্যর্থতা নিরসন)
উইকিমিডিয়ার দ্ব্যর্থতা নিরসন পাতা
(Colour থেকে পুনর্নির্দেশিত)
রং (বিকল্প বানানে রঙ) বলতে বোঝাতে পারে:
- রং (বর্ণ), বস্তু থেকে নিঃসৃত বা প্রতিফলিত আলোর যে ধর্মের কারণে সেই বস্তুকে চোখ দিয়ে দেখলে সাদা, কালো, লাল, নীল, হলুদ, সবুজ, ইত্যাদি অনুভূতি জন্মায়।
- রং (উপাদান), কোনও নির্দিষ্ট রং বা বর্ণের রঞ্জক পদার্থসমৃদ্ধ তরল, যা কোনও বস্তুর পৃষ্ঠতলে প্রলেপের মতো প্রয়োগ করা যায়।