দাবা গুটির আপেক্ষিক মান
(Chess piece relative value থেকে পুনর্নির্দেশিত)
দাবা খেলায় মোট ৬ প্রকার গুঁটি রয়েছে। রাজা, মন্ত্রী, গজ, ঘোড়া, নৌকা, বোড়ে। এই প্রতিটি গুটিরই আলাদা মান এবং চলাচল ভিন্ন।
রাজা
সম্পাদনারাজার [English:King) মান অসীম। কারণ দাবা খেলায় রাজাই প্রধান। তার উপরে কোন গুঁটি নেই।
মন্ত্রী
সম্পাদনামন্ত্রী [English: Queen] দাবার দ্বিতীয় ক্ষমতাবান গুঁটি। এর মান ৯।
হাতি
সম্পাদনাগজ কে হাতিও বলা হয়। ইংরেজিতে Bishop বলা হয়। এর মান ৩।
ঘোড়া
সম্পাদনাঘোড়া কে ইংরেজিতে Knight বলা হয়। এর মান 2.5।
নৌকা
সম্পাদনানৌকা কে ইংরেজিতে Rook বলা হয়। এর মান ৫।
বোড়ে
সম্পাদনাবোড়ে কে ইংরেজিতে Pawn বলা হয়। এর মান ১।
তথ্যসূত্র
সম্পাদনাএই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |