চ্যানেল ৪

(Channel 4 থেকে পুনর্নির্দেশিত)

চ্যানেল ৪ বা চ্যানেল ফোর (ইংরেজি: Channel 4) একটি যুক্তরাজ্যভিত্তিক পাবলিক সার্ভিস টেলিভিশন প্রচার কোম্পানি। ১৯৮২ সালের ২ নভেম্বর এরা কার্যক্রম শুরু করে। যদিও অর্থনৈতিকভাবে এটি স্বাধীন, তদুপরি একটি ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান। টেলিভিশন চ্যানেলটি মূলত চ্যানেল ফোর টেলিভিশন কর্পোরেশনের মালিকানাধীন। এই পাবলিক সংগঠনটির গোড়াপত্তন হয় ১৯৯০ সালে, যা কর্মকাণ্ড শুরু করে ১৯৯৩ সালে।

চ্যানেল ৪
উদ্বোধন২ নভেম্বর, ১৯৮২
মালিকানাচ্যানেল ফোর টেলিভিশন কর্পোরেশন
চিত্রের বিন্যাস১৬:৯ এসডিটিভি
১০৮০আই এইচডিটিভি
অংশীদারের ভাগ৬.১% (এস৪সি-এর সাথে)
০.৮% (চ্যানেল ৪+১-এর সাথে)
(মে ২০০৯, [])
দেশ যুক্তরাজ্য
ভ্রাতৃপ্রতিম
চ্যানেল(সমূহ)
ই৪, মোর৪, ফিল্ম৪, ৪মিউজিক
টাইমশিফ্‌ট সার্ভিসচ্যানেল ৪+১
ওয়েবসাইটwww.channel4.com
চ্যানেল ৪ এইচডি লোগো, ২০০৭ থেকে ২০১৫ পর্যন্ত ব্যবহৃত।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "BARB"। ৫ অক্টোবর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০০৯