কাস্পিয়ান সাগর

বিশ্বের বৃহত্তম হ্রদ
(Caspian Sea থেকে পুনর্নির্দেশিত)

কাস্পিয়ান সাগর আয়তনে অনুসারে পৃথিবীর বৃহত্তম আবদ্ধ জলাশয়। একে পৃথিবীর বৃহত্তম হ্রদ হিসেবে আখ্যায়িত করা হয়েছে যার আয়তন একটি সম্পূর্ণ সাগরের সমান। এ সাগর এশিয়া ইউরোপের মাঝে, ককেসাস পর্বতমালার পূর্বে এবং স্তেপমধ্য এশিয়ার পশ্চিমে অবস্থিত।এর পৃষ্ঠতলীয় ক্ষেত্রফল ৩৭১,০০০ বর্গ কিলোমিটার (১৪৩,২৪৪ বর্গ মাইল) (কারাবোগাজগল উপহ্রদ বাদে) এবং আয়তন ৭৮,২০০ ঘন কিলোমিটার (১৮,৭৬১ ঘন মাইল)।এর লবণাক্ততা প্রায় ১.২% (১২গ্রাম/লিটার) যা অন্যান্য সাগরের এক তৃতীয়াংশ।

কাস্পিয়ান সাগর
২০০৩ সালের জুনে প্রদক্ষিণরত টেরা স্যাটেলাইট থেকে তোলা কাস্পিয়ান সাগরের ছবি।
স্থানাঙ্ক৪১°৪০′ উত্তর ৫০°৪০′ পূর্ব / ৪১.৬৬৭° উত্তর ৫০.৬৬৭° পূর্ব / 41.667; 50.667
ধরনপ্রাচীন হ্রদ, নির্গমনহীন অববাহিকা
প্রাথমিক অন্তর্প্রবাহভলগা নদী , উরাল নদী , কুরা নদী , টেরেক নদী
প্রাথমিক বহিঃপ্রবাহবাস্পীভবন, কারা-বগাজ-গল
অববাহিকা৩৬,২৬,০০০ কিমি (১৪,০০,০০০ মা)[]
অববাহিকার দেশসমূহআজারবাইজান, ইরান, কাজাখস্তান, রাশিয়া, তুর্কমেনিস্তান
সর্বাধিক দৈর্ঘ্য১,০৩০ কিমি (৬৪০ মা)
সর্বাধিক প্রস্থ৪৩৫ কিমি (২৭০ মা)
পৃষ্ঠতল অঞ্চল৩,৭১,০০০ কিমি (১,৪৩,২০০ মা)
গড় গভীরতা২১১ মি (৬৯০ ফু)
সর্বাধিক গভীরতা১,০২৫ মি (৩,৩৬০ ফু)
পানির আয়তন৭৮,২০০ কিমি (১৮,৮০০ মা)
বাসস্থান সময়২৫০ বছর
উপকূলের দৈর্ঘ্য৭,০০০ কিমি (৪,৩০০ মা)
পৃষ্ঠতলীয় উচ্চতা−২৮ মি (−৯২ ফু)
দ্বীপপুঞ্জ26+
জনবসতিবাকু (আজারবাইজান ), রাশ্ত (ইরান), আকটাও (কাজাখস্তান), মাখাচকালা (রাশিয়া), তুর্কমেনব্যাসি (তুর্কমেনিস্তান) (see article)
তথ্যসূত্র[]
উপকূলের দৈর্ঘ্য ভাল সংজ্ঞায়িত পরিমাপ হয়নি
কেজেশাহর সমুদ্রসৈকত থেকে কাস্পিয়ান সাগর

এটি উত্তরে কাজাখস্তান, পশ্চিমে আজারবাইজান,দক্ষিণে ইরান এবং দক্ষিণ-পূর্বে তুর্কমেনিস্তান ঘিরে আছে।কাস্পিয়ান সাগর সামুদ্রিক মাছের ডিমতেল শিল্পের জন্য অধিক পরিচিত।তবে তেল শিল্পের বর্জ্য সাগরে ফেলার কারণে এখানকার জীবের উপর খারাপ প্রভাব পড়ছে। কাস্পিয়ান সাগর উত্তর থেকে দক্ষিণে প্রায় ১,২০০কিমি (৭৫০মাইল) জুড়ে বিস্তৃত, এর গড় প্রশস্ততা ৩২০কিমি (২০০মাইল)।এছাড়া এর পানির পৃষ্ঠ সমুদ্রপৃষ্ঠ থেকে ২৭মিটার (৮৯ ফুট) নীচু এবং দক্ষিণাংশের সমুদ্রতল সমুদ্রপৃষ্ঠ থেকে ১,০২৩মিটার (৩,৩৫৬ ফুট) নীচু।

কাস্পিয়ান চুক্তি

সম্পাদনা

সম্প্রতি কাস্পিয়ান সাগরের ‘আইনগত অবস্থান’ নিয়ে ইরান, রাশিয়া, কাজাখস্তান, তুর্কমেনিস্তান ও আজারবাইজান এ সম্পর্কিত একটি চুক্তি সই করে। ইরানের সাবেক শাসক শতকরা ১১ ভাগ সম্পদ নিয়ে সন্তুষ্ট ছিল কিন্তু ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ায় তেহরান তা কখনো মেনে নেয়নি। মধ্যপ্রাচ্যের কাস্পিয়ান সাগরের ২০ ভাগ সম্পদের মালিকানা পাচ্ছে ইরান।

সম্প্রতি সই হওয়া চুক্তিতে ২৪টি অনুচ্ছেদ রয়েছে যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ হচ্ছে এই সাগরে বাইরের কোনো দেশের সামরিক উপস্থিতি থাকতে পারবে না।

এছাড়া এ সাগর দিয়ে বাইরে কোনো দেশ কোনো সামরিক সরঞ্জাম পরিবহন করতে পারবে না। পাশাপাশি সদস্য দেশগুলোর কেউ কাস্পিয়ান সাগরে অবস্থিত নিজেদের কোনো সামরিক ঘাঁটি বাইরের কোনো দেশের কাছে হস্তান্তর করতে পারবে না।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. van der Leeden, Troise, and Todd, eds., The Water Encyclopedia. Second Edition. Chelsea F.C., MI: Lewis Publishers, 1990, p. 196.
  2. "সাগরের ২০ ভাগ" 
 
Stenka Razin (Vasily Surikov, 1906)

বহিঃসংযোগ

সম্পাদনা