কানাডীয় ডলার

(Canadian Dollar থেকে পুনর্নির্দেশিত)

কানাডীয় ডলার (মুদ্রা প্রতীক: $; ব্যাংক কোড: CAD) (ইংরেজি: Canadian dollar; ফরাসি: dollar canadien) কানাডার মুদ্রার নাম। এটি সাধারণত শুধু $ চিহ্ন দিয়ে, কিংবা অন্যান্য ডলার-নামাঙ্কিত মুদ্রাসমূহের থেকে পার্থক্য করার সময় C$ চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। আইএসও মুদ্রা কোডে এটি CAD (অর্থাৎ তিনটি লাতিন বর্ণবিশিষ্ট কোড যাতে কোন মুদ্রা চিহ্ন নেই)। কানাডা সরকার ও আন্তর্জাতিক অর্থ তহবিল C$ ব্যবহার করা পছন্দ করে। তবে Can$, CDN$CA$-ও প্রচলিত। কানাডীয় ডলার ১০০ সেন্টে বিভক্ত।

কানাডীয় ডলার
Canadian dollar (ইংরেজি)
Dollar canadien (ফরাসি)
১৯৩৫ সালে মুদ্রিত প্রথম ১০ ডলার নোট
আইএসও ৪২১৭
কোডCAD
একক
উপ-ইউনিট
 ১/১০০সেন্ট
প্রতীক$ বা C$
 সেন্ট¢
ডাকনামলুনি, বাক,
ব্যাংকনোট
 বহুল ব্যবহৃত$৫, $১০, $২০, $৫০, $১০০
কয়েন
 বহুল ব্যবহৃত১¢, ৫¢, ১০¢, ২৫¢, $১, $২
 স্বল্প ব্যবহৃত৫০¢
বিবরণ
প্রাতিষ্ঠানিক ব্যবহারকারী কানাডা
অপ্রাতিষ্ঠানিক ব্যবহারকারী সাঁ পিয়ের ও মিক‌লোঁ (ইউরো-সহ)
প্রচলন
কেন্দ্রীয় ব্যাংককানাডা ব্যাংক
 উৎসwww.bankofcanada.ca
মুদ্রককানাডিয়ান ব্যাংক নোট কোম্পানি, বিএ ইন্টারন্যাশনাল ইনক.
টাঁকশালরয়াল কানাডা টাকশাল
 ওয়েবসাইটwww.mint.ca
মূল্যনিরূপণ
মুদ্রাস্ফীতি১.০৬% (২০১৫)
 উৎসStatistics Canada, ২০১২.

বহিঃসংযোগ

সম্পাদনা