ক্ষণিক চরিত্রাভিনয়
পরিবেশন শিল্পকলার কোন একটি শিল্পকর্মে স্বল্পস্থায়ী চরিত্রে অভিনয় বা কন্ঠপ্রদান
(Cameo appearance থেকে পুনর্নির্দেশিত)
এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত।(ডিসেম্বর ২০২০) |
ক্ষণিক চরিত্রাভিনয় (ইংরেজি: Cameo role, Cameo appearance বা সংক্ষেপে cameo) পরিবেশন শিল্পকলার কোন একটি শিল্পকর্মে কোন পূর্ব-পরিচিত ব্যক্তির খুবই স্বল্পস্থায়ী চরিত্রে অভিনয় বা কন্ঠপ্রদানকে বোঝায়। সাধারণত শিল্পকর্মের বর্ণনায় ব্যক্তিটির পরিচয় দেওয়া হয় না কিংবা তারা স্বনামেই অভিনয় করেন। এই চরিত্রগুলি সাধারণত খুবই ক্ষুদ্র সময়ের জন্য হয় এবং বেশিরভাগ ক্ষেত্রেই কোন সংলাপ থাকে না। বিখ্যাত ব্যক্তি, চলচ্চিত্র পরিচালক, সংগীতশিল্পী ও ক্রীড়াবিদরা সাধারণত এ ধরনের ক্ষণিক চরিত্রে অভিনয় করেন। অনেক সময় চলচ্চিত্র নির্মাণকুশলীদের কেউও ক্ষণিক চরিত্রে অভিনয় করতে পারেন, যেমন আলফ্রেড হিচকক প্রায়ই ক্ষণিক চরিত্রাভিনয় করতেন।
তথ্যসূত্র
সম্পাদনাউইকিঅভিধানে ক্ষণিক চরিত্রাভিনয় শব্দটি খুঁজুন।