গ্রিম ভ্রাতৃদ্বয়

(Brothers Grimm থেকে পুনর্নির্দেশিত)

জার্মান ভাতৃদ্বয় ইয়াকপ গ্রিম (জন্ম-১৭৮৫,মৃত্যু-১৮৬৩) এবং ভিলহেল্ম গ্রিম (জন্ম-১৭৮৬,মৃত্যু-১৮৫৯) কে একত্রে গ্রিম ভাতৃদ্বয় নামে অভিহিত করা হয়। এই দুই ভাই পরস্পরের সহযোগীতায় জার্মান পৌরাণিক কাহিনী এবং লোক কাহিনী সংগ্রহ এবং প্রকাশ করেন। গ্রিমস ফেয়ারি টেইলস নামে এগুলো পরিচিত। ইয়াকপ গ্রিম মূলত একজন জার্মান ভাষাতত্ত্ববিদ। তুলনামূলক ভাষাতত্ত্বের অন্যতম প্রতিষ্ঠাতা।উনিশ শতকের সমাজবিজ্ঞান, মানববিদ্যা বা নৃতত্ত্ব এবং ভাষাতত্ত্ব অধ্যয়নের ক্ষেত্রে ফোকলোরকে একটি প্রধান অবলম্বন হিসেবে বিচার করে জাতীয় চেতনাকে উজ্জীবিত করেন। ফলে নিজেদের ঐতিহ্যের প্রতি একটি সজাগ চেতনার সাড়া সমগ্র ইউরোপে ছড়িয়ে পড়ে। জার্মানিতে  জন্ম গ্রীম ভ্রাতৃদ্বয় - জ্যাকব লুথবিগ কার্ল গ্রীম (১৭৮৫- ১৮৬৩) এবং উইলহেলম কার্ল গ্রীম।

  এরা  জার্মান লোকসাহিত্য সংগ্রহ  ও সংগৃহীত উপকরণের অধ্যয়নে আত্মনিয়োগ করেন।

জ্যাকব গ্রীম সর্বপ্রথম তুলনামূলক ব্যাকরণ রচনার সাহায্যে তুলনামূলক পদ্ধতি বিস্তৃত প্রয়োগ  করেন।  গ্রীম ভাষার ধ্বনিগত সম্পর্কে বিশেষ আগ্রহী ছিলেন বলে ভাষা বা ভাষাসমূহ যেভাবে লিখিত বিবরণীতে সংরক্ষিত থাকে, তার সাহায্যে ধ্বনির পরিবর্তন নির্দেশ করে জার্মান ভাষার ধ্বনির সঙ্গে ইন্দো ইউরোপীয় অপর ভাষার ধ্বনি পরিবর্তনের তুলনামূলক আলোচনা করেন। তিনি তুলনামূলক ভাষাতত্ত্বের জনক বলে খ্যাত। তিনি জার্মান ভাষার একটি দীর্ঘ তুলনামূলক ব্যাকরণ রচনা করেন।

জার্মানির গ্রীম ভ্রাতৃদ্বয় লোককাহিনীর বিশ্লেষণে ইন্দো ইউরোপীয় তত্ত্ব এবং ভেঙে যাওয়া পুরান তত্ত্ব - এ উভয়  তত্ত্ব সৃষ্টি করেন। ১৮১২ সালে গ্রীম ভ্রাতৃদ্বয় প্রথম  কৃষকের লোককাহিনী প্রকাশ  করেন এবং ১৮২২ সাল পর্যন্ত এই সমস্ত কাহিনি সংগ্রহ ও সম্পাদনায় লিপ্ত থাকেন। জোহানস বোল্টে এবং জর্জ প্যালিভকা গ্রীমদের সংগৃহীত কাহিনিগুলোর সমকালীন ও সমধর্মী কাহিনিগুলো উল্লেখ করে ব্যাপক তুলনামূলক  আলোচনা দাড় করান।  তাদের দৃষ্টান্তসমূহ প্রায়শই বিগত শতাব্দী হতে গৃহীত এবং তারা ১৯১৩ থেকে শুরু করে ১৯৩২ সাল পর্যন্ত বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তুলনা করে গ্রীমদের কাহিনিসমূহ মূল্য বিচার করেন।  

গ্রীম ভ্রাতৃদ্বয়ের ফোকলোরচর্চার তীব্র স্বদেশি আলোক জার্মানির অতীত থেকে বন্য বর্বরতাকে তাড়িত করে সভ্য, উন্নত পূর্বপুরুষের পাদপীঠ আবিষ্কার করেছিল জার্মানির মাটিতে। Germanic mythology এর মুখবন্ধে অগ্রজ জ্যাকব লুথবিগ কার্ল গ্রীম শানিত প্রত্যয় নিয়ে ঘোষণা করেছিলেন যে,উনিশ শতকের জার্মান সংস্কৃতি গ্রিক  কিংবা রোমান সভ্যতার ঔরসে জন্মগ্রহণ করেনি,  স্বদেশের গভীর থেকে রস নিয়েই তা পুষ্পিত হয়েছে।

শতাব্দী অতিক্রম করে এই প্রদীপ্ত বিশ্বাস ১৯৩০ সালের দিকে অদৃশ্য পরিহাসের মতো নাৎসি রাজনীতি অন্যতম মুলধন হিসেবে ব্যবহৃত হয়েছিল।  যুদ্ধ, শক্তি, সাহস এবং সময় গৌরবে রঞ্জিত করে গ্রীম সংগৃহীত গল্পকাহিনিগুলোকেই শিশু - তরুণদের দরকারে প্রচার  করেছিলেন হিটলার।