ব্রাহুই ভাষা

(Brahui language থেকে পুনর্নির্দেশিত)

ব্রাহুই ভাষা (উর্দু: براہوئی‎‎) উত্তর ভারতের একমাত্র দ্রাবিড় ভাষা। ব্রাহুইভাষী লোকেরা মূলত পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কালাত এলাকায় থাকেন। এছাড়া আফগানিস্তান ও ইরানেও এটি প্রচলিত।

ব্রাহুই
অঞ্চলপাকিস্তান (বেলুচিস্তান), আফগানিস্তান, ইরান
মাতৃভাষী
২২ লক্ষ (১৯৯৮ প্রাক্কলন)
পারসিক-আরবি
ভাষা কোডসমূহ
আইএসও ৬৩৯-৩brh

ইতিহাস

সম্পাদনা

কোনো কোনো পণ্ডিতের মতে এই ভাষাটি সরাসরি সিন্ধু নদের হরপ্পা সভ্যতার ভাষার রূপান্তরের ফলে সৃষ্ট হয়েছে। তবে মধ্যযুগে ব্রাহুইরা হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করার পর তাদের ভাষার আমূল পরিবর্তন হয়েছে।

অন্যান্য ভাষার প্রভাব

সম্পাদনা

বর্তমানে এই ভাষার ওপর জাত ভাষা তামিল, তেলুগু ইত্যাদি দ্রাবিড় ভাষার চেয়ে ব্রাহুইদের পার্শ্ববর্তী অঞ্চলের ভাষা বেলুচিউর্দুর প্রভাব বেশি ৷

লিখন পদ্ধতি

সম্পাদনা

বর্তমানে দেবনাগরী লিপির পরিবর্তে ব্রাহুই ভাষা আরবি-ফার্সি নাস্তালিক লিপিতে লেখা হয় ৷

তথ্যসূত্র

সম্পাদনা