বিবি রাসেল

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশী ফ্যাশন মডেল এবং নকশাকার
(Bibi Russell থেকে পুনর্নির্দেশিত)

বিবি রাসেল একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশী ফ্যাশন মডেল এবং নকশাকার। তিনি একজন মডেল হিসেবে ইউরোপে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। অনেকের কাছে "বিবি আপা" নামে পরিচিত। বিবি রাসেলের জন্ম চট্টগ্রামে কিন্তু তিনি বেড়ে উঠেন ঢাকায়[][][][][][][]

বিবি রাসেল
২০০৯-এ বিবি রাসেল
জন্ম
চট্টগ্রাম, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
মাতৃশিক্ষায়তনলন্ডন কলেজ অব ফ্যাশন
পেশাউদ্যোক্তা, ফ্যাশন ডিজাইনার, মডেল
উচ্চতা৫ ফু ১০ ইঞ্চি (১৭৮ সেমি)[]
পিতা-মাতা
  • মোখলেসুর রহমান সিধু (পিতা)
  • শামসুন্নাহার রহমান (মাতা)

পরিবার

সম্পাদনা

বিবি রাসেল তার পরিবারের ৫ সন্তানের মধ্যে তৃতীয়। পিতা পরলোকগত মোখলেসুর রহমান সিধু এবং মাতা শামসুন্নাহার রহমান। বিবি রাসেলের মাতা পিতা দুজনেই সংস্কৃতিপ্রিয় মানুষ ছিলেন।

শিক্ষাজীবন

সম্পাদনা

বিবি রাসেলের স্কুল জীবন কাটে কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী হিসেবে। পরবর্তীতে, তিনি ছিলেন গার্হস্থ্য অর্থনীতি কলেজ, আজিমপুর, ঢাকার ছাত্রী। ৫ ফুট ১০ ইঞ্চি উচ্চতার বিবি রাসেলের ফ্যাশন চিন্তায় উজ্জ্বল এবং রঙিন বর্ণের সমাহার লক্ষণীয়। তিনি ফ্যাশন ডিজাইনের উপর গ্রাজুয়েশন ডিগ্রি অর্জন করেন লন্ডনের লন্ডন কলেজ অফ ফ্যাশন থেকে, ১৯৭৫ সালে। ২০০৪ সাল পর্যন্ত তার প্রতিষ্ঠান বাংলাদেশের গ্রাম্য এলাকায় ৩৫,০০০ তাঁতিকে চাকরি দিয়েছে।[][]

মডেলিং জীবন

সম্পাদনা

প্রথমে যাত্রা শুরু করেন ছবির মডেল হিসেবে। এরপর বিভিন্ন প্রখ্যাত মডেলদের সাথে তিনি র‌্যাম্প মডেল হিসেবে কাজ করেছেন। ১৯৯৪ সালে তিনি বাংলাদেশে ফিরে আসেন। তখন থেকেই তিনি ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ করছেন।[১০][১১]

পুরস্কার ও সম্মাননা

সম্পাদনা

অনেক পুরস্কার আর সম্মাননায় ভূষিত হয়েছেন বিবি রাসেল। ২০১০ খ্রিষ্টাব্দের ২৫ ফেব্রুয়ারি তিনি “দ্য ক্রস অফ অফিসার অফ দ্য অর্ডার অফ কুইন ইসাবেলা” (The Cross of Officer of the Order of Queen Isabela) পুরস্কারে ভূষিত হন।[১২]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. কাজলি শেহরিন ইসলাম। "Bibi Russel - Weaver of Coloured Dreams" (ইংরেজি ভাষায়)। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ২০১২-১১-১৩ 
  2. "আর্থ ডে নেটওয়ার্কের বিশেষ দূত বিবি রাসেল | জাতীয়"ইত্তেফাক। ২০১৯-০৯-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২৯ 
  3. "শাড়ি পৃথিবীর সবচেয়ে সুন্দর ও শ্রেষ্ঠ পোশাক: বিবি রাসেল"DW.COM। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২৯ 
  4. "বিবি রাসেলের সঙ্গে তসলিমা নাসরিন"চ্যানেল আই অনলাইন। ২০১৭-০১-২৩। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২৯ 
  5. "শাড়ি পরলে একটা মেয়েকে সবচেয়ে সুন্দর লাগে : বিবি রাসেল"কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২৯ 
  6. প্রতিবেদক, নিজস্ব। "চলচ্চিত্রের ফ্যাশন ডিজাইনিংয়ে বিবি রাসেল"দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২৯ 
  7. "বিবি :বুননবর্তিকা | পথিকৃত্"archive1.ittefaq.com.bd। ২০১৯-০৯-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২৯ 
  8. "রাজস্থানে বিবি রাসেলের ফ্যাশন"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২৯ 
  9. "বিবি রাসেল"বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২৯ 
  10. "বিবি রাসেল ॥ বরেণ্য ফ্যাশন ডিজাইনার এবং মডেল || অপরাজিতা"জনকন্ঠ। ২০১৯-০৯-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২৯ 
  11. বিবিসি বাংলা (১৯ ডিসেম্বর ২০১২)। "আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশী ফ্যাশন ডিজাইনার, উদ্যোক্তা এবং সাবেক মডেল বিবি রাসেল"। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১৮ 
  12. "জেনারেল কুইজ"। দৈনিক কালের কণ্ঠ (প্রিন্ট)। ঢাকা। ৮ মার্চ ২০১০। পৃষ্ঠা ১৪। 

বহিঃসংযোগ

সম্পাদনা