ভাটিণ্ডা

শহর
(Bhatinda থেকে পুনর্নির্দেশিত)

ভাটিণ্ডা (ইংরেজি: Bathinda) ভারতের পাঞ্জাব রাজ্যের ভাটিণ্ডা জেলার একটি শহর এবং মিউনিসিপাল কর্পোরেশন। শহরটি বাথিন্দা জেলার প্রশাসনিক সদর দফতর। এটি উত্তর-পশ্চিম ভারতের মালওয়া অঞ্চলে অবস্থিত, ২২৭ কিমি (১৪১ মা) রাজধানী শহর চন্ডিগড় এর পশ্চিমে এবং পাঞ্জাব] এর পঞ্চম বৃহত্তম শহর ।

ভাটিণ্ডা
ਬਠਿੰਡਾ (ভঠিন্ডা)
শহর
মুবারক কেল্লা,ভাটিণ্ডা ল্যান্ডমার্ক
মুবারক কেল্লা,ভাটিণ্ডা ল্যান্ডমার্ক
ভাটিণ্ডা পাঞ্জাব-এ অবস্থিত
ভাটিণ্ডা
ভাটিণ্ডা
পাঞ্জাব, ভারতে অবস্থান
স্থানাঙ্ক: ৩০°১৩′৪৮″ উত্তর ৭৪°৫৭′০৭″ পূর্ব / ৩০.২৩০০০° উত্তর ৭৪.৯৫১৯৪° পূর্ব / 30.23000; 74.95194
দেশ ভারত
রাজ্যপাঞ্জাব (ভারত)
জেলাভাটিণ্ডা
উচ্চতা২১০ মিটার (৬৯০ ফুট)
জনসংখ্যা (২০১১)
 • মোট২,৮৫,৮১৩
 • ক্রমPunjab: 5th, India: 161st
ভাষা
 • অফিসিয়ালPunjabi
সময় অঞ্চলআইএসটি (ইউটিসি+৫:৩০)
PIN15100X
Telephone code+91-164-XXX XXXX
যানবাহন নিবন্ধনPB-03
Railways Stations in CityBathinda railway station
ওয়েবসাইটbathinda.nic.in

বাতিন্ডায় মহারাজা রঞ্জিত সিং পাঞ্জাব টেকনিক্যাল ইউনিভার্সিটি, পাঞ্জাবের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং এইমস বাথিন্দা। এছাড়াও শহরটিতে দুটি আধুনিক তাপবিদ্যুৎ কেন্দ্র, গুরু নানক দেব থার্মাল প্ল্যান্ট এবং গুরু হরগোবিন্দ থার্মাল প্ল্যান্ট লেহরা মহব্বতে অবস্থিত।[] এছাড়াও শহরে অবস্থিত একটি সার কারখানাও আছে।

জনসংখ্যার উপাত্ত

সম্পাদনা

ভারতের ২০০১ সালের আদম শুমারি অনুসারে ভাটিণ্ডা শহরের জনসংখ্যা হল ২১৭,৩৮৯ জন।[] এর মধ্যে পুরুষ ৫৪% এবং নারী ৪৬%।

এখানে সাক্ষরতার হার ৭০%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৭৫% এবং নারীদের মধ্যে এই হার ৬৫%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে ভাটিণ্ডার সাক্ষরতার হার বেশি।

এই শহরের জনসংখ্যার ১১% হল ৬ বছর বা তার কম বয়সী।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Places to Visit"। ২৬ নভেম্বর ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০০৯ 
  2. "ভারতের ২০০১ সালের আদম শুমারি"। Archived from the original on ১৬ জুন ২০০৪। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৬, ২০০৭