বেন জনসন

(Ben Jonson থেকে পুনর্নির্দেশিত)

বেন জনসন (মূলত বেঞ্জামিন জনসন /ˈɒnsən/; খ্রি. জুন ১১, ১৫৭২ – আগস্ট ৬, ১৬৩৭) ছিলেন সপ্তদশ শতকের একজন ইংরেজ নাট্যকার, কবি, এবং সাহিত্য সমালোচক, যার শিল্পকর্ম ইংরেজি কবিতা এবং মঞ্চ কমেডির উপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। তিনি হিউমার কমেডি জনপ্রিয় করে তোলেন। তিনি তার গীতি কবিতাসমূহ এবং এভরি ম্যান ইন হিজ হিউমার (১৫৯৮), ভোলপনে, অর দ্য ফক্সি (১৬০৫), দ্য এ্যলকেমিস্ট (১৬১০), এবং বর্থলময় ফেইরি: অ্য কমেডি (১৬১৪) বিদ্রুপাত্মক নাটকের জন্যে সর্বাধিক পরিচিত। তিনি সাধারণত জেমস ১-এর রাজত্বকালে, উইলিয়াম শেকসপিয়রের পরে সর্বাধিক গুরুত্বপূর্ণ ইংরেজ নাট্যকার হিসেবে গণ্য হন।[] silent Women ও তার লেখা একটি বই

বেন জনসন
বেন জনসন (১৯১৭), আব্রাহাম ব্লাইনবের্খ; তেলরঙে ক্যানভাস পেইন্টিং, ন্যাশনাল পোর্ট্রেট গ্যালারি, লন্ডন
বেন জনসন (১৯১৭), আব্রাহাম ব্লাইনবের্খ; তেলরঙে ক্যানভাস পেইন্টিং, ন্যাশনাল পোর্ট্রেট গ্যালারি, লন্ডন
জন্মবেঞ্জামিন জনসন
(১৫৭২-০৬-১১)১১ জুন ১৫৭২
ওয়েস্টমিনস্টার, লন্ডন, ইংল্যান্ড
মৃত্যু৬ আগস্ট ১৬৩৭(1637-08-06) (বয়স ৬৫)
ওয়েস্টমিনস্টার, লন্ডন, ইংল্যান্ড
পেশানাট্যকার, কবি, অভিনেতা
ভাষাইংরেজি
জাতীয়তাইংরেজ
নাগরিকত্বইংল্যান্ড

তথ্যসূত্র

সম্পাদনা
  1. ক্লিফফোর্ড লিচ (মার্চ ৩, ২০১৪)। "বেন জনসন"। britannica.com। সংগ্রহের তারিখ জুন ২৭, ২০১৪ 

বহিঃসংযোগ

সম্পাদনা