বাহরাইন ফুটবল অ্যাসোসিয়েশন

বাহরাইনের ফুটবলের নিয়ন্ত্রণকারী সংস্থা
(Bahrain Football Association থেকে পুনর্নির্দেশিত)

বাহরাইন ফুটবল অ্যাসোসিয়েশন (আরবি: الاتحاد البحريني لكرة القدم, ইংরেজি: Bahrain Football Association; এছাড়াও সংক্ষেপে বিএফএ নামে পরিচিত) হচ্ছে বাহরাইনের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ১১ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার বছরেই সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা এএফসির সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত।

বাহরাইন ফুটবল অ্যাসোসিয়েশন
এএফসি
প্রতিষ্ঠিত১৯৫৭; ৬৭ বছর আগে (1957)[]
সদর দপ্তরমানামা, বাহরাইন
ফিফা অধিভুক্তি১৯৬৮[]
এএফসি অধিভুক্তি১৯৫৭
সভাপতিবাহরাইন আলি বিন খলিফা আল খলিফা
সহ-সভাপতি
  • বাহরাইন খালেদ আল খলিফা
  • বাহরাইন আলি আহমেদ আল বুয়াইনাইন
ওয়েবসাইটbfa.bh

এই সংস্থাটি বাহরাইনের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে বাহরাইনী প্রিমিয়ার লীগ বাহরাইনী এলিট কাপ এবং বাহরাইনী কিংস কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে বাহরাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন আলি বিন খলিফা আল খলিফা এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ইব্রাহিম আল বুয়াইনান।

কর্মকর্তা

সম্পাদনা
২৫ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[]
অবস্থান নাম
সভাপতি আলি বিন খলিফা আল খলিফা
সহ-সভাপতি খালেদ আল খলিফা
আলি আহমেদ আল বুয়াইনাইন
সাধারণ সম্পাদক ইব্রাহিম আল বুয়াইনান
কোষাধ্যক্ষ আলি আহমেদ আল বুয়াইনান
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক আহমেদ মাহদি
প্রযুক্তিগত পরিচালক আবেদ আল আনসারি
ফুটসাল সমন্বয়কারী আরিফ আল মান্নাই
জাতীয় দলের কোচ (পুরুষ) এলিও সুসা
জাতীয় দলের কোচ (নারী) খালেদ আল হারবান
রেফারি সমন্বয়কারী জাসিম আব্দুলকরিম

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ২৯ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২০ 

বহিঃসংযোগ

সম্পাদনা