শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে বাফটা পুরস্কার

(BAFTA Award for Best Film থেকে পুনর্নির্দেশিত)

শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে বাফটা পুরস্কার ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা) কর্তৃক প্রদত্ত বাৎসরিক পুরস্কার, যা ব্রিটিশ একাডেমি চলচ্চিত্র পুরস্কারের অংশ হিসেবে অনন্য চলচ্চিত্রের জন্য প্রদান করা হয়। ১৯৪৮ সালে এই পুরস্কারের ১ম আয়োজন থেকে শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য এই পুরস্কার দেওয়া হচ্ছে। ১৯৬৯ সাল পর্যন্ত যে কোন দেশ থেকে মনোনীত শ্রেষ্ঠ চলচ্চিত্রকে এই পুরস্কার দেওয়া হত। যদিও ১৯৪৮ সাল থেকে ব্রিটিশ চলচ্চিত্রের আলাদা বিভাগ শ্রেষ্ঠ ব্রিটিশ চলচ্চিত্র বিভাগে বাফটা পুরস্কার ছিল এবং ১৯৮৩ সাল থেকে ইংরেজি ভিন্ন অন্য ভাষার চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ ইংরেজি ভিন্ন অন্য ভাষার চলচ্চিত্র বিভাগে বাফটা পুরস্কার বিভাগে পুরস্কার প্রদান শুরু হয়।

শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে বাফটা পুরস্কার
বিবরণঅনন্য চলচ্চিত্রের জন্য
দেশযুক্তরাজ্য
পুরস্কারদাতাব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা)
প্রথম পুরস্কৃত১৯৪৮ (১৯৪৬/১৯৪৭-এর চলচ্চিত্রের জন্য)
সর্বশেষ পুরস্কৃত২০২০ (২০১৮/২০১৯-এর চলচ্চিত্রের জন্য)
বর্তমানে আধৃতনাইনটিন সেভেনটিন (২০১৯)
ওয়েবসাইটwww.bafta.org

১ম আয়োজনে এই পুরস্কার লাভ করে উইলিয়াম ওয়াইলার পরিচালিত দ্য বেস্ট ইয়ার্স অব আওয়ার লাইভস্‌। ১৯৬২ সালে ১৫তম আয়োজনে যৌথভাবে পুরস্কার লাভ করে ব্যালাড অব আ সোলজার এবং দ্য হাসলার। ১৯৮১ সাল পর্যন্ত এই পুরস্কার প্রদান করা হত পরিচালকদের, তবে ১৯৭৬ ও ১৯৭৭ সালে প্রযোজকদের এই পুরস্কার প্রদান করা হয়। ১৯৮১ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত এই পুরস্কার শুধুমাত্র প্রযোজকদের দেওয়া হয় এবং ১৯৮৬ সালে পরিচালক ও প্রযোজকদের দেওয়া হয়। ১৯৯৮ সালে পুনরায় শুধুমাত্র প্রযোজকদের এই পুরস্কার প্রদান করা হয়।

বিজয়ীদের তালিকা

সম্পাদনা

সকল ভাষার চলচ্চিত্র

সম্পাদনা
বছর চলচ্চিত্র পরিচালক প্রযোজক দেশ সূত্র
১৯৪৭
(১ম)
দ্য বেস্ট ইয়ার্স অব আওয়ার লাইভস্‌ উইলিয়াম ওয়াইলার স্যামুয়েল গোল্ডউইন যুক্তরাষ্ট্র []
১৯৪৮
(২য়)
হ্যামলেট লরন্স অলিভিয়ে লরন্স অলিভিয়ে ব্রিটেন []
ক্রসফায়ার এডওয়ার্ড দিমিত্রিক আদ্রিয়েন স্কট যুক্তরাজ্য
দ্য নেকড সিটি জুলস ডাসিন মার্ক হেলিঞ্জার মার্কিন যুক্তরাষ্ট্র
দ্য ফলেন আইডল ক্যারল রিড ক্যারল রিড যুক্তরাজ্য
পাইসাঁ রোবার্তো রোসেলিনি রড ই. গেইজার, রোবার্তো রোসেলিনি ইতালি
ফোর স্টেপস ইন দ্য ক্লাউডস আলেসান্দ্রো ব্লাসেত্তি জুসেপ্পে আমাতো ইতালি
মঁসিয়ে ভিনসেন্ত মোরিস ক্লোশ ভিসকোন্ত জর্জ দ্য লা গ্রাঁদিয়ের ফ্রান্স
১৯৪৯
(৩য়)
বাইসাইকেল থিবস ভিত্তোরিও দে সিকা জুসেপ্পে আমাতো ইতালি []
দ্য উইন্ডো টেড টেৎজলাফ ফ্রেডেরিক ওলম্যান জুনিয়র যুক্তরাষ্ট্র
দ্য থার্ড ম্যান ক্যারল রিড ক্যারল রিড ব্রিটেন
দ্য ব্যালাড অব বার্লিন রবার্ট স্টেমল আল্‌ফ টেইক্‌স জার্মানি

ইংরেজি ভাষার চলচ্চিত্র

সম্পাদনা

২০০০-এর দশক

সম্পাদনা
বছর চলচ্চিত্র পরিচালক প্রযোজক দেশ সূত্র
২০০০
(৫৪তম)
গ্ল্যাডিয়েটর রিডলি স্কট ডেভিড ফ্রাঞ্জোনি, ব্রাঙ্কো লুস্টিগ, ডগলাস উইক যুক্তরাষ্ট্র / যুক্তরাজ্য []
অলমোস্ট ফেমাস ক্যামেরন ক্রো ইয়ান ব্রাইস, ক্যামেরন ক্রো যুক্তরাষ্ট্র
এরিন ব্রকভিচ স্টিভেন সোডারবার্গ ড্যানি ডিভিটো, মাইকেল শ্যামবার্গ, স্ট্যাসি শের যুক্তরাষ্ট্র
ক্রাউচিং টাইগার, হিডেন ড্রাগন অ্যাং লি শু লি-কং, বিল কং, অ্যাং লি তাইওয়ান / হংকং / যুক্তরাষ্ট্র
বিলি এলিয়ট স্টিভেন ডাল্ড্রি গ্রেগ ব্রেনম্যান, জন ফিন যুক্তরাজ্য
২০০১
(৫৫তম)
দ্য লর্ড অব দ্য রিংস: দ্য ফেলোশিপ অব দ্য রিং পিটার জ্যাকসন পিটার জ্যাকসন, বেরি এম ওসবর্ন, টিম স্যান্ডার্স, ফ্র্যান ওয়ালশ যুক্তরাষ্ট্র / নিউজিল্যান্ড []
আমেলি জঁ-পিয়ের জোনে জঁ-পিয়ের জোনে, জঁ-মার্ক দেসচেম্পস, ক্লদি ওসার ফ্রান্স / জার্মানি
আ বিউটিফুল মাইন্ড রন হাওয়ার্ড ব্রায়ান গ্রেজার, রন হাওয়ার্ড যুক্তরাষ্ট্র
মুলাঁ রুজ! ব্যাজ ল্যুরমন ফ্রেড ব্যারন, মার্টিন ব্রাউন, ব্যাজ ল্যুরমন অস্ট্রেলিয়া / যুক্তরাষ্ট্র
শ্রেক অ্যান্ড্রু অ্যাডামসন, ভিকি জেনসন জেফ্রি কাৎজেনবার্গ, অ্যারন ওয়ার্নার, জন এইচ উইলিয়ামস যুক্তরাষ্ট্র
২০০২
(৫৬তম)
দ্য পিয়ানিস্ট রোমান পোলান্‌স্কি রবার্ট বেনমুসা, রোমান পোলান্‌স্কি, অ্যালাইন সার্দে ফ্রান্স / জার্মানি / ব্রিটেন / পোল্যান্ড []
গ্যাংস অব নিউ ইয়র্ক মার্টিন স্কোরসেজি আলবার্তো গ্রিমালদি, হার্ভি ওয়েনস্টেইন যুক্তরাষ্ট্র
দি আওয়ার্স স্টিভেন ডাল্ড্রি রবার্ট ফক্স, স্কট রুডিন যুক্তরাজ্য / যুক্তরাষ্ট্র
দ্য লর্ড অব দ্য রিংস: দ্য টু টাওয়ার্স পিটার জ্যাকসন পিটার জ্যাকসন, বেরি এম ওসবর্ন, ফ্র্যান ওয়ালশ যুক্তরাষ্ট্র / নিউজিল্যান্ড
শিকাগো রব মার্শাল মার্টিন রিচার্ডস যুক্তরাষ্ট্র
২০০৩
(৫৭তম)
দ্য লর্ড অব দ্য রিংস: দ্য রিটার্ন অব দ্য কিং পিটার জ্যাকসন পিটার জ্যাকসন, বেরি এম ওসবর্ন, ফ্র্যান ওয়ালশ যুক্তরাষ্ট্র / নিউজিল্যান্ড []
কোল্ড মাউন্টেইন অ্যান্থনি মিঙ্ঘেলা আলবার্ট বার্জার, উইলিয়াম হর্বার্গ, সিডনি পোলক, রন ইয়ের্ক্সা যুক্তরাজ্য / যুক্তরাষ্ট্র
বিগ ফিশ টিম বার্টন ব্রুস কোহেন, ড্যান জিঙ্কস, রিচার্ড ডি জানুক যুক্তরাষ্ট্র
মাস্টার অ্যান্ড কমান্ডার: দ্য ফার সাইড অব দ্য ওয়ার্ল্ড পিটার ওয়েয়ার স্যামুয়েল গোল্ডউইন জুনিয়র, ডানকান হেন্ডারসন, পিটার ওয়েয়ার যুক্তরাজ্য / যুক্তরাষ্ট্র
লস্ট ইন ট্রান্সলেশন সোফিয়া কপোলা সোফিয়া কপোলা, রস কাৎজ যুক্তরাষ্ট্র / জাপান
২০০৪
(৫৮তম)
দি অ্যাভিয়েটর মার্টিন স্কোরসেজি স্যান্ডি ক্লিম্যান, চার্লস ইভানস জুনিয়র, গ্রাহাম কিং, মাইকেল মান যুক্তরাষ্ট্র []
ইটার্নাল সানশাইন অব দ্য স্পটলেস মাইন্ড মাইকেল গন্ড্রি অ্যান্থনি ব্রেগম্যান, স্টিভ গলিন যুক্তরাষ্ট্র
দ্য মোটরসাইকেল ডাইরিজ ওয়াল্টার সল্‌স মাইকেল নজিক, এডগার্ড টেনেনবম, কারেন টেনখফ ব্রাজিল / যুক্তরাষ্ট্র / জার্মানি / যুক্তরাজ্য
ফাইন্ডিং নেভারল্যান্ড মার্ক ফর্স্টার নেলি বেলফ্লাওয়ার, রিচার্ড এন গ্লাডস্টেইন যুক্তরাজ্য / যুক্তরাষ্ট্র
ভেরা ড্রেক মাইক লেই সিমন চ্যানিং-উইলিয়ামস, অ্যালাইন সার্দে ব্রিটেন / ফ্রান্স
২০০৫
(৫৯তম)
ব্রোকব্যাক মাউন্টেইন অ্যাং লি ডায়ানা ওসানা, জেমস শামুস যুক্তরাষ্ট্র []
ক্র্যাশ পল হ্যাগিস ডন চেডল, ক্যাথি শুলম্যান, বব ইয়ারি যুক্তরাষ্ট্র / জার্মানি
ক্যাপোটে বেনেট মিলার ক্যারোলিন ব্যারন, মাইকেল ওহোভেন, উইলিয়াম ভিন্স যুক্তরাষ্ট্র / কানাডা
গুড নাইট, অ্যান্ড গুড লাক জর্জ ক্লুনি গ্রান্ট হেস্‌লভ যুক্তরাষ্ট্র
দ্য কনস্ট্যান্ট গার্ডেনার ফার্নান্দো মেইরেলে সিমন চ্যানিং-উইলিয়ামস ব্রিটেন / জার্মানি
২০০৬
(৬০তম)
দ্য কুইন স্টিভেন ফ্রেয়ার্স ট্রেসি সিওয়ার্ড, ক্রিস্টিন ল্যাংগ্যান, অ্যান্ডি হ্যারিস যুক্তরাজ্য / ফ্রান্স / ইতালি [১০]
দ্য ডিপার্টেড মার্টিন স্কোরসেজি ব্র্যাড পিট, ব্র্যাড গ্রে, গ্রাহাম কিং যুক্তরাষ্ট্র
দ্য লাস্ট কিং অব স্কটল্যান্ড কেভিন ম্যাক্‌ডোনাল্ড সলোমন ভ্যান্ডি যুক্তরাষ্ট্র
বাবেল আলেহান্দ্রো গোন্সালেস ইনারিতু আলেহান্দ্রো গোন্সালেস ইনারিতু, জন কিলিক, স্টিভ গলিন যুক্তরাষ্ট্র / মেক্সিকো / ফ্রান্স
লিটল মিস সানশাইন জোনাথান ডেটন ভ্যালেরি ফারিস, ডেভিড টি ফ্রেন্ডলি, পিটার সারাফ, মার্ক টার্টলটব যুক্তরাষ্ট্র
২০০৭
(৬১তম)
অ্যাটনমেন্ট জো রাইট টিম বেভান, এরিক ফেলনার, পল ওয়েবস্টার যুক্তরাজ্য [১১]
অ্যামেরিকান গ্যাংস্টার রিডলি স্কট ব্রায়ান গ্রেজার, রিডলি স্কট যুক্তরাষ্ট্র
ডাস লেবেন ডার আন্ডেরেন ফ্লোরিয়ান হেনকেল ফন ডনার্স্‌মার্ক কুইরিন বার্গ, মাক্স ওয়েডেমান জার্মানি
দেয়ার উইল বি ব্লাড পল থমাস অ্যান্ডারসন জোঅ্যান সেলার, ড্যানিয়েল লুপি যুক্তরাষ্ট্র
নো কান্ট্রি ফর ওল্ড মেন জোয়েল ও ইথান কোয়েন জোয়েল ও ইথান কোয়েন, স্কট রুডিন যুক্তরাষ্ট্র
২০০৮
(৬২তম)
স্লামডগ মিলিয়নিয়ার ড্যানি বয়েল ক্রিশ্চিয়ান কোলসন যুক্তরাজ্য [১২]
দ্য কিউরিয়াস কেস অব বেঞ্জামিন বাটন ডেভিড ফিঞ্চার ক্যাথলিন কেনেডি, ফ্রাঙ্ক মার্শাল, রে স্টার্ক যুক্তরাষ্ট্র
দ্য রিডার স্টিভেন ডাল্ড্রি অ্যান্টনি মিনজেলা, সিডনি পোলাক, স্কট রুডিন যুক্তরাষ্ট্র
ফ্রস্ট/নিক্সন রন হাওয়ার্ড রন হাওয়ার্ড, ব্রায়ান গ্রেজার, টিম বেভান, এরিক ফেলনার যুক্তরাজ্য / যুক্তরাষ্ট্র
মিল্ক গুস ফান সান্ট ড্যান জিঙ্কস, ব্রুস কোহেন যুক্তরাষ্ট্র
২০০৯
(৬৩তম)
দ্য হার্ট লকার ক্যাথরিন বিগেলো ক্যাথরিন বিগেলো, মার্ক বোল, নিকোলাস চার্টিয়ার, গ্রেগ শাপিরো যুক্তরাষ্ট্র [১৩]
অ্যাভাটার জেমস ক্যামেরন জেমস ক্যামেরন, জন ল্যান্ডাউ যুক্তরাজ্য / যুক্তরাষ্ট্র
আপ ইন দি এয়ার জেসন রেইটম্যান ইভান রেইটম্যান, জ্যাসন রেইটম্যান, ড্যানিয়েল ডুবিয়েকি যুক্তরাষ্ট্র
অ্যান এডুকেশন লোন শের্ফিগ ফিনোলা ডাইয়ার, অ্যামান্ডা পোজি যুক্তরাজ্য
প্রেশাস লি ড্যানিয়েলস লি ড্যানিয়েলস, সারাহ সিগেল-ম্যাগনেস, গ্যারি ম্যাগনেস যুক্তরাষ্ট্র

২০১০-এর দশক

সম্পাদনা
বছর চলচ্চিত্র পরিচালক প্রযোজক দেশ সূত্র
২০১০
(৬৪তম)
দ্য কিংস স্পিচ টম হুপার আইয়ান ক্যানিং, এমিলি শার্মান, গ্যারেথ আনউইন যুক্তরাজ্য [১৪]
ইনসেপশন ক্রিস্টোফার নোলান ক্রিস্টোফার নোলান, এমা থমাস যুক্তরাষ্ট্র
ট্রু গ্রিট জোয়েল ও ইথান কোয়েন জোয়েল ও ইথান কোয়েন, স্কট রুডিন যুক্তরাষ্ট্র
দ্য সোশ্যাল নেটওয়ার্ক ডেভিড ফিঞ্চার ডেভিড ফিঞ্চার, স্কট রুডিন, ডানা ব্রুনেট্টি, মাইকেল ডি লুকা, সিন চাফিন, কেভিন স্পেসি যুক্তরাষ্ট্র
ব্ল্যাক সোয়ান ডারেন আরনফ্‌স্কি ডারেন আরনফ্‌স্কি, স্কট ফ্রাঙ্কলিন, মাইক মিডাভয়, আর্নল্ড মেসার, ব্রায়ান অলিভার যুক্তরাষ্ট্র
২০১১
(৬৫তম)
দি আর্টিস্ট মিশেল আজানাভিস্যুস থমাস ল্যাংম্যান ফ্রান্স [১৫]
টিঙ্কার টেইলর সোলজার স্পাই টমাস আলফ্রেডসন টিম বেভান, রবিন স্লভো, এরিক ফেলনার যুক্তরাজ্য / ফ্রান্স / জার্মানি
ড্রাইভ নিকোলাস ওয়াইন্ডিং রেফ্‌ন অ্যাডাম সিগেল, মার্ক প্ল্যাট যুক্তরাষ্ট্র
দ্য ডেসেন্ড্যান্ট্‌স আলেকজান্ডার পাইন আলেকজান্ডার পাইন, জিম টেলর, জিম বুর্ক যুক্তরাষ্ট্র
দ্য হেল্প টেইট টেলর ব্রানসন গ্রিন, ক্রিস কলম্বাস, মাইকেল বার্নাথান যুক্তরাষ্ট্র
২০১২
(৬৬তম)
আর্গো বেন অ্যাফ্লেক গ্রান্ট হেস্‌লভ, বেন অ্যাফ্লেক, জর্জ ক্লুনি যুক্তরাষ্ট্র [১৬]
জিরো ডার্ক থার্টি ক্যাথরিন বিগেলো মার্ক বোল, ক্যাথরিন বিগেলো, মেগান এলিসন যুক্তরাষ্ট্র
লা মিজারাব্‌লা টম হুপার টিম বেভান, এরিক ফেলনার, ডেব্রা হেওয়ার্ড, ক্যামেরন ম্যাক্‌ইন্টশ যুক্তরাজ্য
লাইফ অব পাই অ্যাং লি গিল নেটার, অ্যাং লি, ডেভিড ওমার্ক যুক্তরাষ্ট্র / যুক্তরাজ্য
লিংকন স্টিভেন স্পিলবার্গ স্টিভেন স্পিলবার্গ, ক্যাথলিন কেনেডি যুক্তরাষ্ট্র
২০১৩
(৬৭তম)
টুয়েলভ ইয়ার্স আ স্লেইভ স্টিভ ম্যাকুইন ব্র্যাড পিট, অ্যান্থনি ক্যাটাগাস, ডিদি গার্ডেনার, জেরেমি ক্লেইনার, স্টিভ ম্যাক্‌কুইন যুক্তরাজ্য / যুক্তরাষ্ট্র [১৭]
আমেরিকান হাসল ডেভিড ও রাসেল চার্লস রভেন, রিচার্ড সাকল, মেগান এলিসন, জনাথান গর্ডন যুক্তরাষ্ট্র
ক্যাপ্টেন ফিলিপস পল গ্রিনগ্রাস স্কট রুডিন, ডানা ব্রুনেত্তি, মাইকেল ডি লুকা যুক্তরাষ্ট্র
গ্র্যাভিটি আলফোনসো কুয়ারোন আলফোনসো কুয়ারোন, ডেভিড হেম্যান যুক্তরাজ্য / যুক্তরাষ্ট্র
ফিলোমেনা স্টিভেন ফ্রেয়ার্স গাব্রিয়েল তানা, স্টিভ কুগ্যান, ট্রেসি সিওয়ার্ড
২০১৪
(৬৮তম)
বয়হুড রিচার্ড লিঙ্কলেটার রিচার্ড লিঙ্কলেটার, ক্যাথলিন সাদারল্যান্ড যুক্তরাষ্ট্র [১৮]
দি ইমিটেশন গেম মর্টেন টিল্ডুম নোরা গ্রসম্যান, ইডো অস্ট্রোভ্‌স্কি, টেডি সোয়ার্জম্যান যুক্তরাজ্য / যুক্তরাষ্ট্র
দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল ওয়েস অ্যান্ডারসন ওয়েস অ্যান্ডারসন, স্কট রুডিন, স্টিভেন রেল্‌স, জেরেমি ডসন যুক্তরাষ্ট্র / যুক্তরাজ্য / জার্মানি
দ্য থিওরি অব এভরিথিং জেমস মার্শ টিম বেভান, এরিক ফেলনার, লিসা ব্রুস, অ্যান্থনি ম্যাক্‌কার্টেন যুক্তরাজ্য
বার্ডম্যান অর (দি আনেক্সপেক্টেড ভার্চু অব ইগনোরেন্স আলেহান্দ্রো গোন্সালেস ইনারিতু আলেহান্দ্রো গোন্সালেস ইনারিতু, জন লেশার, জেমস স্কচডোপল যুক্তরাষ্ট্র
২০১৫
(৬৯তম)
দ্য রেভেন্যান্ট আলেহান্দ্রো গোন্সালেস ইনারিতু স্টিভ গলিন, আলেহান্দ্রো গোন্সালেস ইনারিতু, আরনন মিলচান, ম্যারি প্যারেন্ট, কেথ রেডমন যুক্তরাষ্ট্র [১৯]
ক্যারল টড হাইন্স এলিজাবেথ কার্লসেন, ক্রিস্টিন ভাকন, স্টিভেন উলি যুক্তরাজ্য / যুক্তরাষ্ট্র
দ্য বিগ শর্ট এডাম ম্যাক্‌কে ডিডি গার্ডেনার, জেরেমি ক্লেইনার, ব্র্যাড পিট যুক্তরাষ্ট্র
ব্রিজ অব স্পাইজ স্টিভেন স্পিলবার্গ ক্রিস্টি মাকস্কো ক্রিগার, মার্ক প্ল্যাট, স্টিভেন স্পিলবার্গ যুক্তরাষ্ট্র
স্পটলাইট টম ম্যাকার্থি ব্লাই প্যাগন ফস্ট, স্টিভ গলিন, নিকোল রকলিন, মাইকেল সুগার যুক্তরাষ্ট্র
২০১৬
(৭০তম)
লা লা ল্যান্ড ড্যামিয়েন শ্যাজেল স্টিভ গলিন, আলেহান্দ্রো গোন্সালেস ইনারিতু, আরনন মিলচান, ম্যারি প্যারেন্ট, কেথ রেডমন যুক্তরাষ্ট্র [২০]
আই, ড্যানিয়েল ব্লেক কেন লোচ রেবেকা ওব্রায়ান যুক্তরাজ্য / ফ্রান্স / বেলজিয়াম
অ্যারাইভাল ডেনিস ভিয়েন্যুভ ড্যান লেভিন, শন লেভি, ডেভিড লিন্ডে, অ্যারন রাইডার যুক্তরাষ্ট্র
ম্যানচেস্টার বাই দ্য সি কেনেথ লোনারগ্যান লরেন বেক, ম্যাট ডেমন, ক্রিস মুর, কিম্বার্লি স্টুয়ার্ট, কেভিন জে ওয়ালশ যুক্তরাষ্ট্র
মুনলাইট ব্যারি জেনকিন্স ডিডি গার্ডেনার, জেরেমি ক্লেইনার, এডেল রোমান্‌স্কি যুক্তরাষ্ট্র
২০১৭
(৭১তম)
থ্রি বিলবোর্ড্‌স আউটসাইড এবিং, মিজুরি মার্টিন মাকডনা গ্রাহাম ব্রডবেন্ট যুক্তরাষ্ট্র [২১]
কল মি বাই ইওর নেম লুকা গাদাগনিনো এমিলি জর্জ, লুকা গাদাগনিনো, মার্কো মোরাবিতো, পিটার স্পিয়ার্স মার্কিন যুক্তরাষ্ট্র / ইতালি / ফ্রান্স / ব্রাজিল
ডানকার্ক ক্রিস্টোফার নোলান ক্রিস্টোফার নোলান, এমা টমাস যুক্তরাজ্য / মার্কিন যুক্তরাষ্ট্র / ফ্রান্স / নেদারল্যান্ডস
ডার্কেস্ট আওয়ার জো রাইট টিম বেভান, লাইজা ব্রুস, এরিক ফেলনার, অ্যান্থনি ম্যাকার্টেন, ডগলাস আরবান্‌স্কি যুক্তরাজ্য
দ্য শেপ অব ওয়াটার গিয়ের্মো দেল তোরো গিয়ের্মো দেল তোরো, জে. মিলস ডেল মার্কিন যুক্তরাষ্ট্র
২০১৮
(৭২তম)
রোমা আলফোনসো কুয়ারোন আলফোনসো কুয়ারোন, গাব্রিয়েলা রদ্রিগেজ, নিকোলাস সেলিস মেক্সিকো / যুক্তরাষ্ট্র [২২]
আ স্টার ইজ বর্ন ব্র্যাডলি কুপার বিল গার্বার, লিনেট হাওয়েল টেলর মার্কিন যুক্তরাষ্ট্র
গ্রিন বুক পিটার ফ্যারেলি জিম বার্ক, ব্রায়ান হেইস কারি, পিটার ফ্যারেলি, নিক ভালেলঙ্গা, চার্লস বি. ওয়েসলার মার্কিন যুক্তরাষ্ট্র
দ্য ফেভারিট ইয়োর্গোস লান্থিমোস সেসিল ডেম্পসি, এড গিনি, লি ম্যাগিডে, ইয়োর্গোস লান্থিমোস আয়ারল্যান্ড প্রজাতন্ত্র / যুক্তরাজ্য / যুক্তরাষ্ট্র
ব্ল্যাকক্ল্যান্সম্যান স্পাইক লি জেসন ব্লুম, স্পাইক লি, রেমন্ড ম্যানসফিল্ড, শন ম্যাকিট্রিক, জর্ডান পিল, শন রেডিক মার্কিন যুক্তরাষ্ট্র
২০১৯
(৯২তম)
নাইনটিন সেভেনটিন স্যাম মেন্ডেজ স্যাম মেন্ডেজ, পিপ্পা হ্যারিস, জেইন-অ্যান টেংগ্রেন, ক্যালাম ম্যাকডোগাল যুক্তরাজ্য / যুক্তরাষ্ট্র [২৩]
দি আইরিশম্যান মার্টিন স্কোরসেজি মার্টিন স্কোরসেজি, রবার্ট ডি নিরো, জেন রোজেনস্টাল, এমা টিলিঞ্জার কস্ফফ যুক্তরাষ্ট্র
ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড কোয়েন্টিন টারান্টিনো ডেভিড হেইম্যান, শ্যানন ম্যাকইন্টোশ, কোয়েন্টিন টারান্টিনো যুক্তরাষ্ট্র / যুক্তরাজ্য
জোকার টড ফিলিপস টড ফিলিপস, ব্র্যাডলি কুপার, এমা টিলিঞ্জার কস্কফ দক্ষিণ কোরিয়া

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Film in 1948 - BAFTA Awards"। বাফটা। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১৭ 
  2. "Film in 1949 - BAFTA Awards"। বাফটা। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১৭ 
  3. "Film in 1950 - BAFTA Awards"। বাফটা। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১৭ 
  4. "Film in 2001 - BAFTA Awards"। বাফটা। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১৭ 
  5. "Film in 2002 - BAFTA Awards"। বাফটা। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১৭ 
  6. "Film in 2003 - BAFTA Awards"। বাফটা। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১৭ 
  7. "Film in 2004 - BAFTA Awards"। বাফটা। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১৭ 
  8. "Film in 2005 - BAFTA Awards"। বাফটা। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১৭ 
  9. "Film in 2006 - BAFTA Awards"। বাফটা। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১৭ 
  10. "Film in 2007 - BAFTA Awards"। বাফটা। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১৭ 
  11. "Film in 2008 - BAFTA Awards"। বাফটা। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১৭ 
  12. "Film in 2009 - BAFTA Awards"। বাফটা। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১৭ 
  13. "Film in 2010 - BAFTA Awards"। বাফটা। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১৭ 
  14. "Film in 2011 - BAFTA Awards"। বাফটা। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১৭ 
  15. "Film in 2012 - BAFTA Awards"। বাফটা। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১৭ 
  16. "Film in 2013 - BAFTA Awards"। বাফটা। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১৭ 
  17. "Film in 2014 - BAFTA Awards"। বাফটা। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১৭ 
  18. "Film in 2015 - BAFTA Awards"। বাফটা। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১৭ 
  19. "Film in 2016 - BAFTA Awards"। বাফটা। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১৭ 
  20. "Film in 2017 - BAFTA Awards"। বাফটা। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১৭ 
  21. "Film in 2018 - BAFTA Awards"। বাফটা। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০১৮ 
  22. "Film in 2019 - BAFTA Awards"। বাফটা। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৯ 
  23. "Film in 2020 - BAFTA Awards" (ইংরেজি ভাষায়)। বাফটা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা