আরিয়াদ্নে
(Ariadne থেকে পুনর্নির্দেশিত)
গ্রিক পুরণে, আরিয়াদ্নে ছিল মিনস ও পাসিফাইয়ের কন্যা এবং আন্দ্রোগেউস, দেউকালিয়ন, ফাইদ্রা, গ্লাউকোস, কাত্রেউস ও আকাকাল্লিসের বোন। তার সাথে দেবতা দিয়োনুসোসের বিয়ে হয়। তাদের চারটি পুত্র ছিল। এরা হল থয়াস, স্তাফুলোস, ওইনোপিয়ন ও পেপারেথোস।
আরিয়াদ্নের সম্মানে সাইপ্রাস এবং নাক্সোসেও উত্সব অনুষ্ঠিত হয়।[১][২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Plutarch • Life of Theseus"। penelope.uchicago.edu। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-১১।
- ↑ "LacusCurtius • Greek Festivals — Ariadneia (Smith's Dictionary, 1875)"। penelope.uchicago.edu। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-১১।
পুরাণ বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |