অ্যান্ড্রয়েড সংস্করণের ইতিহাস

উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ
(Android version history থেকে পুনর্নির্দেশিত)

এন্ড্রয়েড ভার্সনের ইতিহাস শুরু হয় ২০০৭ সালের নভেম্বরের ৫ তারিখে এন্ড্রয়েড নামক মোবাইল অপারেটিং সিস্টেমের বেটা রিলিজের মাধ্যমে। বাণিজ্যিক ভাবে গুগল ২০০৮ সালের সেপ্টেম্বরের ২৮ তারিখে এনড্রয়েড ভার্সন ১.০ রিলিজ করে এবং ক্রমগত তার উপর কাজ করতে থাকে।

অ্যান্ড্রয়েড জিঞ্জারব্রেড

ভার্সন সমূহ

সম্পাদনা

এন্ড্রয়েড ১.০

সম্পাদনা

এটি প্রথম এন্ড্রয়েড ভার্সন যা ২০০৮ সালের ২৩ তারিখ গুগল দ্বারা এইচটিসি এর এইচটিসি ড্রিম ডিভাইসে মুক্তি পায়।

এন্ড্রয়েড ১.১

সম্পাদনা

২০০৯ সালের ফেব্রুয়ারির ৯ তারিখ মুক্তি পায়।

তথ্যসূত্র

সম্পাদনা