আমান্সিও আমারো
স্পেনীয় ফুটবলার
(Amancio Amaro থেকে পুনর্নির্দেশিত)
আমান্সিও আমারো (জন্ম:১৬ অক্টোবর ১৯৩৯) সাধারণভাবে যিনি আমান্সিও নামেও পরিচিত, হলেন একজন স্পেনীয় ফুটবল খেলোয়াড়। তার ডাকনাম এল ব্রুজো (জাদুকর)। তিনি দেপোর্তিবো লা করুনিয়া, রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব এবং স্পেন জাতীয় ফুটবল দলের হয়ে খেলছেন।
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | আমান্সিও আমারো ভারেয়া | ||
জন্ম | ১৬ অক্টোবর ১৯৩৯ | ||
জন্ম স্থান | আ কারুনা, স্পেন | ||
উচ্চতা | ১.৬৫ মিটার (৫ ফুট ৫ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
যুব পর্যায় | |||
১৯৫৪–১৯৫৮ | ভিক্টোরিয়া | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
১৯৫৮–১৯৬২ | দেপোর্তিবো লা করুনিয়া | ৯২ | (৫৪) |
১৯৬২–১৯৭৬ | রিয়াল মাদ্রিদ | ৩৪৪ | (১১৯) |
মোট | ৪৩৬ | (১৭৩) | |
জাতীয় দল | |||
১৯৬২–১৯৭৪ | স্পেন | ৪২ | (১১) |
পরিচালিত দল | |||
১৯৭৬–১৯৭৭ | রিয়াল মাদ্রিদ (যুব) | ||
১৯৮২–১৯৮৪ | রিয়াল মাদ্রিদ কাস্তিয়া | ||
১৯৮৪–১৯৮৫ | রিয়াল মাদ্রিদ | ||
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে |
ম্যানেজার হিসেবে
সম্পাদনাঅবসরের পর তিনি রিয়াল মাদ্রিদ যুব দলের দায়িত্ব নেন। যদিও একবছর পর তা ছেড়ে দেন সম্পূর্ণ ব্যবসায়ী হওয়ার জন্য।
১৯৮২ সালে সদ্য সভাপতি পদাভিষিক্ত লুইস দে কার্লোস তাকে রিয়াল মাদ্রিদ কাস্তিয়ার দায়িত্ব দেন। তারদল সেগুন্দা ডিভিশনের শিরোপা জয় লাভ করে।
১৯৮৪–৮৫ সালে তাকে প্রথম দলের দায়িত্ব দেওয়া হয়। আশানুরুপ ফলাফল না হওয়ায় তিনি তার পদ ছেড়ে দেন।
অর্জন
সম্পাদনাক্লাব
সম্পাদনা- রিয়াল মাদ্রিদ
- লা লিগা: ১৯৭২–৬৩, ১৯৬৩–৬৪, ১৯৬৪–৬৫, ১৯৬৬–৬৭, ১৯৬৭–৬৮, ১৯৬৮–৬৯, ১৯৭১–৭২, ১৯৭৪–৭৫, ১৯৭৫–৭৬
- কোপা দেল রে: ১৯৬৯–৭০, ১৯৭৩–৭৪, ১৯৭৪–৭৫
- ইউরোপীয় কাপ: ১৯৬৫–৬৬
আন্তর্জাতিক
সম্পাদনা- স্পেন
একক
সম্পাদনা- পিচিচি: ১৯৬৮–৬৯, ১৯৬৯–৭০
- পিচিচি: সেগুন্দা ডিডিশন ১৯৬১–৬২
- ব্যালোন ডি'অর: তৃতীয় স্থান, ১৯৬৪
- উয়েফা ইউরোপিয়ান টিম অফ দা টুর্নামেন্ট: ১৯৬৪
- ফিফা একাদশ: ১৯৬৮[১]
তথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে আমান্সিও আমারো সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- বিডিফুটবলে আমান্সিও আমারো (ইংরেজি)
- BDFutbol-এ আমান্সিও আমারো ম্যানেজার প্রোফাইল
- জাতীয় দলের উপাত্ত (স্পেনীয়)
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে আমান্সিও আমারো (ইংরেজি)
- রিয়াল মাদ্রিদ আর্কাইভ (স্পেনীয়)
- আরএসএসএসএফ এ আন্তর্জাতিক উপাত্ত
- আমান্সিও আমারো – ফিফা প্রতিযোগিতার রেকর্ড (ইংরেজি)
ক্রীড়া অবস্থান | ||
---|---|---|
পূর্বসূরী জোকো |
রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব অধিনায়ক ১৯৭৪–১৯৭৬ |
উত্তরসূরী পিররি |