আহমেদ মোহাম্মদ মোহামুদ
(Ahmed M. Mahamoud Silanyo থেকে পুনর্নির্দেশিত)
আহমেদ মোহাম্মদ মোহামুদ "সিলানিও" (সোমালি: Axmed Maxamed Maxamuud Siilaanyo, আরবি: احمد محمد محمود سيلانيو) (জন্ম ১৯৩৬) সোমালিল্যান্ডের একজন রাজনীতিবিদ, যিনি ২০১০-২০১৭ সাল পর্যন্ত সোমালিল্যান্ডের রাষ্ট্রপতি ছিলেন। তিনি সরকারের দীর্ঘকালীন সদস্য, সোমালি প্রজাতন্ত্রের বাণিজ্য মন্ত্রী এবং মন্ত্রিসভার অন্যান্য পদে কাজ করেছেন। ১৯৮০ এর দশকে, তিনি সোমালি জাতীয় আন্দোলনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।[১]
সোমালিল্যান্ডের ২০১০ সালের রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থী হিসাবে দাঁড়িয়ে তিনি সোমালিল্যান্ডের রাষ্ট্রপতি নির্বাচিত হন।[২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Somaliland Election Results Released: Siilaanyo Is New President"। Bridge Business Magazine। ৩ আগস্ট ২০১০।
- ↑ "Opposition leader elected Somaliland president"। AFP। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১০।