অ্যাডাম ডেল

অস্ট্রেলীয় ক্রিকেটার
(Adam Dale থেকে পুনর্নির্দেশিত)

অ্যাডাম ক্রেগ ডেল (ইংরেজি: Adam Dale; জন্ম: ৩০ ডিসেম্বর, ১৯৬৮) ভিক্টোরিয়ার ইভানহো এলাকায় জন্মগ্রহণকারী সাবেক অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার[] ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন।

অ্যাডাম ডেল
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
অ্যাডাম ক্রেগ ডেল
জন্ম (1968-12-30) ৩০ ডিসেম্বর ১৯৬৮ (বয়স ৫৫)
ইভানহো, ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়া
ব্যাটিংয়ের ধরনবামহাতি
বোলিংয়ের ধরনডানহাতি মিডিয়াম
ভূমিকাবোলার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ৩৭৭)
২৫ মার্চ ১৯৯৮ বনাম ভারত
শেষ টেস্ট৩ এপ্রিল ১৯৯৯ বনাম ওয়েস্ট ইন্ডিজ
ওডিআই অভিষেক
(ক্যাপ ১৩২)
২৯ মার্চ ১৯৯৭ বনাম দক্ষিণ আফ্রিকা
শেষ ওডিআই৯ জানুয়ারি ২০০০ বনাম পাকিস্তান
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯৯৫-২০০৩কুইন্সল্যান্ড বুলস
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ৩০ ৫৯ ৬৫
রানের সংখ্যা ৭৮ ৮৮৮ ১৬৫
ব্যাটিং গড় ২.০০ ১৯.৫০ ১৫.০৫ ১৮.৩৩
১০০/৫০ -/- -/- ০/১ ০/০
সর্বোচ্চ রান ১৫* ৫৫ ২৫*
বল করেছে ৩৪৮ ১৫৯৬ ১৪৩৬৯ ৩৪৯৭
উইকেট ৩২ ২৪৫ ৮৪
বোলিং গড় ৩১.১৬ ৩০.৫৯ ২০.৭৫ ২৪.৫১
ইনিংসে ৫ উইকেট - - ১৩
ম্যাচে ১০ উইকেট - - -
সেরা বোলিং ৩/৭১ ৩/১৮ ৭/২৪ ৫/২৮
ক্যাচ/স্ট্যাম্পিং -/- ১১/- ১৪/– ২২/–
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ৭ জুন ২০১৫

ঘরোয়া প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে কুইন্সল্যান্ডের পক্ষে খেলেন অ্যাডাম ডেল। দলে তিনি মূলতঃ ডানহাতি মিডিয়াম-পেসার ছিলেন। পাশাপাশি বামহাতে নিচের সারির ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রাখেন। এছাড়াও ব্রিসবেনের উইনাম-ম্যানলি ক্রিকেট ক্লাবের প্রতিনিধিত্ব করেন।

খেলোয়াড়ী জীবন

সম্পাদনা

প্রথম-শ্রেণীর ক্রিকেটে কুইন্সল্যান্ডের পক্ষে বেশ সফলতা পেয়েছেন। ১৯৯৭-৯৮ মৌসুমে ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা ক্যাচ নিয়ে স্মরণীয় হয়ে আছেন। শর্ট ডেলিভারিতে অভ্যস্ত ডেল তার কার্যকরী মিডিয়াম-পেস আউটসুইংগার নিখুঁতভাবে পীচে ফেলতেন। পরবর্তীতে একদিনের আন্তর্জাতিকে ওভার পিছু মিতব্যয়ী বোলিংয়ে পরিচিতি পান। ১৯৯৯ সালের ক্রিকেট বিশ্বকাপের শিরোপা বিজয়ী অস্ট্রেলিয়া দলের অন্যতম সদস্য ছিলেন। সমগ্র খেলোয়াড়ী জীবনে তিনি মাত্র দুই টেস্টে খেলার সুযোগ লাভ করেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Adam Dale's Cricinfo Profile"Cricinfo। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৫ 

আরও দেখুন

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা