অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্ট্যান্টস
অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্ট্যান্টস সংক্ষেপে এসিসিএ পেশাদার হিসাবরক্ষণকারীদের একটি আন্তর্জাতিক সংস্হা যার প্রশাসনিক সদর দপ্তর য়ুক্তরাজ্যের গ্লাসগোতে অবস্হিত। ১৯০৪ সালে এটির প্রতিষ্ঠা লগ্ন শুরু হয়। তখন এটির নাম ছিল লন্ডন অ্যাসোসিয়েশন অব অ্যাকাউন্ট্যান্টস। পরবর্তীকালে ১৯৮৪ সালে এটি চার্টাড অ্যাসোসিয়েশন অব সার্টিফাইড একাউনটেন্টস নাম ধারণ করে। অবশেষে, ১৯৯৬ বর্তমান নামে নামান্তর করা হয়। বর্তমানে সারা পৃথিবীজুড়ে ১৭০ টি দেশে এসিসিএ এর ৫৮৬০০০ সদস্য ও ছাত্র রয়েছে। তার মধ্যে ১৫৪,০০০ জন সদস্য এবং ৪৩২,০০০ জন ছাত্র।
সংক্ষেপে | এসিসিএ |
---|---|
নীতিবাক্য | পেশাদার একাউন্ট্যান্টদের বৈশ্বিক সংগঠন [১] |
গঠিত | ১৯০৪ |
ধরন | পেশাজিবী সংগঠন |
উদ্দেশ্য | বৈশ্বিক পেশাজিবী ডিগ্রি প্রদান এসিসিএ, এফসিসিএ[২] |
সদরদপ্তর | গ্লাসগো, যুক্তরাজ্য |
দাপ্তরিক ভাষা | ইংরেজি |
প্রধান অঙ্গ | কাউন্সিল |
ওয়েবসাইট | www |
সার্টিফাইড চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট শব্দটি স্বত্ব সংরক্ষিত শব্দ যা রয়েল চার্টার থেকে উদ্ভূত। ১৯৭৪ সালে যুক্তরাজ্যের রানী দ্বিতীয় এলিজাবেথ এই প্রতিষ্ঠানটিকে 'রাজকীয়' খেতাব প্রদাক করে। এসিসিএ এর সদস্যরাই শুধুমাত্র নিজেদের সার্টিফাইড চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে পরিচয় দিতে পারবে এবং তারা এসিসিএ এর সমস্ত নিয়ম কানুন এবং পেশাদারি নিতী মেনে চলতে বাধ্য থাকবে।
এসিসিএ যেসব যোগ্যতা প্রদান করে থাকে তা হল:
- এফসিসিএ
- এসিসিএ
- সিএটি
- এফআইএ
এছাড়া অক্সফোর্ড ব্রুকস ইউনিভার্সিটি এর সহযোগিতায় বিএসসি ইন অ্যাপ্লায়েড অ্যাকাউন্টিং ও এমবিএ ডিগ্রি প্রদান করা হয়।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Our mission, values and ethics"। ACCA। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০১২।
- ↑ "Administering your membership | Members | ACCA"। Accaglobal.com। ২০০৮-১২-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৯-১৭।
বহিঃসংযোগ
সম্পাদনা- ACCA official website
- ACCA Community Forum ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০ আগস্ট ২০১৩ তারিখে
- Key Facts and Trends in the UK Accountancy Profession, annual publication by the Professional Oversight Board
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |