নবম ক্রুসেড
(9th Crusade থেকে পুনর্নির্দেশিত)
নবম ক্রুসেড[২] বা লর্ড অ্যাডওয়ার্ডের ক্রুসেড[৩] কে অনেক সময় অষ্টম ক্রুসেডের সাথে একত্রে বর্ণনা করা হয়। এটিকে পবিত্র ভূমি দখলের উদ্দেশ্যে মধ্যযুগে সংঘটিত শেষ ক্রুসেড হিসেবে গণ্য করা হয়। এটি ১২৭১-১২৭২ সালে সংঘটিত হয়েছিল।
নবম ক্রুসেড | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
মূল যুদ্ধ: ক্রুসেড | |||||||||
Operations during the Ninth Crusade. | |||||||||
| |||||||||
বিবাদমান পক্ষ | |||||||||
সেনাধিপতি ও নেতৃত্ব প্রদানকারী | |||||||||
Charles I Hugh III of Cyprus Prince Edward Bohemond VI আবাকা খান Leo II | বাইবার্স | ||||||||
শক্তি | |||||||||
৬০,০০০[১] | অজ্ঞাত | ||||||||
হতাহত ও ক্ষয়ক্ষতি | |||||||||
বেশি[তথ্যসূত্র প্রয়োজন] | কম[তথ্যসূত্র প্রয়োজন] |
ফ্রান্সের ৯ম লুই ৮ম ক্রুসেডের সময় তিউনিস দখলে ব্যর্থ হলে ইংল্যান্ডের রাজা ১ম এডওয়ার্ড ইসরায়েলের আকো বন্দরের দিকে যাত্রা করেন। কিন্তু ততদিনে ইউরোপের ক্রুসেডের জোয়ার ছিলে শেষের দিকে। আর মিশরের মামলুক রাজবংশও ছিল বেশ শক্তিশালী। ফলে এডওয়ার্ডের এই ক্রুসেড ব্যর্থ হয়। এই ব্যর্থতার পরপরই ভূমধ্যসাগরের উপকূলে ক্রুসেডারদের বাকী ঘাঁটীগুলিরও একে একে পতন ঘটে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ The Gospel in All Lands By Methodist Episcopal Church Missionary Society, Missionary Society, Methodist Episcopal Church, pg. 262
- ↑ Avner Falk, A Psychoanalytic History of the Jews (Fairleigh Dickinson University Press, 1996), p. 434; Brooks Robards, The Medieval Knight at War (Barnes & Noble, 1997), p. 111.
- ↑ Henry Summerson (2005). "Lord Edward's crusade (act. 1270–1274)". Oxford Dictionary of National Biography.