৩৪
বছর
(34 থেকে পুনর্নির্দেশিত)
৩৪ জুলীয় বর্ষপঞ্জীর একটি সাধারণ বছর যেটি শুক্রবার দিয়ে শুরু। সেই সময়ে এই বছর পার্সিসাস ও ভিতেল্লিয়াস-এর কন্সালশীপের বছর বলে পরিচিত ছিল (বা, কম প্রচলিত, আব উরবে ক্যন্দিতার ৭৮৭ বছর; রোম প্রতিষ্ঠার বছর)। এই বছরকে ৩৪ বলে আখ্যায়িত করা হয় শুরুর দিকের মধ্যযুগীয় কাল থেকে, যখন ইউরোপে কমন এরা এবং অ্যানো ডোমিনি বছরের নামকরনের জন্য প্রচলিত পদ্ধতি হয়ে উঠে।
সহস্রাব্দ: | ১ম সহস্রাব্দ |
---|---|
শতাব্দী: | |
দশক: | |
বছর: |
গ্রেগরীয় বর্ষপঞ্জি | ৩৪ XXXIV |
আব উর্বে কন্দিতা | ৭৮৭ |
অ্যাসিরীয় বর্ষপঞ্জি | ৪৭৮৪ |
বাংলা বর্ষপঞ্জি | −৫৬০ – −৫৫৯ |
বেরবের বর্ষপঞ্জি | ৯৮৪ |
বুদ্ধ বর্ষপঞ্জি | ৫৭৮ |
বর্মী বর্ষপঞ্জি | −৬০৪ |
বাইজেন্টাইন বর্ষপঞ্জি | ৫৫৪২–৫৫৪৩ |
চীনা বর্ষপঞ্জি | 癸巳年 (পানির সাপ) ২৭৩০ বা ২৬৭০ — থেকে — 甲午年 (কাঠের ঘোড়া) ২৭৩১ বা ২৬৭১ |
কিবতীয় বর্ষপঞ্জি | −২৫০ – −২৪৯ |
ডিস্কর্ডীয় বর্ষপঞ্জি | ১২০০ |
ইথিওপীয় বর্ষপঞ্জি | ২৬–২৭ |
হিব্রু বর্ষপঞ্জি | ৩৭৯৪–৩৭৯৫ |
হিন্দু বর্ষপঞ্জিসমূহ | |
- বিক্রম সংবৎ | ৯০–৯১ |
- শকা সংবৎ | প্রযোজ্য নয় |
- কলি যুগ | ৩১৩৪–৩১৩৫ |
হলোসিন বর্ষপঞ্জি | ১০০৩৪ |
ইরানি বর্ষপঞ্জি | ৫৮৮ BP – ৫৮৭ BP |
ইসলামি বর্ষপঞ্জি | ৬০৬ BH – ৬০৫ BH |
জুলীয় বর্ষপঞ্জি | ৩৪ XXXIV |
কোরীয় বর্ষপঞ্জি | ২৩৬৭ |
মিঙ্গু বর্ষপঞ্জি | প্রজা. চীনের পূর্বে ১৮৭৮ 民前১৮৭৮年 |
সেলেউসিড যুগ | ৩৪৫/৩৪৬ এজি |
থাই সৌর বর্ষপঞ্জি | ৫৭৬–৫৭৭ |
উইকিমিডিয়া কমন্সে ৩৪ সংক্রান্ত মিডিয়া রয়েছে।
ঘটনাবলী
সম্পাদনাস্থান অনুসারে
সম্পাদনারোমান সাম্রাজ্য
সম্পাদনা- পল্লাস ফ্যাবিয়াস পারসিকাস এবং লুসিয়াস ভিটেলিয়াস রোমান কলসাল নিযুক্ত হন।
- নিমস নামক জায়গায় শেষ হওয়া ৫০ কিলোমিটার দীর্ঘ পওঁ দু গাএহ্ নামের সেতু সহ কৃত্রিম নালা তৈরী (আনুমানিক সময় প্রথম শতাব্দী এডি)।
- নাভিয়াস সুতোরিয়াস ম্যাক্রো তার স্ত্রী এনিয়া থ্র্যাসিলাকে ক্যালিগুলার কাছে পতিতাবৃত্তিতে নিযু্ুুক্তির মাধ্যমে রোমান সম্রাটের কৃপা লাভ করে।
- শৌল অব তারসাস,দামেস্ক যাত্রা পথে,খ্রীষ্টধর্মে, দীক্ষিত হন এবং যিশু খ্রীষ্টের শিষ্য হিসাবে স্বীকৃতি পান।
- পল দ্য এ্যাপসটল এবং বার্ণাবাস অইহুদীদের কাছ যিশুর বাণী প্রচার করতে শুরু করেন।
- আরমেনিয়াতে রোমানদের হস্তক্ষেপ। (খ্রীষ্টপূর্ব ৩৪–৩৭)।
ইউরোপ
সম্পাদনা- ডাসিয়া আদিবাসীরা ইয়াজিজেসের সারমাতিয়ানগোত্রের বিরুদ্ধে বিদ্রোহ করে যারা তাদের ক্রীতদাস করে রেখেছিল।
জন্ম
সম্পাদনা- ডিসেম্বর ৪ – আউলাস পার্সিয়াস ফ্ল্যাকাস, রোমান কবি (মৃত্যু খ্রীষ্টপূর্ব ৬২)
- মরিয়ম,হেরোদ আগ্রিপ্পা ১ম এর মেয়ে (আনুমানিক তারিখ)
- ঝাং দাওলিং, চাইনিজ তাওবাদী গুরু (মৃত্যু ১৫৬)
মৃত্যু
সম্পাদনা- আর্ট্যাক্সিয়াস ৩য়, আরমেনিয়ার রোমান শাসক হিসেবে স্বীকৃত অ-রোমানীয় শাসক (জন্ম ১৩ খ্রীষ্টপূর্ব)
- স্টিফেন,খ্রীষ্টধর্মের জন্য শহীদ ইহুদি (পাথর নিক্ষেপে হত্যা)
- ফিলিপ দ্য টেটরার্চ, বাটানাইয়ের ইহুদী শাসক
- সেক্সিয়া,ম্যামেরকাস অ্যামিলিয়াস স্কাউরাসের স্ত্রী