২০১৭ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ
(2017 FIFA U-20 World Cup থেকে পুনর্নির্দেশিত)
২০১৭ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ হল ফিফার সদস্য দেশসমূহের অনূর্ধ্ব-২০ পুরুষ জাতীয় যুব দলসমূহের জন্য আয়োজিত ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ২১তম আসর। এবারের এই আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতাটি ২০১৭ সালের ২০ মে - ১১ জুন দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হয়।[২]
2017년 FIFA U-20 월드컵 | |
---|---|
বিবরণ | |
স্বাগতিক দেশ | South Korea |
তারিখ | 20 May – 11 June |
দল | 24 (6টি কনফেডারেশন থেকে) |
মাঠ | 6 (6টি আয়োজক শহরে) |
চূড়ান্ত অবস্থান | |
চ্যাম্পিয়ন | ইংল্যান্ড (1তম শিরোপা) |
রানার-আপ | ভেনেজুয়েলা |
তৃতীয় স্থান | ইতালি |
চতুর্থ স্থান | উরুগুয়ে |
পরিসংখ্যান | |
ম্যাচ | ৫২ |
গোল সংখ্যা | ১৪০ (ম্যাচ প্রতি ২.৬৯টি) |
দর্শক সংখ্যা | ৪,১০,৭৯৫ (ম্যাচ প্রতি ৭,৯০০ জন) |
শীর্ষ গোলদাতা | Riccardo Orsolini (5 goals)[১] |
সেরা খেলোয়াড় | Dominic Solanke[১] |
সেরা গোলরক্ষক | Freddie Woodman[১] |
ফেয়ার প্লে পুরস্কার | মেক্সিকো[১] |
জাপান ও মেক্সিকোর পরে দক্ষিণ কোরিয়া তৃতীয় দেশ, যে ফিফার পুরুষদের সকল আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করেছে। এর পূর্বে দক্ষিণ কোরিয়া ২০০১ ফিফা কনফেডারেশন কাপ, ২০০২ ফিফা বিশ্বকাপ ও ২০০৭ ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের আয়োজন করেছিল।
স্বাগতিক নির্বাচন
সম্পাদনাযোগ্য দলসমূহ
সম্পাদনাকনফেডারেশন | যোগ্যতা নির্ধারণ খেলা | যোগ্য দল |
---|---|---|
এএফসি (এশিয়া) | স্বাগতিক জাতি | দক্ষিণ কোরিয়া |
২০১৬ এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ | ইরান জাপান সৌদি আরব ভিয়েতনাম1 | |
সিএএফ (আফ্রিকা) | 2017 Africa U-20 Cup of Nations | TBD TBD TBD TBD |
কনকাকাফ (মধ্য, উত্তর আমেরিকা ও ক্যারিবিয়ান) |
2017 CONCACAF U-20 Championship | TBD TBD TBD TBD |
কনমেবল (দক্ষিণ আমেরিকা) | 2017 South American Youth Championship | TBD TBD TBD TBD |
ওএফসি (ওশেনিয়া) | ২০১৬ ওএফসি অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ | নিউজিল্যান্ড ভানুয়াতু1 |
উয়েফা (ইউরোপ) | ২০১৬ উয়েফা ইউরোপিয়ান অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ | ইংল্যান্ড ফ্রান্স জার্মানি ইতালি পর্তুগাল |
- 1. ^ দলের অভিষেক হবে।
মাঠসমূহ
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘ "FIFA U-20 World Cup Korea Republic 2017 – Award"। FIFA.com। Fédération Internationale de Football Association। ৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জুন ২০১৭।
- ↑ "FIFA media"। Twitter। ২৪ সেপ্টেম্বর ২০১৫।
বহিঃসংযোগ
সম্পাদনা- FIFA U-20 World Cup ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৭ জুন ২০১৩ তারিখে, FIFA.com