১৯০৮ কোপা দেল রেই

(1908 Copa del Rey থেকে পুনর্নির্দেশিত)

১৯০৮ কোপা দেল রে স্পেনের ফুটবল কাপ প্রতিযোগিতা, কোপা দেল রের ষষ্ঠ আসর।

১৯০৮ কোপা দেল রে
৬ষ্ঠ কোপা দেল রে
বিবরণ
দেশস্পেন স্পেন
দল
পূর্ববর্তী বিজয়ীমাদ্রিদ এফসি
চূড়ান্ত অবস্থান
চ্যাম্পিয়নমাদ্রিদ এফসি (৪র্থ শিরোপা)
রানার-আপভিগো স্পোর্তিং
পরিসংখ্যান
খেলা
গোল সংখ্যা৩ (ম্যাচ প্রতি ৩টি)

১৯০৭ কোপা দেল রে-এর ম্যাচে মাদ্রিদের ভক্তদের ব্যবহারে বিতৃষ্ণ হয়ে, অ্যাথলেটিকো বিলবাও এই আসরে অংশগ্রহণ করতে অস্বীকৃতি জানায়। এছাড়াও অর্থনৈতিক কারণে কাতালান চ্যাম্পিয়ন এক্স স্পোর্তিং ক্লাব-ও এই আসরে অংশগ্রহণ করেনি। অবশেষে মাত্র দুটি ক্লাব এই আসরে প্রতিযোগিতা করে; যারা হলেন: মাদ্রিদ এফসি এবং ভিগো স্পোর্তিং.

এই আসরের একমাত্র এবং ফাইনাল ম্যাচে ভিগো স্পোর্তিংকে ২–১ গোলে হারিয়ে মাদ্রিদ এফসি ৪র্থ বারের মতো শিরোপা জয়লাভ করে।

ফাইনাল

সম্পাদনা
মাদ্রিদ এফসি২–১[][][]ভিগো স্পোর্তিং
সানচেজ নেয়রা   ৪১'
ফেদেরিকো রেভুয়েলতো  
পোসাদা   ৮৫'
দর্শক সংখ্যা: ৪,০০০
রেফারি:   আভালোস
কোপা দেল রে ১৯০৮ বিজয়ী
মাদ্রিদ এফসি
৪র্থ শিরোপা

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা

টেমপ্লেট:১৯০৭–০৮-এ ইউরোপীয় ফুটবল (উয়েফা) টেমপ্লেট:১৯০৮–০৯-এ ইউরোপীয় ফুটবল (উয়েফা)