ই-মেইল

ডিজিটাল বার্তা
(.eml থেকে পুনর্নির্দেশিত)

ই-মেইল তথা ইলেক্ট্রনিক মেইল হল ডিজিটাল বার্তা যা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে প্রেরণ করা হয়। ১৯৭২(RFC 561) খ্রিষ্টাব্দে তদানিন্তন আরপানেটে সর্বপ্রথম ইলেক্ট্রনিক মেইল প্রেরণ করা হয়। ই-মেইল পেতে প্রথম দিকের ই-মেইল ব্যবস্থায় প্রেরক এবং প্রাপক দুজনকেই অনলাইনে থাকতে হত। এখনকার ই-মেইলগুলোতে এই সমস্যা নেই। ই-মেইল সার্ভারগুলো মেইল গ্রহণ করে এবং সংরক্ষণ করে পরে পাঠায়। ব্যবহারকারী বা প্রাপককে অথবা কম্পিউটারকে অনলাইনে থাকার প্রয়োজন হয় না শুধু মাত্র কোন ই-মেইল সার্ভারে থাকলেই সচল ই-মেইল ঠিকানা থাকলেই হয়।

ই-মেইল পড়ার সফটওয়ার মোজিলা থান্ডারবার্ড

একটি ই-মেইল বার্তা তিনটি অংশ নিয়ে গঠিত- বার্তার খাম বা মোড়ক, বার্তার হেডার বা মূল (যেটাতে বার্তা কোথায় এবং কার কাছ থেকে তথ্য থাকে) এবং বার্তা। হেডার মেইল নিয়ন্ত্রণের তথ্য বহন করে, যেটাতে (কম করে হলেও) প্রেরকের ই-মেইল ঠিকানা, এক বা একাধিক প্রাপকের ঠিকানা থাকে। কিন্তু সাধারণত আরো বিস্তারিত তথ্যও থাকে যেমন হেডার বিষয়বস্তুর জন্য একটি ফিল্ড এবং বার্তা প্রেরণের তথ্য, গ্রহণের তথ্য প্রভৃতি।

উৎপত্তিগতভাবে বার্তায় লেখা (৭ বিটের আসকি এবং অন্যান্যগুলো) হল যোগাযোগের মাধ্যম কিন্তু ই-মেইল এখন মাল্টিমিডিয়াও পাঠাতে পারে এবং এটাচমেন্ট(সংযুক্তি) সংযুক্ত করতে পারে। এটি আরএফসি ২০৪৫ থেকে ২০৪৯এ পাঠানোর একটি প্রক্রিয়া। এই আরএফসি কে এমআইএমই বলে যার অর্থ হল মাল্টিপারপাস ইন্টারনেট মেইল ইক্সটেনশন।

অ্যাট চিহ্ন, প্রত্যেকটি এসএমটিপি ই-মেইলের অত্যাবশ্যকীয় অংশ[]

অর্পানেটে নেটওয়ার্ক ভিত্তিক ই-মেইলগুলো প্রথমে বিনিময় হত এফটিপি (ফাইল ট্রান্সফার প্রোটোকল) দিয়ে, কিন্তু এখন এসএমটিপি (সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল) দিয়ে বিনিময় করা হয় যা প্রথম প্রকাশিত হয় ১৯৮২ সালে(RFC 821)। বার্তা পাঠানোর প্রক্রিয়ায় এসএমটিপি তার খাম বা এনভেলপ এ ভিন্ন (বার্তা এবং হেডার থেকে)ডেলিভারি তথ্য জমা করে রাখে।

বিভিন্ন রকম ইংরেজি বানান রয়েছে বাছাই করার যেগুলো একে অন্যের সাথে মিলে না[][]

  • "ইমেইল" (email) বানানটি আইইটিএফ রিকোয়েস্ট ফর কমেন্ট এবং তাদের কাজের দল[] এবং বিস্তৃত ভাবে স্টাইল গাইডস দ্বারা ব্যবহৃত হয়[][][]। এই বানানটি বিভিন্ন অভিধানেও দেখা যায়[][][১০][১১][১২][১৩]
  • "ই-মেইল" (e-mail) এই বানানটি কিছু প্রথম সারির খ্যাতিমান সাংবাদিক এবং বিভিন্ন টেকনিকাল স্টাইল গাইড দ্বারা সুপারিশ করা হয়েছিল। করপাস অব কনটেমপরারি আমেরিকান ইংলিশ তথ্য অনুযায়ী, এই বানানটি আমেরিকান সম্পাদনাতে পুনপুন প্রকাশিত হয়েছিল[১৪]
  • "মেইল" (mail) এই বানান প্রধান আরএফসি ব্যবহার করত। সেবা মেইল হিসেবে বুঝানো হত এবং একটি ইলেক্ট্রনিক মেইলকে ম্যাসেজ বলা হত[১৫][১৬][১৭]
  • "ইমেইল" (eMail) প্রথম এম অক্ষরটি বড় হাতের হরফে লেখা হত এটা অর্পানেট ব্যবহারকারী এবং প্রথম দিকের উন্নয়নকারী ইউনিক্স, সিএমএস, এ্যপললিংক, ইওয়ার্ল্ড, এওএল, জিনি এবং হটমেইল কর্তৃক ব্যবহৃত হত।
  • "ইমেইল" (EMail) এই বানানটি আরএফসির প্রথাগত বানান যেখানে এটি ব্যবহৃত হত অথর বা প্রবর্তকের ঠিকানা হিসেবে[১৬][১৭]
  • "ই-মেইল (E-mail) প্রথম ই অক্ষরটি কে বড় হরফে লেখার যেটা X-ray বা T-shirt এর মতো।[১৮]

উৎপত্তি

সম্পাদনা

বিশ শতকের ষাট-সত্তরের দশকে ইন্টারনেট প্রোটোকল(INTERNET PROTOCOL)এর মাধ্যমে আরপানেট (ARPANET) এর জন্ম হয় ১৯৭১ সালে তখন আমেরিকার প্রোগ্রামার রোমান্ড স্যামুয়েল টমলিসন ই-মেইল এর সূচনা করেন

ই-মেইল ঠিকানা

সম্পাদনা

ইমেইল ঠিকানা দুইটি অংশে বিভক্ত। প্রথম অংশটি হল ব্যবহারকারী নাম। এর ঠিক পরপরই থাকে @ চিহ্নটি। তার পরে থাকে সংশ্লিষ্ট ব্যবহারকারীর প্রতিষ্ঠানের নাম। যেমন: abc@cde.com এই ঠিকানাটিতে abc হল ব্যবহারকারী নাম, cde.com হল ব্যবহারকারীর মেইল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানের নাম।

ই-মেইল সিস্টেম

সম্পাদনা

ইমেইল প্রেরণের ক্ষেত্রে দুইটি মূল সফটওয়ার কাজ করে। এগুলো হলো:

  • মেইল ইউজার এজেন্ট (MUA) অর্থাৎ ইমেইল প্রেরক/প্রাপকের ব্যবহৃত প্রোগ্রাম
  • মেইল ট্রান্সফার এজেন্ট (MTA) যা মেইল স্থানান্তর করে।
মোজিলা থান্ডারবার্ড। ইন্টারনেট ভিত্তিক মেইল ব্যবস্থায় ওয়েবভিত্তিক ইন্টারফেসটিই মেইল ইউজার এজেন্ট হিসাবে কাজ করে থাকে।

মেইল ট্রান্সফার এজেন্ট

সম্পাদনা

মেইল ট্রান্সফার এজেন্ট হল ইমেইল স্থানান্তরের কাজে ব্যবহৃত সার্ভার সফটওয়ার। উদাহরণ হল সেন্ডমেইল, কিউমেইল, প্রভৃতি।

ওয়েবভিত্তিক ই-মেইল

সম্পাদনা

অনেক প্রতিষ্ঠানই বর্তমানে ওয়েবভিত্তিক ই-মেইল সেবা প্রদান করে থাকে। যেমন, মাইক্রোসফটের হটমেইল, ইয়াহু!র ইয়াহু! মেইল, গুগলের জিমেইল প্রভৃতি।

ব্যবহার

সম্পাদনা

ব্যবসায়ে

সম্পাদনা

উপকারিতা

সম্পাদনা

এর অন্যতম দিক হল দ্রুততম সময়ে ও কমখরচে তথ্য আদানপ্রদান করা যায় ৷[১৯]

অপকারিতা

সম্পাদনা

আজকাল প্রতারকচক্র ইমেইলের মাধ্যমে প্রতারনা করছে এবং অনেক অবৈধ তথ্য অাদানপ্রদান করে ৷ অনেক সময় অবৈধ বস্তু কেনাবেচাতে চোরাকারবারিরা ইমেইলের ব্যবহার করে ৷

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Klensin, J (অক্টোবর ২০০৮)। "RFC 5321 — Simple Mail Transfer Protocol"Network Working Group। সংগ্রহের তারিখ ২০১০-০২-২৭ 
  2. Long, Tony (২৩ অক্টোবর ২০০০)। "A Matter of (Wired News) Style"। Wired magazine। 
  3. "Readers on (Wired News) Style"। Wired magazine। ২৪ অক্টোবর ২০০০। 
  4. "RFC Editor Terms List"। IETF। ৯ জুন ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১১  অজানা প্যারামিটার |comment= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  5. "Yahoo style guide"। ৯ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১১ 
  6. AP Stylebook editors share big changes ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২২ মার্চ ২০১১ তারিখে from the American Copy Editors Society
  7. Gerri Berendzen"AP changes e-mail to email"15th National Conference of the American Copy Editors Society (2011, Phoenix)। ACES। ২২ মার্চ ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০১১  অজানা প্যারামিটার |coauthors= উপেক্ষা করা হয়েছে (|author= ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে) (সাহায্য)
  8. AskOxford Language Query team। "What is the correct way to spell 'e' words such as 'email', 'ecommerce', 'egovernment'?"FAQOxford University Press। ১ জুলাই ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০০৯We recommend email, as this is now by far the most common form 
  9. Reference.com
  10. Random House Unabridged Dictionary, 2006
  11. The American Heritage Dictionary of the English Language, Fourth Edition
  12. Princeton University WordNet 3.0
  13. The American Heritage Science Dictionary, 2002
  14. ""Email" or "e-mail""English Language & Usage — Stack Exchange। আগস্ট ২৫, ২০১০। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২৬, ২০১০ 
  15. RFC 821 (rfc821) - Simple Mail Transfer Protocol
  16. RFC 1939 (rfc1939) - Post Office Protocol - Version 3
  17. RFC 3501 (rfc3501) - Internet Message Access Protocol - version 4rev1
  18. Excerpt from the FAQ list of the Usenet newsgroup alt.usage.english
  19. "Email benefit"। ২১ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২০ 

বহিঃসংযোগ

সম্পাদনা