কোল্ট .৪৫
উইকিপিডিয়ার জন্য মানসম্মত অবস্থায় আনতে এই নিবন্ধ বা অনুচ্ছেদের উইকিকরণ প্রয়োজন। অনুগ্রহ করে সম্পর্কিত আন্তঃসংযোগ প্রয়োগের মাধ্যমে নিবন্ধের উন্নয়নে সহায়তা করুন। |
কোল্ট .৪৫ (ইংরেজি: .45 Colt) [১১.৪৮x৩৫আর] কার্তুজ ১৮৭২ সালে প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের আর্মি জন্য তৈর করা হয়। আমেরিকান নাগরিক সামুএল কোল্ট এটি তৈরি করেন। পরে তার নাম অনুসারে কোল্ট .৪৫ এর নাম রাখা হয় কোল্ট রিভালবার। সরকারি ভাবে উনিশ বছর (১৮৭৩ সাল থেকে ১৮৯২ সাল পর্যন্ত) মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হাতে বহনযোগ্য অস্ত্র হিসাবে এটি ব্যবহার করে।[১]
কোল্ট .৪৫ | ||
---|---|---|
ধরণ | রিভালবার | |
উদ্ভবের স্থান | মার্কিন যুক্তরাষ্ট্র | |
নিয়োগ ইতিহাস | ||
ব্যবহৃত হয়েছে | মার্কিন যুক্তরাষ্ট্র | |
নিমার্ণ ইতিহাস | ||
নকশাকার | মার্কিন যুক্তরাষ্ট্রের আর্মি | |
নকশা করা হয়েছে | ১৮৭২ | |
Specifications | ||
Case type | Rimmed, straight | |
Bullet diameter | .454 (lead), .451 (jacketed) | |
Neck diameter | .৪৮০ | |
ভিত্তির ব্যাস | .৪৮০ | |
রিমের ব্যাস | .৫১২ | |
রিমের ঘনত্ব | .০৬০ | |
Case length | ১.২৮৫ | |
Overall length | ১.৬০০ | |
Rifling twist | ১-৩৮ in | |
Primer type | বড় পিস্তল | |
Ballistic performance | ||
বুলেট ওজন/ধরন | বেগ | শক্তি |
২৫৫ Lead SWC | ৯৬১ | ৫২৩ |
২০০ XTP | ১০৩২ | ৪৭৩ |
২৩০ XTP | ৯৬৯ | ৪৮০ |
২৫০ XTP | ৯২৯ | ৪৭৯ |
৩২৫ Buffalo Bore heavy lead +P | ১৩২৫ | ১২৬৭ |
Test barrel length: ৭.৫ ইঞ্চি (১৯০ মিমি) Source: Accurate Powder |
ইতিহাস
সম্পাদনা১৮৩৬ সালে কোল্ট ঘুর্ণয়মান সিলিন্ডার ভিত্তিক একটি রিভালবার উদ্ভাবন করেন যাতে ৫/৬ টি গুলি ভরা যেত। ১৮৪২ সালে তিনি বাণিজ্যিক ভাবে প্যাটেন্ট আর্মস ম্যানুফাকচার কো. নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন। এখান থেকে তিনি আমেরিকান সরকারকে অস্ত্র সরবরাহ করতেন। ১৯১১ সালে আমেরিকান আর্মির অনুরোধে জন ব্রাউনিং এর ডিজাইনে কোল্ট .৪৫ তৈরি করা হয়। আমেরিকান আর্মির সকল পরীক্ষায় অস্ত্রটি উত্তীর্ণ হয়। তখন থেকে এটি আমেরিকান আর্মির মূল অস্ত্রে পরিণত হয়। এর পরিবর্তিত নাম হয় কোল্ট এম ১৯১১ বা এম ১৯১১এ১। এরপর থেকে এটি পুলিশ, আর্মি, স্পেশাল ফোর্স এবং বেসামরিক ব্যক্তিদের মধ্যে ব্যাপক ব্যবহৃত হতে থাকে। শুধু তাই না কোরিয়ান, ভিয়েতনাম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ এটি ব্যবহৃত হয়।[২]
গ্যালারী
সম্পাদনা-
অন্য রিভালভারের পাশে .৪৫ কোল্ট এর কার্টিজ দেখানো হচ্ছে। বাম থেকে ডানে: .30-06, 7.62×39 mm, .454 Casull, .45 Colt, .357 Magnum, .38 Special, .45 Auto, 9mm, .380, .22 Long Rifle
-
.৪৫ কোল্ট মেটাল জ্যাকেটে মোড়ানো hollow point bullet
-
অল-লীড হলো পয়েন্ট এবং flat nose .৪৫ কোল্ট এর কার্টিজ
-
.৪৫ কোল্ট এর কার্টিজ
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Barnes, Frank C. (১৯৯৭) [1965]। McPherson, M.L., সম্পাদক। Cartridges of the World (8th Edition সংস্করণ)। DBI Books। পৃষ্ঠা 270, 275। আইএসবিএন 0-87349-178-5।
- ↑ Taffin, John (২০০৫)। Single Action Sixguns। Krause Publications। পৃষ্ঠা 39–41। আইএসবিএন 978-0-87349-953-8।