.পিকে
.pk (প্রতিবর্ণী: .পিকে) পাকিস্তানের জন্য নির্ধারিত কান্ট্রি কোড টপ-লেভেল ডোমেইন। ডোমেইনটির নিবন্ধন ও ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে পিকেএনআইসি (PKNIC)। পিকেএনআইসি একটি অলাভজনক, অ-সংবিধিবদ্ধ, সদস্য-ভিত্তিক কর্পোরেশন যা ১৯৯২ সালের জুনে প্রতিষ্ঠিত হয়।[১]
প্রস্তাবিত হয়েছে | ৩ জুন ১৯৯২ |
---|---|
টিএলডি ধরন | কান্ট্রি কোড টপ-লেভেল ডোমেইন |
অবস্থা | সক্রিয় |
রেজিস্ট্রি | পিকেএনআইসি |
প্রস্তাবের উত্থাপক | পিকেএনআইসি |
উদ্দেশ্যে ব্যবহার | পাকিস্তান-এর সাথে যুক্ত সত্ত্বা |
বর্তমান ব্যবহার | পাকিস্তানে জনপ্রিয় |
নিবন্ধনের সীমাবদ্ধতা | কিছু সাবডোমেইনে বিধিনিষেধ রয়েছে, কিছু সাবডোমেইনে নেই |
কাঠামো | বিভিন্ন দ্বিতীয় স্তরের লেবেলের অধীনে তৃতীয় স্তরে নিবন্ধন করতে হয়, তবে ২০০৫ সালে দ্বিতীয়-স্তরের নামও উন্মুক্ত করে দেওয়া হয়েছে। |
নথিপত্র | ডোমেইন নিবন্ধন নীতি |
বিতর্ক নীতিমালা | ইউডিআরপি (সংশোধিত) |
ওয়েবসাইট | www |
ডিএনএসসেক | হ্যাঁ |
অধীনস্থ সাব-ডোমেইন
সম্পাদনা.পিকে-এর অধীনে নিবন্ধিত সকল নতুন ডোমেইনকে অবশ্যই নিম্নলিখিত দ্বিতীয়-স্তরের বা তৃতীয়-স্তরের ডোমেনগুলোর মধ্যে একটির অন্তর্গত হতে হবে।[২]
ডোমেইন | নিবন্ধনযোগ্যতা |
---|---|
.pk | স্থানীয় বা বিদেশী ব্যক্তি বা সত্তা, সবার জন্য উপলব্ধ |
.com.pk | পাকিস্তানে নিবন্ধিত বাণিজ্যিক প্রতিষ্ঠান |
.org.pk | অলাভজনক সংস্থা |
.net.pk | নেটওয়ার্ক পরিষেবা প্রদানকারী |
.edu.pk | শিক্ষাপ্রতিষ্ঠান |
.res.pk | গবেষণা প্রতিষ্ঠান |
.gov.pk | পাকিস্তান সরকারের ফেডারেল মন্ত্রণালয় |
.mil.pk | পাকিস্তানের সামরিক সংস্থা |
.gok.pk | আজাদ জম্মু ও কাশ্মীর সরকারের আঞ্চলিক মন্ত্রণালয় ও বিভাগ |
.gob.pk | বেলুচিস্তান সরকারের প্রাদেশিক মন্ত্রণালয় ও বিভাগ |
.gkp.pk | খাইবার পাখতুনখোয়া সরকারের প্রাদেশিক মন্ত্রণালয় ও বিভাগ |
.gop.pk | পাঞ্জাব সরকারের প্রাদেশিক মন্ত্রণালয় ও বিভাগ |
.gos.pk | সিন্ধু সরকারের প্রাদেশিক মন্ত্রণালয় ও বিভাগ |
.gog.pk | গিলগিট-বালতিস্তান সরকারের আঞ্চলিক মন্ত্রণালয় ও বিভাগ |
.ltd.pk | লিমিটেড কোম্পানি |
.web.pk | স্বতন্ত্র ওয়েবসাইট |
.fam.pk | পরিবার ও ব্যক্তি |
.biz.pk | সাধারণ ব্যবসা, প্রচারমূলক |
উর্দু ডোমেইন
সম্পাদনাটিএলডি ধরন | কান্ট্রি কোড টপ-লেভেল ডোমেইন |
---|---|
অবস্থা | সক্রিয় |
স্থানীয় ভাষায় ডোমেইন নাম দেওয়ার লক্ষ্যে ২০১১ সালে পাকিস্তানের জন্য একটি নতুন টপ-লেভেল ডোমেইন নিবন্ধন করা হয়। পার্সো-আরবি লিপিতে পাকিস্তানের প্রতিনিধিত্ব করার জন্য ২০১১ সালের ৭ জানুয়ারি আইসিএএনএন বোর্ড پاکستان. (ডট পাকিস্তান) ডোমেইনটি অনুমোদন করে। সে বছর ৪ ফেব্রুয়ারি আইডিএন সিসিটিএলডি پاکستان. ন্যাশনাল টেলিকমিউনিকেশন কর্পোরেশনে অর্পণ করা হয় এবং ২০১৭ সালের ফেব্রুয়ারিতে এ জোনটি রুট সার্ভারে যুক্ত করা হয়।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "About PKNIC"। pknic.net.pk (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২২।
- ↑ "Domain Structure"। pknic.net.pk (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২২।
- ↑ "Pakistan get it first ever Urdu Domin"। টেকজুস (ইংরেজি ভাষায়)। ফেব্রুয়ারি ১৩, ২০১৭। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৯।
বহিঃসংযোগ
সম্পাদনা- পিকেএনআইসি'র ওয়েবসাইট
- ইন্টারনেট অ্যাসাইন্ড নাম্বারস অথোরিটির ওয়েবসাইটে .pk এবং پاکستان.