.এমওয়াই
.এমওয়াই হল মালয়েশিয়ার ইন্টারনেট কান্ট্রি কোড ভিত্তিক একটি টপ-লেভেল ডোমেইন (সিসিটিএলডি)। এই ডোমেইন তৈরি করেছে মাইনিক (এমওয়াইএনআইসি) এজেন্সি, এটির ক্ষমতা রয়েছে মিনিস্ট্রি অফ কমিউনিকেশনস এন্ড মাল্টিমিডিয়ার (কেকেএমএম) কাছে এবং এটি পরিচালনা করে মালয়েশিয়ান কমিউনিকেশনস এন্ড মাল্টিমিডিয়া কমিশন (এমসিএমসি)।
প্রস্তাবিত হয়েছে | ১৯৮৭ |
---|---|
টিএলডি ধরন | কান্ট্রি কোড টপ-লেভেল ডোমেইন |
অবস্থা | সচল |
রেজিস্ট্রি | মালয়েশিয়া নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (এমওয়াইএনআইসি বারহেড) |
প্রস্তাবের উত্থাপক | মালয়েশিয়া নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার |
উদ্দেশ্যে ব্যবহার | মালয়েশিয়া এর সাথে যুক্ত সত্ত্বা |
বর্তমান ব্যবহার | মালয়েশিয়ায় জনপ্রিয় |
নিবন্ধনের সীমাবদ্ধতা | মালয়েশিয়াতে অবস্থান থাকতে হবে; সাবডোমেইন গুলোতে ভিন্ন ভিন্ন বিধি বিদ্যমান |
কাঠামো | দ্বিতীয় পর্যায়ের অধীনে তৃতীয় পর্যায় থেকে রেজিস্ট্রেশন করা যায় |
নথিপত্র | রেজিস্ট্রেশন; প্রশ্ন; ডোমেইন নাম রেজিস্ট্রেশনের দলিল |
বিতর্ক নীতিমালা | বিতর্ক নীতি |
ওয়েবসাইট | এমওয়াইএনআইসি |
ডিএনএসসেক | হ্যা |
দায়িত্ব
সম্পাদনাএমওয়াইএনআইসি (এমওয়াইএনআইসি)-এর কাছে টপ লেভেল ডোমেইন নামের নীতিমালা পরিবর্তন ও পরিবর্ধন করার দায়িত্ব রয়েছে এবং এর কাছে বিভিন্ন পরিকল্পনার দায়িত্ব রয়েছে। যেমন:
১) আইপিভি৬ (ইন্টারনেট প্রটোকল ভার্সন ৬)
২) ডিএনএসএসইসি (ডোমেইন নেম সার্ভার সেকুরিটি এক্সটেশনস)
৩) ইএনইউএম (টেলিফোন নাম্বার ম্যাপিং)
৪) এনিকাস্ট এবং আইডিএন (ইন্টারন্যাশনাল ডোমেইন নেমস)
৫) উপরের বর্ণিত প্রযুক্তিগুলো উন্নয়নে প্রশিক্ষণ প্রদান
সেবা
সম্পাদনা১) . এমওয়াই ডোমেইন নাম রেজিস্ট্রেশন করা
২) এমওয়াইএনআইসি-তে রেজিস্ট্রেশন করা ডোমেইন নামের তথ্য পরিবর্তন করা ও তথ্য পরিবর্ধন করতে পারা
৩) এমওয়াইএনআইসি-তে রেজিস্ট্রেশন করা যেকোন ডোমেইন নাম মুছে ফেলা
৪) এমওয়াইএনআইসি-তে রেজিস্ট্রেশন করা যেকোন ডোমেইন নাম স্থানান্তরিত করা
৫) এমওয়াইএনআইসি-তে রেজিস্ট্রেশন করা যেকোন ডোমেইন নাম খোঁজ করা
৬) .এমওয়াই ডোমেইনের জন্য এমওয়াইএনআইসি এর নতুন নিয়মের খবর ও তথ্য প্রদান করা
প্রধান নির্বাহী কর্মকর্তা
সম্পাদনানিম্নের লোকেরা এমওয়াইএনআইসির প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন:
১) শারিয়া হানিজ বিনতি জুলকিফলি (১ আগস্ট ২০০৬-৩০ অক্টোবর ২০১০)
২) টেঙ্কু ইনতান নারকিয়াহ বিনতি টেঙ্কু ওথমান (১ ফেব্রুয়ারি-২১ ডিসেম্বর ২০১১)
৩) মোহাম্মদ ইকমালুদ্দিন বিন ইসমাইল (৩ সেপ্টেম্বর ২০১২-৪ ফেব্রুয়ারি ২০১৩)
৪) হাসনুল ফাদলি বিন হাসান (৮ অক্টোবর ২০১৩-বর্তমান)[১]
ডোমেইন নাম বিভাগ
সম্পাদনাএমওয়াইএনআইসি প্রধানরা ডোমেইন নামকে ৮টি ভাগে বিভক্ত করেছে,[২] যথা:
১) .এমওয়াই - মালয়েশিয়ার ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য
২) .কম.এমওয়াই. - বাণিজ্যিক প্রতিষ্ঠান/কার্যক্রমের জন্য
৩) .নেট.এমওয়াই - নেটওয়ার্ক সম্পর্কিত প্রতিষ্ঠান/কার্যক্রমের জন্য
৪) .অর্গ.এমওয়াই - এমন প্রতিষ্ঠান/কার্যক্রমের জন্য যা অন্য বিভাগে নেই
৫) .এডু.এমওয়াই - শুধু মালয়েশিয়ার শিক্ষা বিষয়ক প্রতিষ্ঠানের জন্য
৬) .গব.এমওয়াই - শুধু মালয়েশিয়ার সরকারি প্রতিষ্ঠানের জন্য
৭) .মিল.এমওয়াই - শুধু মালয়েশিয়ার মিলিটারি প্রতিষ্ঠানের জন্য
৮) .নেম.এমওয়াই - শুধু মালয়েশিয়ার ব্যক্তিদের ব্যবহারের জন্য
ইতিহাস
সম্পাদনা১) সেপ্টেম্বর ২০০৭ সালে সাউদার্ন করিডরে এমওয়াইএনআইসি ডোমেইন নামে একটি সচেতনতামূলক রাস্তা-প্রদর্শনী আয়োজন করা হয়।
২) ফেব্রুয়ারি ২০০৯ সালে এমওয়াইএনআইসিকে. এমওয়াই ডোমেইনের নিবন্ধকারী ঘোষণা করা হয়।
৩) ডিসেম্বর ২০১০ সালে. এমওয়াই ইনোভেশন এওয়ার্ড ২০১০ আয়োজন করা হয়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "MYNIC Berhad - i choose .MY » About Us"। www.mynic.my। ২০১৭-০৪-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৮-২২।
- ↑ "MYNIC Berhad - i choose .MY » About Us"। www.mynic.my। ২০১৭-০৪-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৮-২২।
বহিঃসংযোগ
সম্পাদনাইন্টারনেট ডোমেইন নাম বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |