.ইইউ ইউরোপীয় ইউনিয়নের কান্ট্রি কোড টপ-লেভেল ডোমেইন ও ডোমেইন সাফিক্স। এটি ৭ ডিসেম্বর, ২০০৫ সালে চালু হয়[] এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত সকল সদস্য দেশের জন্য উন্মুক্ত। ইইউরিড এটি নিয়ন্ত্রণ করে থাকে। আনুষ্ঠানিকভাবে নিবন্ধন পুরোদমে শরু হয় ৭ এপ্রিল, ২০০৬ সালে।[]

.ইইউ
EURid
প্রস্তাবিত হয়েছে২০০৫
টিএলডি ধরনকান্ট্রি কোড টপ-লেভেল ডোমেইন
অবস্থাসক্রিয়
রেজিস্ট্রিইইউরিড
প্রস্তাবের উত্থাপকইউরোপীয়ান কমিশন
উদ্দেশ্যে ব্যবহার ইউরোপীয় ইউনিয়ন
বর্তমান ব্যবহারধীরে ধীরে বাড়ছে, বেশিরভাগ মূল প্যান-ইউরোপীয় বা আন্তঃসীমান্ত উদ্দেশ্যে নির্মিত সাইটের মধ্যে।
নিবন্ধনের সীমাবদ্ধতানিবন্ধনকারী অবশ্যই ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক এলাকার মধ্যে থাকতে হবে।
কাঠামোনাম সরাসরি দ্বিতীয় স্তরে অনুমোদিত
নথিপত্রCommission Regulation (EC) No. 874/2004
বিতর্ক নীতিমালাEU ADR
ওয়েবসাইটwww.eurid.eu
ডিএনএসসেকহ্যাঁ

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "IANA .eu country code entry" 
  2. "Eurid's .eu Timeline"। ১৫ জানুয়ারি ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৩ 

বহিঃসংযোগ

সম্পাদনা