নর নর্ক জেলা

ইয়েরেভানের একটি জেলা
(-নর নর্ক জেলা থেকে পুনর্নির্দেশিত)

নর নর্ক (আর্মেনীয়: Նոր Նորք, Nor Nork), আর্মেনিয়া এর রাজধানী ইয়েরেভান এর ১২ টি জেলার মধ্যে একটি। এটি শহরের পূর্বদিকে অবস্থিত। এর পশ্চিমে নর্ক-মারাশ জেলা, কেনত্রন জেলা, কানকের-জেইতুন, উত্তরে আভান, দক্ষিণে এরেবুনি এবং পূর্বে কতায়ক জেলা রয়েছে।[]

নর নর্ক
Նոր Նորք
হেইক বজিশ্কান এর মূর্তি থেকে নর নর্ক জেলা
হেইক বজিশ্কান এর মূর্তি থেকে নর নর্ক জেলা
নর নর্ক প্রশাসনিক জেলা লাল রং দিয়ে দেখানো
নর নর্ক প্রশাসনিক জেলা লাল রং দিয়ে দেখানো
Countryআর্মেনিয়া
Marz (Province)ইয়েরেভান
সরকার
 • Mayor of districtআর্মেন উলিখানহান
আয়তন
 • মোট১৪ বর্গকিমি (৫ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১ জনগণনা)
 • মোট১,২৬,০৬৫
 • জনঘনত্ব৯,০০০/বর্গকিমি (২৩,০০০/বর্গমাইল)
সময় অঞ্চলAMT (ইউটিসি+4)
ওয়েবসাইটwww.nor-norq.am

নর নর্ক জেলা এবং বাগ্রেভান্দ আশপাশের ৯ টি ব্লকের অন্তর্গত ছোটো ভূখণ্ডে বিভক্ত। ২০১১ সালের জনগণনা অনুযায়ী, জেলার জনসংখ্যা ১২৬,০৬৫।

রাস্তা এবং বৈশিষ্ট্য স্মৃতিচিহ্ন

সম্পাদনা

প্রধান রাস্তাগুলি

সম্পাদনা
  • ডেভিড বেক স্ট্রিট
  • তেভসহান স্ট্রিট
  • গ্যুরজহান স্ট্রিট
  • মিন্সকি স্ট্রিট
  • ভিলনইয়ুস স্ট্রিট

বৈশিষ্ট্য স্মৃতিচিহ্ন

সম্পাদনা

অ্যালবাম

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা