৮ ফেব্রুয়ারি
তারিখ
(৮ই ফেব্রুয়ারি থেকে পুনর্নির্দেশিত)
<< | ফেব্রুয়ারি | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ||
২০২৪ |
৮ ফেব্রুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৯তম দিন। বছর শেষ হতে আরো ৩২৬ (অধিবর্ষে ৩২৭) দিন বাকি রয়েছে।
ঘটনাবলী
সম্পাদনা- ১৬৭২ –স্যার আইজাক নিউটন লন্ডনের রয়্যাল সোসাইটিতে তার আলোক বিদ্যার ওপর গবেষণাপত্রটি উপস্থাপন করেন।
- ১৯০৫ - রুশ-জাপান যুদ্ধ শুরু।
- ১৯৪১ - ৩০ বছর প্রবাসে থাকার পর হো চি মিন গোপনে ভিয়েতনামে আসেন।
- ১৯৭২ - বাংলাদেশকে স্বীকৃতি দেয় অস্ট্রিয়া এবং সামোয়া।
- ২০০৫ - গুগল ম্যাপের যাত্রা শুরু
জন্ম
সম্পাদনা- ১৮২৮ - জুল ভার্ন, ফরাসি লেখক।(মৃ.১৯০৫)
- ১৮৮৩ - জোসেফ শুম্পটার, প্রভাবশালী অস্ট্রীয় অর্থনীতিবিদ এবং রাষ্ট্রবিজ্ঞানী।
- ১৮৮৬ - উস্তাদ ফৈয়াজ খান ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী।(মৃ.৫/১১/১৯৫০)
- ১৮৯৭ - জাকির হুসেইন (রাজনীতিবিদ) অর্থনীতি বিদ ও ভারতের তৃতীয় রাষ্ট্রপতি।(মৃ.০৩/০৫/১৯৬৯)
- ১৯২৫ - জ্যাক লেমন, মার্কিন অভিনেতা ও সঙ্গীতজ্ঞ। (মৃ. ২০০১)
- ১৯৩১ - জেমস ডিন, মার্কিন অভিনেতা। (১৯৫৫)
- ১৯৩৪ - আবু জাফর ওবায়দুল্লাহ, বাংলাদেশের প্রখ্যাত কবি।
- ১৯৪১ - জগজিৎ সিং, ভারতীয় উপমহাদেশের অন্যতম গজল গায়ক।(মৃ.২০১১)
- ১৯৬৩ – মোহাম্মদ আজহারউদ্দীন, ভারতীয় ক্রিকেটার এবং রাজনীতিবিদ
- ১৯৭৬ - খালেদ মাসুদ, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক উইকেটকিপার ও অধিনায়ক।
- ১৯৮৭ – জাভি গার্সিয়া, স্প্যানীয় ফুটবলার
- ১৯৯৫ – জশুয়া কিমিচ, জার্মান ফুটবলার
মৃত্যু
সম্পাদনা- ১৮৭২ - ভারতের ভাইসরয় আর্ল আফ মেয়ো আততায়ীর হাতে নিহত।
- ১৯০৯ - রামদাস কাঠিয়াবাবা নিম্বার্ক সম্প্রদায়ের প্রখ্যাত ভারতীয় যোগসাধক কাঠিয়াবাবা, দার্শনিক ও ধর্মগুরু। (জ. ১৮০০)
- ১৯১২ - গিরিশচন্দ্র ঘোষ ভারতের প্রখ্যাত বাঙালি নট ও নাট্যকার ও নাট্য পরিচালক। (জ.২৮/০২/১৮৪৪)
- ১৯৫৭ - জন ভন নিউম্যান, একজন হাঙ্গেরীয় বংশোদ্ভুত মার্কিন গণিতবিদ। (জ.১৯০৩)
- ১৯৬০ - জন ল্যাংশ অস্টিন, ইংরেজ দার্শনিক(ভাষা)।
- ১৯৮৮ - সন্তোষ দত্ত, প্রখ্যাত বাঙালি অভিনেতা। (জ.০২/১২/১৯২৫)
- ১৯৯৫ - ' অগ্নিকন্যা' কল্পনা দত্ত ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিপ্লবী ও মাস্টারদা সূর্য সেনের সহযোগী।(জ.২৭/০৭/১৯১৯)
ছুটি ও অন্যান্য
সম্পাদনা- বৌদ্ধ ধর্ম: নির্ভানা দিবস।
বহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে ৮ ফেব্রুয়ারি সংক্রান্ত মিডিয়া রয়েছে।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |