৫ম জি সিনে পুরস্কার
৫ম ফেয়ার ভিউ জি সিনে পুরস্কার ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত সেরা ভারতীয় হিন্দি ভাষার চলচ্চিত্রসমূহকে স্বীকৃতি প্রদান করে। অনুষ্ঠানটি ২০০২ সালের ১১ই জানুয়ারি অনুষ্ঠিত হয়।
৫ম জি সিনে পুরস্কার | ||||
---|---|---|---|---|
তারিখ | ১১ জানুয়ারি ২০০২ | |||
উপস্থাপক | উর্মিলা মাতন্ডকর | |||
আলোকপাত | ||||
শ্রেষ্ঠ চলচ্চিত্র: দর্শকের পছন্দ | লগান | |||
শ্রেষ্ঠ অভিনেতা | আমির খান (লগান) | |||
শ্রেষ্ঠ অভিনেত্রী | তাবু (চাঁদনী বার) | |||
সর্বাধিক পুরস্কার | লগান (৮) | |||
টেলিভিশন আওতা | ||||
নেটওয়ার্ক | জি টিভি | |||
|
লগান সর্বাধিক আটটি পুরস্কার অর্জন করে। এছাড়া কভি খুশি কভি গম... ও দিল চাহতা হ্যায় দুটি করে পুরস্কার অর্জন করে।[১][২][৩]
বিজয়ী ও মনোনীত
সম্পাদনানিচে বিজয়ী ও মনোনীতদের তালিকা দেওয়া হল। বিজয়ীদের নাম গাঢ় বর্ণে উল্লেখ করা হয়েছে।
দর্শকের পছন্দ
সম্পাদনাশ্রেষ্ঠ চলচ্চিত্র | শ্রেষ্ঠ পরিচালক |
---|---|
শ্রেষ্ঠ অভিনেতা | শ্রেষ্ঠ অভিনেত্রী |
|
|
সমালোচক পুরস্কার
সম্পাদনাবিশেষ পুরস্কার
সম্পাদনাসেরা অভিনয় (পুরুষ) | সেরা অভিনয় (নারী) |
---|---|
|
|
আজীবন সম্মাননা | আন্তর্জাতিক চলচ্চিত্রে সেরা অবদান |
হল অব ফেম | কুইন অব হার্টস |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "The 5th Zee Cine Awards 2002 Viewers Choice Awards Nominees & Winners"। জি সিনে পুরস্কার। জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজেস। ১৭ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০২৪।
- ↑ "Zee Cine Awards 2001: Complete list of Awards and Nominations"। ফিল্মিক্লাব (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০২৪।
- ↑ "Fair View Zee Cine Awards 2002 - 5th Zee Cine Awards & Winners"। অ্যাওয়ার্ডসঅ্যান্ডশো। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০২৪।