৪র্থ গোল্ডেন গ্লোব পুরস্কার
৪র্থ গোল্ডেন গ্লোব পুরস্কার ১৯৪৬ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রে সেরা কাজের স্বীকৃতি প্রদানের জন্য হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন (এইচএফপিএ) কর্তৃক প্রদত্ত গোল্ডেন গ্লোব পুরস্কারের চতুর্থ আয়োজন। অনুষ্ঠানটি ১৯৪৭ সালের ২৬শে ফেব্রুয়ারি ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের দ্য হলিউড রুজভেল্ট হোটেলে অনুষ্ঠিত হয়।
৪র্থ গোল্ডেন গ্লোব পুরস্কার | ||||
---|---|---|---|---|
পুরস্কার প্রদান করে | হলিউড ফরেন করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন | |||
প্রদান | ২৬ ফেব্রুয়ারি ১৯৪৭ | |||
স্থান | দ্য হলিউড রুজভেল্ট হোটেল, লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র | |||
আলোকপাত | ||||
শ্রেষ্ঠ চলচ্চিত্র | দ্য বেস্ট ইয়ার্স অব আওয়ার লাইভস | |||
সর্বাধিক পুরস্কার | দ্য বেস্ট ইয়ার্স অব আওয়ার লাইভস ও দ্য রেজর্স এজ (২) | |||
সর্বাধিক মনোনয়ন | দ্য বেস্ট ইয়ার্স অব আওয়ার লাইভস ও দ্য রেজর্স এজ (২) | |||
|
দ্য বেস্ট ইয়ার্স অব আওয়ার লাইভস শ্রেষ্ঠ চলচ্চিত্র-সহ দুটি বিভাগে পুরস্কার লাভ করে। দ্য বেস্ট ইয়ার্স অব আওয়ার লাইভস ও দ্য রেজর্স এজ সর্বাধিক দুটি করে পুরস্কার অর্জন করে।[১]
বিজয়ীগণ
সম্পাদনাশ্রেষ্ঠ চলচ্চিত্র | শ্রেষ্ঠ পরিচালক |
---|---|
প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা | প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী |
|
|
পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা | পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী |
|
|
আন্তর্জাতিক উপলব্ধি প্রচারণামূলক চলচ্চিত্র | বিশেষ সম্মাননা পুরস্কার |
|
- গোল্ডেন গ্লোব বিজয়ী
-
গ্রেগরি পেক, প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে বিজয়ী
-
রোজালিন্ড রাসেল, প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে বিজয়ী
-
ক্লিফটন ওয়েব, পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে বিজয়ী
-
অ্যান ব্যাক্সটার, পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে বিজয়ী
-
ফ্রাঙ্ক ক্যাপ্রা, শ্রেষ্ঠ পরিচালক বিভাগে বিজয়ী
-
হ্যারল্ড রাসেল, বিশেষ সম্মাননা পুরস্কার বিজয়ী
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Winners & Nominees 1947"। গোল্ডেন গ্লোব। ৬ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।