৪নং ওয়ার্ড, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি প্রশাসনিক এলাকা
৪নং ওয়ার্ড হল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি প্রশাসনিক ওয়ার্ড, যা অঞ্চল-২ এর অন্তর্গত। এটি প্রাক্তন ঢাকা সিটি কর্পোরেশনর ২৭ নং ওয়ার্ড ছিল। ওয়ার্ড নং ৪ ঢাকা মহানগরের সবুজবাগ থানায় অবস্থিত। এবং ওয়ার্ডটি বাংলাদেশ জাতীয় সংসদের ঢাকা-৯ আসনের অন্তর্গত। এ ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর হলেন মোঃ জাহাঙ্গীর হোসেন।
বিবরণ
সম্পাদনাওয়ার্ড নং ৪ পূর্ব বাসাবো (হোল্ডিং নং- ২৯/১ হতে শেষ), পশ্চিম বাসাবো, উত্তর বাসাবো, দক্ষিণ বাসাবো, উত্তর-পূর্ব বাসাবো, মধ্য বাসাবো, বাসাবো ওহাব কলোনী, মাদার টেক এলাকা নিয়ে গঠিত।
ইতিহাস
সম্পাদনাকাউন্সিলর
সম্পাদনানির্বাচন | কাউন্সিলর | রাজনৈতিক দল | সূত্র | |
---|---|---|---|---|
২০১৫ | মোঃ গোলাম হোসেন | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | [১] | |
২০২০ | মোঃ জাহাঙ্গীর হোসেন | বাংলাদেশ আওয়ামী লীগ | [২] |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "আয় ও সম্পদ বেড়েছে"। প্রথম আলো। ১৩ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২০২১-০৮-২৮।
- ↑ "ঢাকা দক্ষিণে কাউন্সিলর নির্বাচিত হলেন যারা"। বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২১।