৩ অগ্রহায়ণ
তারিখ
৩ অগ্রহায়ণ বাংলা বর্ষপঞ্জি অনুসারে বছরের ২১৯ তম দিন। বছর শেষ হতে আরো ১৪৬ দিন (অধিবর্ষে ১৪৭ দিন) বাকি রয়েছে।
ইতিহাস
সম্পাদনাঘটনাবলী
সম্পাদনা- ১২৯২ইং - জন বালিয়ন স্কটল্যান্ডের রাজা হন।
- ১৫২৫ইং - সিন্ধু প্রদেশের মধ্য দিয়ে মোগল সম্রাট বাবর ভারতে তার পঞ্চম অভিযান পরিচালনা করে ভারত বিজয় করেন।
- ১৫৫৮ইং - প্রথম এলিজাবেথ ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ করেন।
- ১৭৯৬ইং - নেপোলিয়ন অস্ট্রিয়ানদের পরাজিত করেন।
- ১৮০০ইং - ওয়াশিংটনে মার্কিন কংগ্রেসের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।
- ১৮৩১ইং - ভেনিজুয়েলা ও ইকুয়েডর বৃহত্তর কলম্বিয়া থেকে আলাদা হয়।
- ১৮৫৭ইং - স্যার কলিন ক্যাম্পবেল সিপাহি বিদ্রোহীদের কাছ থেকে লক্ষ্মৌ উদ্ধার করেন।
- ১৮৬৯ইং - প্রথম বাইসাইকেল রেসে জয়ী হন জেমস মুর।
- ১৮৭০ইং - ডেনমার্ক, অস্ট্রিয়া ও ফ্রান্সের বিরুদ্ধে বিজয় লাভের পর ঐক্যবন্ধ জার্মানি সাম্রাজ্য প্রতিষ্ঠা করা হয়।
- ১৯২৭ইং - ওয়াশিংটন ডিসিতে টর্নেডো আঘাত হানে।
- ১৯৩৩ইং - মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট আনুষ্ঠানিকভাবে সোভিয়েত ইউনিয়নকে স্বীকৃতি দেয়।
- ১৯৭০ইং - বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ পাকিস্তানের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।
- ১৯৮২ইং - ইরাকের সাদ্দাম বিরোধী ইসলামী দল ও সংগঠনগুলোর সমন্বয়ে ইসলামী বিপ্লবী উচ্চ পরিষদ গঠিত হয়।
- ১৯৯৯ইং - ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়।
জন্ম
সম্পাদনা- ১৯৪২ইং - মার্টিন স্কোরসেজি, মার্কিন চলচ্চিত্র পরিচালক
- ১৯৮৬ইং - ন্যানি, একজন পর্তুগীজ ফুটবল খেলোয়াড়।
মৃত্যু
সম্পাদনা- ৬৪১ইং - জোমেই, জাপানের সম্রাট (জ. ৫৯৩)।
- ১৯১৭ইং - অগুস্ত রদ্যাঁ, আধুনিক যুগের একজন বিখ্যাত ফরাসি ভাস্কর।
- ১৯৭৬ইং - আবদুল হামিদ খান ভাসানী, বাংলাদেশী রাজনীতিবিদ।
- ২০০৬ইং -পুশকাস,হাঙ্গেরীয় ফুটবল খেলোয়াড়।
ছুটি এবং অন্যান্য
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনাএই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |