২৯ পৌষ
তারিখ
২৯ পৌষ বাংলা বর্ষপঞ্জি অনুসারে বছরের ২৭৫ তম দিন। বছর শেষ হতে আরো ৯০ দিন (অধিবর্ষে ৯১ দিন) বাকি রয়েছে।
ইতিহাস
সম্পাদনাঘটনাবলী
সম্পাদনা- ১৮৬৬ইং - যুক্তরাজ্যের লন্ডন শহরে রয়েল এ্যারোনটিক্যাল সোসাইটি প্রতিষ্ঠিত হয়।
- ১৯৬৪ইং - জাঞ্জিবার অভ্যুত্থান শুরু।
- ২০০১ইং - ক্যালিফোর্নিয়ার ডিজনীল্যান্ড রিসোর্ট-এ ডাউন টাউন ডিজনী উদ্বোধন করা হয়।
- ২০০৪ইং - বিশ্বের সর্ববৃহৎ সামুদ্রিক জাহাজ আরএমএস কুইন মেরী-২ প্রথমবারের মতো যাত্রা শুরু করে।
- ২০০৫ইং - কেপ কানাভেরাল থেকে নভোযান ডিপ ইম্পেক্ট উৎক্ষেপন করা হয়।
- ২০০৬ইং - সৌদী আরবের মিনায় মুসলমানদের বৎসরিক তীর্থ 'হজ্জ্ব' এর একটি আবশ্যকীয় কার্য 'শয়তান-কে পাথর নিক্ষেপ' করার সময় হুড়োহুড়িতে ৩৬২ জন নিহত।
- ২০১০ইং - হাইতি ভূমিকম্প ২০১০ সংগঠিত হয়, যাতে আনুমানিক ৩১৬,০০০ নিহত ও রাজধানী পোর্ট-অউ-প্রিন্স অধিকাংশই ক্ষতিগ্রস্ত হয়।
জন্ম
সম্পাদনা- ১৭২৯ইং - এডমান্ড বার্ক, এঙ্গলো-আয়ারল্যান্ডীয় লেখক, রাজনৈতিক তত্ত্ববিদ, এবং দার্শনিক।
- ১৮৬৩ইং - স্বামী বিবেকানন্দ, নব্যযুগে বেদন্ত দর্শণের একজন শ্রষ্ঠ গুরু।
- ১৯৪২ইং - এ.টি.এম. হায়দার, বীর উত্তম খেতাব প্রাপ্ত বাংলাদেশী মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার।
মৃত্যু
সম্পাদনা- ১৬৬৫ইং - পিয়ের দ্য ফের্মা, সপ্তদশ শতকের ফরাসি গণিতবিদ।
- ১৮২৯ইং - ফ্রিড্রিশ ফন শ্লেগেল, জার্মান কবি।
- ১৯৭২ইং - গোলাম রহমান, বাংলাদেশের প্রখ্যাত শিশু সাহিত্যিক ও সাংবাদিক।
ছুটি ও অন্যান্য
সম্পাদনা- স্মরণ দিন - তুর্কমেনিস্তান; ১৮৮১ইং সালে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে অংশগ্রহণকারীদের বীরদের সম্মানে।
- জাতীয় যুব দিবস (ভারত); স্বামী বিবেকানন্দ-এর জন্ম দিন।
- জাঞ্জিবার বিপ্লব দিবস - তাঞ্জানিয়া; আরব ও এশীয় শাসকদের বিরুদ্ধে গণঅভ্যুত্থান।
বহিঃসংযোগ
সম্পাদনাএই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |