১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১

২৮ আগস্ট গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৪০তম (অধিবর্ষে ২৪১তম) দিন। বছর শেষ হতে আরো ১২৫ দিন বাকি রয়েছে।

ঘটনাবলী

সম্পাদনা
  • ১১৮৯ - তৃতীয় ক্রুসেড শুরু হয়।
  • ১৫১১ - পর্তুগিজরা মালাক্কা দখল করে।
  • ১৬১৯ - দ্বিতীয় ফার্দিনান্দ রোমান সম্রাট হিসেবে নির্বাচিত হন।
  • ১৮৪৫ - সায়েন্টিফিক আমেরিকানের প্রথম সংখ্যা প্রকাশিত হয়।
  • ১৮৫০ - হনুলু শহরের মর্যাদা পায়।
  • ১৮৮৩ - ব্রিটিশ সাম্রাজ্যের সর্বত্র দাসপ্রথা বাতিল ঘোষিত হয়।
  • ১৯১৬ - জার্মানি রোমানিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
  • ১৯১৯ - জেনারেল জন স্মাটস দক্ষিণ আফ্রিকার প্রধানমন্ত্রী হন।
  • ১৯৭১ - মুক্তিফৌজ ও মুক্তিযোদ্ধাদের একীভূত করে মুক্তিবাহিনী নামকরণের সিদ্ধান্ত।
  • ১৯৯০ - ইরাক আনুষ্ঠানিকভাবে কুয়েতকে তার ১৯তম প্রদেশ ঘোষণা করে।
  • ১৯৯৭ - ইসরাইল বেহেত্লহেম থেকে অবরোধ তুলে নেয়ায় যুক্তরাষ্ট্রের অভিনন্দন।

মৃত্যু

সম্পাদনা

ছুটি ও অন্যান্য

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা