১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫
১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২
২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ২৯
৩০  

২৭ নভেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৩১তম (অধিবর্ষে ৩৩২তম) দিন। বছর শেষ হতে আরো ৩৪ দিন বাকি রয়েছে।

ঘটনাবলী

সম্পাদনা
  • ১০০১ - পেশাওয়ারের যুদ্ধ সংঘটিত।
  • ১৫৮২ - উইলিয়াম শেকসপিয়ার বিয়ে করেন।
  • ১৮৯৫ - বিশিষ্ট বিজ্ঞানী আলফ্রেড নোবেল তার সমুদয় সম্পত্তি উইল করে নোবেল পুরস্কার প্রদানের জন্য তহবিল গঠন করেন।
  • ১৯০১ - ওয়াশিংটন ডিসিতে আর্মি ওয়ার কলেজ প্রতিষ্ঠা করা হয়।
  • ১৯১২ - আলবেনিয়ার জাতীয় পতাকা গৃহীত হয়।
  • ১৯১৪ - ব্রিটেনে প্রথম মহিলা পুলিশ নিয়োগ দেওয়া হয়।
  • ১৯১৯ - প্রথম বিশ্বযুদ্ধশেষে মিত্র ও সহযোগী শক্তির সাথে বুলগেরিয়ার নোই চুক্তি (Traité de Neuilly) স্বাক্ষরিত।
  • ১৯৩২ - পোল্যান্ড ও সোভিয়েত ইউনিয়ন পরস্পরকে আক্রমণ না করার চুক্তি করে।
  • ১৯৪০ - আততায়ীর গুলিতে রুমানিয়ার প্রধানমন্ত্রী ইয়ার্গাসহ ৬৪ জন নিহত হন।
  • ১৯৪১ - দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মস্কোর উপকণ্ঠে জার্মানি ও সাবেক সোভিয়েত ইউনিয়নের সেনাদের মধ্যে বিখ্যাত ট্যাংক যুদ্ধ সংঘটিত হয়।
  • ১৯৪৩ - চার্চিল রুজভেল্ট ও স্টালিন তেহরান সম্মেলনে মিলিত হন।
  • ১৯৮০ - ইরানের ওপর ইরাকের চাপিয়ে দেয়া যুদ্ধের গোড়ার দিকে ইরানের নৌবাহিনী পারস্য উপসাগরে এক অভিযানে ইরাকের নৌ বাহিনীকে পরাজিত করতে সক্ষম হয়।
  • ১৯৯২ - এই দিন থেকে ব্রিটেনের রানী আয়কর দিতে শুরু করেন।
  • ১৯৯২ - তুর্কমেনিস্তান, কিরঘিযিস্তান, উজবেকিস্তান, কাযাকিস্তান, তাজিকিস্তান, আফগানিস্তান ও আজারবাইজান- অর্থনৈতিক সহযোগিতা সংস্থা “ইকো”তে যোগ দেয়।

মৃত্যু

সম্পাদনা

ছুটি ও অন্যান্য

সম্পাদনা

শহীদ ডা. মিলন দিবস,বাংলাদেশ

বহিঃসংযোগ

সম্পাদনা