২৪ পৌষ বাংলা বর্ষপঞ্জি অনুসারে বছরের ২৭০ তম দিন। বছর শেষ হতে আরো ৯৫ দিন (অধিবর্ষে ৯৬ দিন) বাকি রয়েছে।

ইতিহাস

সম্পাদনা

ঘটনাবলী

সম্পাদনা
  • ১৬১০ইং: গ্যালিলিও গ্যালিলি প্রথম তার দ্বার আবিস্কৃত চারটি চাঁদকে পর্যাবেক্ষন করেন।
  • ১৭৮২ইং: আমেরিকার প্রথম কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক অব নর্থ আমেরিকা চালু।
  • ১৭৮৫ইং: ফ্রান্সের জন ব্যাল্ন্চার্ড ও আমেরিকার জন জেফার ইংল্যান্ডের ডোভার থেকে ফ্যান্সের ক্যালাস পর্যন্ত গ্যাস বেলুনে উড়ে যান।
  • ১৭৯৭ইং: বর্তমান ইতালীর পতাকা প্রথম ব্যবহার করা হয়।
  • ১৯২৭ইং: প্রথম ট্রান্সআটলান্টিক টেলিফোন সার্ভিস প্রতিষ্ঠিত। নিউ ইয়র্ক থেকে লন্ডন সংযোগের মাধ্যমে এটার কাজ শুরু হয়।
  • ১৯৪০ইং: শীতকালীন যুদ্ধ: ফিনিস নবম ডিভিসন ফিনল্যান্ড আক্রমনকারী সোভিয়েত বাহিনীকে সম্পূর্ণ রূপে ধ্বংস করে দেয়।
  • ১৯৪৫ইং: তৎকালীন জেনারেল ফিল্ড মার্শাল র্বানাড মন্টেগোমারী সংবাদ সম্মেলনে ব্যাটল অব বুলাগ জয়ের মূল কৃতিত্ব দাবী করেন।
  • ১৯৫২ইং: আমেরিকান প্রেসিডেন্ট হ্যারী ট্রুমেন হাইড্রোজেন বোমা তৈরির কথা জানান।
  • ১৯৫৯ইং: আমেরিকা কিউবার ফিদেল ক্যাস্ত্রের নতুন সরকারকে স্বীকৃতি দেয়।
  • ১৯৮৪ইং: ব্রুনাই আসিয়ানের ৬তম সদস্যপদ গ্রহণ করে।
  • ১৯৮৯ইং: জাপানি সম্রাট হিরোহিতোর মৃত্যুর পর আকিহিতো জাপানের নতুন সম্রাট নির্বাচিত হন।
  • ১৯৯৩ইং: বসনিয়া যুদ্ধ: বসনিয়ার সেনাবাহিনী ক্রাভিকের স্রেব্রেনিচা গ্রামে আৎসিক অভিযান পরিচালনা করে।

মৃত্যু

সম্পাদনা

ছুটি এবং অন্যান্য

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা