২০ মাঘ
তারিখ
২০ মাঘ বাংলা বর্ষপঞ্জি অনুসারে বছরের ২৯৬ তম দিন। বছর শেষ হতে আরো ৬৯ দিন (অধিবর্ষে ৭০ দিন) বাকি রয়েছে।
ইতিহাস
সম্পাদনাঘটনাবলী
সম্পাদনা- ১৮১৪ইং - কলকাতায় ভারতীয় সংগ্রহালয় (ইন্ডিয়ান মিউজিয়াম) প্রতিষ্ঠিত হয়।
- ১৮১৭ইং - শিক্ষা ও খ্রিস্টধর্ম প্রচারের উদ্দেশ্যে চার্চ মিশনারি সোসাইটির প্রথম শাখাটি কলকাতায় স্থাপিত হয়।
- ১৮৫৩ইং - শম্ভুনাথ পণ্ডিত প্রথম বাঙালি হিসেবে কলকাতা হাইকোর্টে সরকারি উকিল নিযুক্ত হন।
- ১৮৬২ইং - শম্ভুনাথ পণ্ডিত প্রথম বাঙালি হিসেবে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি নিযুক্ত হন।
- ১৯৫৯ইং - শিশিরকুমার ভাদুড়ী কর্তৃক ভারত সরকার প্রদত্ত "পদ্মভূষণ" সম্মান প্রত্যাখ্যান।
- ১৯৮৯ইং - সত্যজিৎ রায়কে ফ্রান্সের সর্বোচ্চ সম্মান "লিজিয়ন ডি অনার" প্রদান।
জন্ম
সম্পাদনা- ১৯৩৬ইং - সুমিতা দেবী, বাংলাদেশের প্রথিতযশা চলচ্চিত্র অভিনেত্রী।
- ১৯৬৮ইং - আমিনুল ইসলাম, বাংলাদেশী ক্রিকেট খেলোয়াড়।
- ১৯৭৭ইং - শাকিরা, কলম্বিয়ান সঙ্গীত শিল্পী।
- ১৯৩৯ইং - হাসান আজিজুল হক, বাংলাদেশের প্রখ্যাত গল্পকার ও কথাসাহিত্যিক।
মৃত্যু
সম্পাদনা- ১৯৩৬ইং - বিপিনবিহারী গুপ্ত, বাঙালি সাহিত্যিক ও সমালোচক। (জন্ম ১৮৭৫)
- ১৯৫৮ইং - মাওলানা আবুল কালাম আজাদ ভারতীয় স্বাধীনতা আন্দোলনের নেতা ও ভারতের প্রথম শিক্ষামন্ত্রী।
- ১৯৬৪ইং - সৈয়দ আবদুস সামাদ, বাঙালি ফুটবলার।
- ১৯৭০ইং - বারট্রান্ড রাসেল, ইংরেজ গণিতজ্ঞ, শিক্ষাবিদ, দার্শনিক, লেখক এবং নোবেল বিজয়ী সাহিত্যিক।
- ২০০৬ইং - মিজানুর রহমান চৌধুরী, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী।
ছুটি এবং অন্যান্য
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনাএই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |