২০২৪ নেদারল্যান্ডস ত্রিদেশীয় সিরিজ (রাউন্ড ৪)

২০২৪ নেদারল্যান্ডস ত্রিদেশীয় সিরিজ ছিল ২০২৪–২০২৬ আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লিগ ২ ক্রিকেট টুর্নামেন্টের ৪র্থ পর্ব যা ২০২৪ সালের আগস্ট মাসে নেদারল্যান্ডসে অনুষ্ঠিত হয়।[] সিরিজটি ছিল নেদারল্যান্ডস, কানাডামার্কিন যুক্তরাষ্ট্রের অংশগ্রহণে অনুষ্ঠিত একটি ত্রিদেশীয় সিরিজ।[] সিরিজটির ম্যাচসমূহ একদিনের আন্তর্জাতিক (ওডিআই) হিসেবে খেলা হয়।[]

লিগ ২-এর সিরিজটির পর অংশগ্রহণকারী দলসমূহ একটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ত্রিদেশীয় সিরিজেও অংশ নেয়।[] সিরিজটিতে জয়লাভ করে স্বাগতিক নেদারল্যান্ডস।[]

বিশ্বকাপ লিগ ২ সিরিজ

সম্পাদনা
২০২৪ নেদারল্যান্ডস ত্রিদেশীয় সিরিজ
২০২৪–২০২৬ আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লিগ ২-এর অংশ
তারিখ১১ আগস্ট ২০২৪ – ২১ আগস্ট ২০২৪
স্থাননেদারল্যান্ডস
দলসমূহ
  কানাডা   নেদারল্যান্ডস   মার্কিন যুক্তরাষ্ট্র
অধিনায়কবৃন্দ
নিকোলাস কার্টন স্কট এডওয়ার্ডস মোনাংক প্যাটেল
সর্বাধিক রান
শ্রেয়াস মোভ্‌ভা (১৮১) ম্যাক্স ও'ডাউড (২২৩) মোনাংক প্যাটেল (২১৩)
সর্বাধিক উইকেট
সাদ বিন জাফর (৭) পল ফন মেকারেন (১৩) শ্যাডলি ফন স্খাল্কভাইক (৮)

দলীয় সদস্য

সম্পাদনা
  কানাডা[]   নেদারল্যান্ডস[]   মার্কিন যুক্তরাষ্ট্র[]

ড্যানিয়েল ডোরামকে নেদারল্যান্ডস দলে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়।[]

১ম একদিনের আন্তর্জাতিক

সম্পাদনা
১১ আগস্ট ২০২৪
১১:০০
স্কোরকার্ড
কানাডা  
১৯৪ (৪৮.৪ ওভার)
  নেদারল্যান্ডস
১৯৫/৫ (৪৫.৩ ওভার)
ম্যাক্স ও'ডাউড ৭৯* (১১৯)
সাদ বিন জাফর ৩/৪৯ (১০ ওভার)
নেদারল্যান্ডস ৫ উইকেটে জয়ী
ভেস্টফ্লিট ক্রীড়া উদ্যান, হেগ
আম্পায়ার: নিতিন বাতি (নেদারল্যান্ডস) ও রোল্যান্ড ব্ল্যাক (আয়ারল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: ম্যাক্স ও'ডাউড (নেদারল্যান্ডস)
  • কানাডা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আদিত্য বরদরাজন (কানাডা)-এর একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়।

২য় একদিনের আন্তর্জাতিক

সম্পাদনা
১৩ আগস্ট ২০২৪
১১:০০
স্কোরকার্ড
মার্কিন যুক্তরাষ্ট্র  
৩০৪/৪ (৫০ ওভার)
  কানাডা
২৯০/৯ (৫০ ওভার)
মোনাংক প্যাটেল ১২১* (৯৫)
পরগত সিং ১/২১ (৪ ওভার)
হর্ষ ঠাকর ৭৭ (৭৭)
নোস্তুশ কেনজিগে ৩/৩৭ (১০ ওভার)
মার্কিন যুক্তরাষ্ট্র ১৪ রানে জয়ী
ভেস্টফ্লিট ক্রীড়া উদ্যান, হেগ
আম্পায়ার: নিতিন বাতি (নেদারল্যান্ডস) ও রিজওয়ান আকরাম (নেদারল্যান্ডস)
ম্যাচ সেরা খেলোয়াড়: মোনাংক প্যাটেল (মার্কিন যুক্তরাষ্ট্র)
  • কানাডা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • মিলিন্দ কুমার, শ্যাডলি ফন স্খাল্কভাইক, স্মিত প্যাটেল ও হরমীত সিং (মার্কিন যুক্তরাষ্ট্র)-এর একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়।

৩য় একদিনের আন্তর্জাতিক

সম্পাদনা
১৫ আগস্ট ২০২৪
১১:০০
স্কোরকার্ড
নেদারল্যান্ডস  
২৩৭/৭ (৫০ ওভার)
  মার্কিন যুক্তরাষ্ট্র
২১৮ (৪৯.৫ ওভার)
নেদারল্যান্ডস ১৯ রানে জয়ী
ভেস্টফ্লিট ক্রীড়া উদ্যান, হেগ
আম্পায়ার: রিজওয়ান আকরাম (নেদারল্যান্ডস) ও রোল্যান্ড ব্ল্যাক (আয়ারল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: স্কট এডওয়ার্ডস (নেদারল্যান্ডস)
  • মার্কিন যুক্তরাষ্ট্র টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • হুয়ানয় ড্রিসডেল (মার্কিন যুক্তরাষ্ট্র)-এর একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়।

৪র্থ একদিনের আন্তর্জাতিক

সম্পাদনা
১৭ আগস্ট ২০২৪
১১:০০
স্কোরকার্ড
নেদারল্যান্ডস  
২২০ (৪৭.২ ওভার)
  কানাডা
১৫৭ (৩৫.৪ ওভার)
স্কট এডওয়ার্ডস ৭২ (৯৪)
কলিম সানা ৪/৩০ (৭.২ ওভার)
নেদারল্যান্ডস ৬৩ রানে জয়ী
হাজেলারভেখ স্টেডিয়াম, রটারডাম
আম্পায়ার: রিজওয়ান আকরাম (নেদারল্যান্ডস) ও রোল্যান্ড ব্ল্যাক (আয়ারল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: পল ফন মেকারেন (নেদারল্যান্ডস)
  • কানাডা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • পল ফন মেকারেন (নেদারল্যান্ডস) একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।[]

৫ম একদিনের আন্তর্জাতিক

সম্পাদনা
১৯ আগস্ট ২০২৪
১১:০০
স্কোরকার্ড
মার্কিন যুক্তরাষ্ট্র  
২৭৫/৮ (৫০ ওভার)
  কানাডা
২২৫ (৪৭ ওভার)
স্মিত প্যাটেল ৭০ (৮৪)
সাদ বিন জাফর ৩/৩০ (১০ ওভার)
পরগত সিং ৭২ (৮০)
শ্যাডলি ফন স্খাল্কভাইক ৪/২০ (৮ ওভার)
মার্কিন যুক্তরাষ্ট্র ৫০ রানে জয়ী
হাজেলারভেখ স্টেডিয়াম, রটারডাম
আম্পায়ার: নিতিন বাতি (নেদারল্যান্ডস) ও রিজওয়ান আকরাম (নেদারল্যান্ডস)
ম্যাচ সেরা খেলোয়াড়: স্মিত প্যাটেল (মার্কিন যুক্তরাষ্ট্র)
  • কানাডা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ঋষিব জোশি ও কনবরপাল সিং তথগুর (কানাডা)-এর একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়।
  • কনবরপাল সিং তথগুর (কানাডা)-এর বদলি হিসেবে খেলেন আদিত্য বরদরাজন।[১০]

৬ষ্ঠ একদিনের আন্তর্জাতিক

সম্পাদনা
২১ আগস্ট ২০২৪
১১:০০
স্কোরকার্ড
নেদারল্যান্ডস  
২০৬ (৪৯.১ ওভার)
  মার্কিন যুক্তরাষ্ট্র
১৭৯ (৪৫.৫ ওভার)
ম্যাক্স ও'ডাউড ৭৭ (১২৬)
হরমীত সিং ২/২৫ (১০ ওভার)
মোনাংক প্যাটেল ৬৬ (৭৯)
কাইল ক্লাইন ৪/৩২ (৯.৫ ওভার)
নেদারল্যান্ডস ২৭ রানে জয়ী
হাজেলারভেখ স্টেডিয়াম, রটারডাম
আম্পায়ার: নিতিন বাতি (নেদারল্যান্ডস) ও রোল্যান্ড ব্ল্যাক (আয়ারল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: কাইল ক্লাইন (নেদারল্যান্ডস)
  • মার্কিন যুক্তরাষ্ট্র টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ

সম্পাদনা
২০২৪ নেদারল্যান্ডস টি২০আই ত্রিদেশীয় সিরিজ
তারিখ২৩ আগস্ট ২০২৪ – ২৮ আগস্ট ২০২৪
স্থাননেদারল্যান্ডস
ফলাফল  নেদারল্যান্ডস সিরিজে জয়ী
দলসমূহ
  কানাডা   নেদারল্যান্ডস   মার্কিন যুক্তরাষ্ট্র
অধিনায়কবৃন্দ
নিকোলাস কার্টন স্কট এডওয়ার্ডস মোনাংক প্যাটেল
সর্বাধিক রান
নিকোলাস কার্টন (১৩০) মাইকেল লেভিট (১৫১) সাইতেজ মুক্কামল (৭৬)
সর্বাধিক উইকেট
সাদ বিন জাফর (৬) কাইল ক্লাইন (৯) শ্যাডলি ফন স্খাল্কভাইক (৭)

দলীয় সদস্য

সম্পাদনা
  কানাডা[১১]   নেদারল্যান্ডস[১২]   মার্কিন যুক্তরাষ্ট্র[]

পয়েন্ট তালিকা

সম্পাদনা
অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট নে.রা.রে. যোগ্যতা
  নেদারল্যান্ডস +১.৬৩১ চ্যাম্পিয়ন
  কানাডা −০.৭২৩
  মার্কিন যুক্তরাষ্ট্র −১.৪৩৩
২৩ আগস্ট ২০২৪
১৬:০০
স্কোরকার্ড
কানাডা  
১৫২/৫ (২০ ওভার)
  নেদারল্যান্ডস
১৫৩/৫ (১৬.১ ওভার)
নিকোলাস কার্টন ৬৯* (৫৮)
কাইল ক্লাইন ৩/৩১ (৪ ওভার)
মাইকেল লেভিট ৬২* (৪৭)
সাদ বিন জাফর ২/২৯ (৪ ওভার)
নেদারল্যান্ডস ৫ উইকেটে জয়ী
মার্স্‌খাল্কেরভের্ট ক্রীড়া উদ্যান, উট্রেখ্‌ট
আম্পায়ার: নিতিন বাতি (নেদারল্যান্ডস) ও রিজওয়ান আকরাম (নেদারল্যান্ডস)
ম্যাচ সেরা খেলোয়াড়: মাইকেল লেভিট (নেদারল্যান্ডস)
  • কানাডা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • জ্যাক লায়ন-কাশে (নেদারল্যান্ডস)-এর টোয়েন্টি২০ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়।

২৪ আগস্ট ২০২৪
১৬:০০
স্কোরকার্ড
কানাডা  
১৬৯/৫ (২০ ওভার)
অ্যারন জনসন ৪৫ (৩৫)
জসদীপ সিং ২/৩১ (৪ ওভার)
ফলাফল হয়নি
মার্স্‌খাল্কেরভের্ট ক্রীড়া উদ্যান, উট্রেখ্‌ট
আম্পায়ার: নিতিন বাতি (নেদারল্যান্ডস) ও রিজওয়ান আকরাম (নেদারল্যান্ডস)
  • কানাডা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।
  • হুয়ানয় ড্রিসডেল (মার্কিন যুক্তরাষ্ট্র)-এর টোয়েন্টি২০ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়।

২৫ আগস্ট ২০২৪
১৬:০০
স্কোরকার্ড
নেদারল্যান্ডস  
২১৭/৫ (২০ ওভার)
  মার্কিন যুক্তরাষ্ট্র
১১৫ (১৫.৪ ওভার)
স্কট এডওয়ার্ডস ৮১* (৪০)
শ্যাডলি ফন স্খাল্কভাইক ৩/৩৫ (৪ ওভার)
নেদারল্যান্ডস ১০২ রানে জয়ী
মার্স্‌খাল্কেরভের্ট ক্রীড়া উদ্যান, উট্রেখ্‌ট
আম্পায়ার: নিতিন বাতি (নেদারল্যান্ডস) ও রিজওয়ান আকরাম (নেদারল্যান্ডস)
ম্যাচ সেরা খেলোয়াড়: স্কট এডওয়ার্ডস (নেদারল্যান্ডস)
  • মার্কিন যুক্তরাষ্ট্র টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২৬ আগস্ট ২০২৪
১৪:০০
স্কোরকার্ড
কানাডা  
১৩২/৯ (২০ ওভার)
  নেদারল্যান্ডস
১২৪/৮ (২০ ওভার)
সাদ বিন জাফর ৩৩* (৩৬)
কাইল ক্লাইন ৩/২২ (৪ ওভার)
নোয়া ক্রুস ৩২ (২৮)
প্রবীণ কুমার ২/১০ (৪ ওভার)
কানাডা ৮ রানে জয়ী
মার্স্‌খাল্কেরভের্ট ক্রীড়া উদ্যান, উট্রেখ্‌ট
আম্পায়ার: নিতিন বাতি (নেদারল্যান্ডস) ও রিজওয়ান আকরাম (নেদারল্যান্ডস)
ম্যাচ সেরা খেলোয়াড়: সাদ বিন জাফর (কানাডা)
  • নেদারল্যান্ডস টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • অখিল কুমার (কানাডা)-এর টোয়েন্টি২০ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়।

২৭ আগস্ট ২০২৪
১৪:০০
স্কোরকার্ড
মার্কিন যুক্তরাষ্ট্র  
১৬৮/৬ (২০ ওভার)
  কানাডা
১৪৮/৭ (২০ ওভার)
সাইতেজ মুক্কামল ৫২ (২৭)
সাদ বিন জাফর ৩/২৫ (৪ ওভার)
মার্কিন যুক্তরাষ্ট্র ২০ রানে জয়ী
ভেস্টফ্লিট ক্রীড়া উদ্যান, হেগ
আম্পায়ার: নিতিন বাতি (নেদারল্যান্ডস) ও রিজওয়ান আকরাম (নেদারল্যান্ডস)
ম্যাচ সেরা খেলোয়াড়: সাইতেজ মুক্কামল (মার্কিন যুক্তরাষ্ট্র)
  • মার্কিন যুক্তরাষ্ট্র টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • কনবরপাল সিং তথগুর (কানাডা) ও সাইতেজ মুক্কামল (মার্কিন যুক্তরাষ্ট্র)-এর টোয়েন্টি২০ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়।

২৮ আগস্ট ২০২৪
১৪:০০
স্কোরকার্ড
নেদারল্যান্ডস  
১৩২/৮ (২০ ওভার)
  মার্কিন যুক্তরাষ্ট্র
১২৮ (১৯.১ ওভার)
রায়ান ক্লাইন ৩৬* (২৫)
হরমীত সিং ৩/৮ (৪ ওভার)
আন্দ্রিস খাউস ৪৩ (২৬)
আর্যন দত্ত ৩/২২ (৪ ওভার)
নেদারল্যান্ডস ৪ রানে জয়ী
ভেস্টফ্লিট ক্রীড়া উদ্যান, হেগ
আম্পায়ার: নিতিন বাতি (নেদারল্যান্ডস) ও রিজওয়ান আকরাম (নেদারল্যান্ডস)
ম্যাচ সেরা খেলোয়াড়: আর্যন দত্ত (নেদারল্যান্ডস)
  • নেদারল্যান্ডস টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Netherlands Cricket to host USA and Canada for ODI/T20I Tri-series in August 2024"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২৪ 
  2. "USA and Canada (men) to visit Netherlands in August"রাজকীয় ওলন্দাজ ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০২৪ 
  3. "Eight-team CWC League 2 begins in Nepal on the road to 2027"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০২৪ 
  4. "VS en Canada (mannen) bezoeken Nederland in augustus"রাজকীয় ওলন্দাজ ক্রিকেট অ্যাসোসিয়েশন (ওলন্দাজ ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০২৪ 
  5. "Vechtlust brengt Oranje memorabele overwinning op VS"রাজকীয় ওলন্দাজ ক্রিকেট অ্যাসোসিয়েশন (ওলন্দাজ ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২৪ 
  6. @canadiancricket (২৬ জুলাই ২০২৪)। "A new era begins as Nicholas Kirton will lead Team Canada in ODIs and T20Is moving forward, starting with the ICC CWC League 2 in Netherlands ⚡️" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 
  7. @KNCBcricket (৭ আগস্ট ২০২৪)। "𝗠𝗲𝗻'𝘀 𝗪𝗼𝗿𝗹𝗱 𝗖𝗿𝗶𝗰𝗸𝗲𝘁 𝗟𝗲𝗮𝗴𝘂𝗲 𝗦𝗾𝘂𝗮𝗱! 📄" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 
  8. "USA Team announced for the ICC Men's Cricket World Cup (CWC) League 2"যুক্তরাষ্ট্র ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২৪ 
  9. "Van Meekeren takes five as Canada collapse"ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪ 
  10. "Four defeats from four for Canadians"ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪ 
  11. "📣 JUST IN: Team Canada Squad announcement for the T20I Tri-Series in the Netherlands"ক্রিকেট কানাডা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০২৪ – ফেসবুক-এর মাধ্যমে। 
  12. "Squad announced for T20I TriSeries"রাজকীয় ওলন্দাজ ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০২৪ 

বহিঃসংযোগ

সম্পাদনা