২০২৩ নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর
নিউজিল্যান্ড নারী ক্রিকেট দল ২০২৩ সালের জুন ও জুলাই মাসে তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ও তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য শ্রীলঙ্কা সফর করে।[১] ওডিআই সিরিজটি ২০২২–২০২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের একটি অংশ হিসেবে খেলা হয়।[২][৩] ২০২৩ সালের মে মাসে সফরের সূচি ঘোষিত হয়।[৪]
২০২৩ নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর | |||
---|---|---|---|
শ্রীলঙ্কা | নিউজিল্যান্ড | ||
তারিখ | ২৭ জুন ২০২৩ – ১২ জুলাই ২০২৩ | ||
অধিনায়ক | চামারি আতাপাত্তু | সোফি ডিভাইন | |
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে শ্রীলঙ্কা ২–১ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | চামারি আতাপাত্তু (২৪৮) | সোফি ডিভাইন (১৯৪) | |
সর্বাধিক উইকেট | ওশাদি রণসিংহে (৪) | লিয়া টাহুহু (৫) | |
সিরিজ সেরা খেলোয়াড় | চামারি আতাপাত্তু (শ্রীলঙ্কা) | ||
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ২–১ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | হর্ষিতা মাধবী (৮৪) | সুজি বেটস (১৩৩) | |
সর্বাধিক উইকেট |
ইনোকা রণবীরা (৪) ইনোশি প্রিয়দর্শিনী (৪) | লিয়া টাহুহু (৪) | |
সিরিজ সেরা খেলোয়াড় | সুজি বেটস (নিউজিল্যান্ড) |
ওডিআই সিরিজে শ্রীলঙ্কা ২–১ ব্যবধানে জয়লাভ করে।[৫] টি২০আই সিরিজে নিউজিল্যান্ড ২–১ ব্যবধানে জয়ী হয়।[৬]
দলীয় সদস্য
সম্পাদনাশ্রীলঙ্কা[৭][৮] | নিউজিল্যান্ড[৯] |
---|---|
সিরিজ শুরুর আগে চোটের কারণে জেস কের নিউজিল্যান্ড দল থেকে ছিটকে গেলে তাঁর পরিবর্তে লি কাস্পারেককে দলে অন্তর্ভুক্ত করা হয়।[১০]
ওডিআই সিরিজ
সম্পাদনা১ম ওডিআই
সম্পাদনাব
|
||
- নিউজিল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ২৮ ওভারে খেলা হয়।
- বৃষ্টির কারণে শ্রীলঙ্কার লক্ষ্য ২৮ ওভারে ১৭২ নির্ধারণ করা হয়।
- নারী চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: শ্রীলঙ্কা ২, নিউজিল্যান্ড ০।
২য় ওডিআই
সম্পাদনাব
|
||
- নিউজিল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- নারী চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: নিউজিল্যান্ড ২, শ্রীলঙ্কা ০।
৩য় ওডিআই
সম্পাদনাব
|
||
- নিউজিল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে ম্যাচটি প্রথম ইনিংসে ৩১ ওভারে ও দ্বিতীয় ইনিংসে ২৯ ওভারে খেলা হয়।
- বৃষ্টির কারণে শ্রীলঙ্কার লক্ষ্য ২৯ ওভারে ১৯৬ নির্ধারণ করা হয়।
- নারী চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: শ্রীলঙ্কা ২, নিউজিল্যান্ড ০।
টি২০আই সিরিজ
সম্পাদনা১ম টি২০আই
সম্পাদনাব
|
||
- নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
২য় টি২০আই
সম্পাদনাব
|
||
- নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
৩য় টি২০আই
সম্পাদনাব
|
||
চামারি আতাপাত্তু ৮০* (৪৭)
|
- শ্রীলঙ্কা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- ইমেশা দুলানি (শ্রীলঙ্কা)-এর টি২০আই অভিষেক হয়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Women's Future Tours Program" (পিডিএফ)। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। ১৩ এপ্রিল ২০২৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২২।
- ↑ "Sri Lanka set to host New Zealand for white-ball series in June-July"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ মে ২০২৩।
- ↑ "New Zealand Women's Cricket Team to Tour Sri Lanka for ODI and T20I Series"। ক্রিকেট নিউজ (ইংরেজি ভাষায়)। ৬ জুন ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ মে ২০২৩।
- ↑ "New Zealand Women's Tour of Sri Lanka 2023 | Itinerary"। শ্রীলঙ্কা ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ মে ২০২৩।
- ↑ "Athapaththu slams 80-ball 140 as Sri Lanka ease past New Zealand"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২৩।
- ↑ "25 பந்தில் அரைசதம், 80 ஓட்டங்கள் விளாசிய இலங்கை கேப்டன்! நியூசிலாந்தை அடித்து நொறுக்கி சாதனை"। লঙ্কাসিরি (তামিল ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২৩।
- ↑ "Sri Lanka name spin-heavy squad for New Zealand ODIs"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০২৩।
- ↑ "Sri Lanka Women squad announced for New Zealand T20Is"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০২৩।
- ↑ "Gaze and Mair return for New Zealand women's first bilateral series in Sri Lanka"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২৩।
- ↑ "Kerr ruled out of Sri Lanka tour | Kasperek recalled"। নিউজিল্যান্ড ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০২৩।