২০২৩ নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর

নিউজিল্যান্ড নারী ক্রিকেট দল ২০২৩ সালের জুন ও জুলাই মাসে তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ও তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য শ্রীলঙ্কা সফর করে।[] ওডিআই সিরিজটি ২০২২–২০২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের একটি অংশ হিসেবে খেলা হয়।[][] ২০২৩ সালের মে মাসে সফরের সূচি ঘোষিত হয়।[]

২০২৩ নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর
 
  শ্রীলঙ্কা নিউজিল্যান্ড
তারিখ ২৭ জুন ২০২৩ – ১২ জুলাই ২০২৩
অধিনায়ক চামারি আতাপাত্তু সোফি ডিভাইন
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে শ্রীলঙ্কা ২–১ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান চামারি আতাপাত্তু (২৪৮) সোফি ডিভাইন (১৯৪)
সর্বাধিক উইকেট ওশাদি রণসিংহে (৪) লিয়া টাহুহু (৫)
সিরিজ সেরা খেলোয়াড় চামারি আতাপাত্তু (শ্রীলঙ্কা)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ২–১ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান হর্ষিতা মাধবী (৮৪) সুজি বেটস (১৩৩)
সর্বাধিক উইকেট ইনোকা রণবীরা (৪)
ইনোশি প্রিয়দর্শিনী (৪)
লিয়া টাহুহু (৪)
সিরিজ সেরা খেলোয়াড় সুজি বেটস (নিউজিল্যান্ড)

ওডিআই সিরিজে শ্রীলঙ্কা ২–১ ব্যবধানে জয়লাভ করে।[] টি২০আই সিরিজে নিউজিল্যান্ড ২–১ ব্যবধানে জয়ী হয়।[]

দলীয় সদস্য

সম্পাদনা
  শ্রীলঙ্কা[][]   নিউজিল্যান্ড[]

সিরিজ শুরুর আগে চোটের কারণে জেস কের নিউজিল্যান্ড দল থেকে ছিটকে গেলে তাঁর পরিবর্তে লি কাস্পারেককে দলে অন্তর্ভুক্ত করা হয়।[১০]

ওডিআই সিরিজ

সম্পাদনা

১ম ওডিআই

সম্পাদনা
২৭ জুন ২০২৩
১০:০০
স্কোরকার্ড
নিউজিল্যান্ড  
১৭০/৫ (২৮ ওভার)
  শ্রীলঙ্কা
১৭২/১ (২৭ ওভার)
  • নিউজিল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ২৮ ওভারে খেলা হয়।
  • বৃষ্টির কারণে শ্রীলঙ্কার লক্ষ্য ২৮ ওভারে ১৭২ নির্ধারণ করা হয়।
  • নারী চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: শ্রীলঙ্কা ২, নিউজিল্যান্ড ০।

২য় ওডিআই

সম্পাদনা
৩০ জুন ২০২৩
১০:০০
স্কোরকার্ড
নিউজিল্যান্ড  
৩২৯/৭ (৫০ ওভার)
  শ্রীলঙ্কা
২১৮ (৪৮.৪ ওভার)
সোফি ডিভাইন ১৩৭ (১২১)
ওশাদি রণসিংহে ৩/৬৮ (১০ ওভার)
  • নিউজিল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • নারী চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: নিউজিল্যান্ড ২, শ্রীলঙ্কা ০।

৩য় ওডিআই

সম্পাদনা
৩ জুলাই ২০২৩
১০:০০
স্কোরকার্ড
নিউজিল্যান্ড  
১২৭/২ (৩১ ওভার)
  শ্রীলঙ্কা
১৯৬/২ (২৬.৫ ওভার)
সুজি বেটস ৬৩* (৮৭)
ওশাদি রণসিংহে ১/২২ (৫ ওভার)
  • নিউজিল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচটি প্রথম ইনিংসে ৩১ ওভারে ও দ্বিতীয় ইনিংসে ২৯ ওভারে খেলা হয়।
  • বৃষ্টির কারণে শ্রীলঙ্কার লক্ষ্য ২৯ ওভারে ১৯৬ নির্ধারণ করা হয়।
  • নারী চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: শ্রীলঙ্কা ২, নিউজিল্যান্ড ০।

টি২০আই সিরিজ

সম্পাদনা

১ম টি২০আই

সম্পাদনা
৮ জুলাই ২০২৩
১০:০০
স্কোরকার্ড
শ্রীলঙ্কা  
১০৬/৯ (২০ ওভার)
  নিউজিল্যান্ড
১০৭/৫ (১৮.৫ ওভার)
  • নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২য় টি২০আই

সম্পাদনা
১০ জুলাই ২০২৩
১০:০০
স্কোরকার্ড
শ্রীলঙ্কা  
১১৮/৬ (২০ ওভার)
  নিউজিল্যান্ড
১১৯/২ (১৮.৪ ওভার)
সুজি বেটস ৫২ (৫৩)
কবীষা দিলহারি ১/২২ (৩ ওভার)
  • নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৩য় টি২০আই

সম্পাদনা
১২ জুলাই ২০২৩
১০:০০
স্কোরকার্ড
নিউজিল্যান্ড  
১৪০/৯ (২০ ওভার)
  শ্রীলঙ্কা
১৪৩/০ (১৪.৩ ওভার)
সোফি ডিভাইন ৪৬ (২৫)
ইনোকা রণবীরা ৩/১৫ (৪ ওভার)
  • শ্রীলঙ্কা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ইমেশা দুলানি (শ্রীলঙ্কা)-এর টি২০আই অভিষেক হয়।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Women's Future Tours Program" (পিডিএফ)আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। ১৩ এপ্রিল ২০২৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২২ 
  2. "Sri Lanka set to host New Zealand for white-ball series in June-July"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ মে ২০২৩ 
  3. "New Zealand Women's Cricket Team to Tour Sri Lanka for ODI and T20I Series"ক্রিকেট নিউজ (ইংরেজি ভাষায়)। ৬ জুন ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ মে ২০২৩ 
  4. "New Zealand Women's Tour of Sri Lanka 2023 | Itinerary"শ্রীলঙ্কা ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ মে ২০২৩ 
  5. "Athapaththu slams 80-ball 140 as Sri Lanka ease past New Zealand"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২৩ 
  6. "25 பந்தில் அரைசதம், 80 ஓட்டங்கள் விளாசிய இலங்கை கேப்டன்! நியூசிலாந்தை அடித்து நொறுக்கி சாதனை"লঙ্কাসিরি (তামিল ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২৩ 
  7. "Sri Lanka name spin-heavy squad for New Zealand ODIs"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০২৩ 
  8. "Sri Lanka Women squad announced for New Zealand T20Is"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০২৩ 
  9. "Gaze and Mair return for New Zealand women's first bilateral series in Sri Lanka"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২৩ 
  10. "Kerr ruled out of Sri Lanka tour | Kasperek recalled"নিউজিল্যান্ড ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০২৩ 

বহিঃসংযোগ

সম্পাদনা