২০২৩ এসিসি ইমার্জিং টিম এশিয়া কাপ
২০২৩ এসিসি ইমার্জিং টিম এশিয়া কাপ ছিল এসিসি ইমার্জিং টিম এশিয়া কাপ প্রতিযোগিতার পঞ্চম সংস্করণ আসর। এটি ২০২৩ সালের ১৩ থেকে ২৩ জুলাই শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়।[১][২] টুর্নামেন্টের আটটি দল হল ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশ এবং ২০২৩ এসিসি পুরুষ প্রিমিয়ার কাপের শীর্ষ ৩টি দল- সংযুক্ত আরব আমিরাত, নেপাল ও ওমান।[৩][৪] এশিয়ান ক্রিকেট কাউন্সিল টুর্নামেন্টটি আয়োজন করে।[৫]
তারিখ | ১৩ – ২৩ জুলাই ২০২৩ |
---|---|
তত্ত্বাবধায়ক | এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) |
ক্রিকেটের ধরন | লিস্ট এ |
প্রতিযোগিতার ধরন | গ্রুপ ও নক-আউট প্রতিযোগিতা |
আয়োজক | শ্রীলঙ্কা |
বিজয়ী | পাকিস্তান এ (২য় শিরোপা) |
রানার-আপ | ভারত এ |
অংশগ্রহণকারী দলসংখ্যা | ৮ |
খেলার সংখ্যা | ১৫ |
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় | নিশান্ত সিন্ধু |
সর্বাধিক রান সংগ্রহকারী | অভিষ্কা ফার্নান্দো (২৫৫) |
সর্বাধিক উইকেটধারী | নিশান্ত সিন্ধু (১১) |
দল
সম্পাদনা২০২৩ সালের জানুয়ারিতে, এশিয়ান ক্রিকেট কাউন্সিল ২০২৩ এবং ২০২৪-এর জন্য পথের কাঠামো এবং ক্যালেন্ডার ঘোষণা করে, যেখানে তারা টুর্নামেন্টের তারিখ এবং বিন্যাস নিশ্চিত করেছিল। আয়োজক, গ্রুপ বিভাগ এবং ফিক্সচার পরবর্তী তারিখে ঘোষণা করা হয়।[৬]
দলগুলোকে নিম্নলিখিত গ্রুপে রাখা হয়েছে।
গ্রুপ এ | গ্রুপ বি |
---|---|
ভারত এ | আফগানিস্তান এ |
পাকিস্তান এ | বাংলাদেশ এ |
সংযুক্ত আরব আমিরাত[ক] | শ্রীলঙ্কা এ |
নেপাল[খ] | ওমান[গ] |
নোট
সম্পাদনা- ↑ ২০২৩ এসিসি পুরুষ প্রিমিয়ার কাপ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থানের অধিকারী
- ↑ ২০২৩ এসিসি পুরুষ প্রিমিয়ার কাপ প্রতিযোগিতায় প্রথম স্থানের অধিকারী
- ↑ ২০২৩ এসিসি পুরুষ প্রিমিয়ার কাপ প্রতিযোগিতায় তৃতীয় স্থানের অধিকারী
গ্রুপ পর্ব
সম্পাদনাগ্রুপ এ
সম্পাদনাপয়েন্ট তালিকা
সম্পাদনাঅব | দল | খেলা | জ | হা | টাই | ফহ | পয়েন্ট | নে.রা.রে. |
---|---|---|---|---|---|---|---|---|
১ | শ্রীলঙ্কা এ | ৩ | ২ | ১ | ০ | ০ | ৪ | +১.৬৯৩ |
২ | বাংলাদেশ এ | ৩ | ২ | ১ | ০ | ০ | ৪ | +১.২৬৩ |
৩ | আফগানিস্তান এ | ৩ | ২ | ১ | ০ | ০ | ৪ | +০.৪১৬ |
৪ | ওমান এ | ৩ | ০ | ৩ | ০ | ০ | ০ | −৩.২৪৩ |
নক-আউট পর্বে উত্তীর্ণ
গ্রুপ বি
সম্পাদনাপয়েন্ট তালিকা
সম্পাদনাঅব | দল | খেলা | জ | হা | টাই | ফহ | পয়েন্ট | নে.রা.রে. |
---|---|---|---|---|---|---|---|---|
১ | ভারত এ | ৩ | ৩ | ০ | ০ | ০ | ৬ | +২.৯২৮ |
২ | পাকিস্তান এ | ৩ | ২ | ১ | ০ | ০ | ৪ | +১.৪৭১ |
৩ | নেপাল | ৩ | ১ | ২ | ০ | ০ | ২ | −০.৭৫১ |
৪ | সংযুক্ত আরব আমিরাত এ | ৩ | ০ | ৩ | ০ | ০ | ০ | −৩.৪৫৬ |
নক-আউট পর্বে উত্তীর্ণ
নক-আউট পর্ব
সম্পাদনাবন্ধনী
সম্পাদনাসেমি-ফাইনাল | ফাইনাল | |||||||
এ১ | শ্রীলঙ্কা এ | ২৬২ (৪৫.৪) | ||||||
বি২ | পাকিস্তান এ | ৩২২ (৫০) | ||||||
বি২ | পাকিস্তান এ | ৩৫২/৮ (৫০) | ||||||
বি১ | ভারত এ | ২২৪ (৪০) | ||||||
বি১ | ভারত এ | ২১১ (৪৯.১) | ||||||
এ২ | বাংলাদেশ এ | ১৬০ (৩৪.২) |
সেমি-ফাইনাল
সম্পাদনা১ম সেমি-ফাইনাল
সম্পাদনাব
|
||
- পাকিস্তান এ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
২য় সেমি-ফাইনাল
সম্পাদনাব
|
||
- বাংলাদেশ এ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
ফাইনাল
সম্পাদনাআরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ACC unveils 2023-24 cricket calendar; India, Pakistan in the same group for Asia Cup 2023"। www.crictimes.com। ৫ জানুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০২৩।
- ↑ "Asia Cup to be held in September as ACC announces cricket fixtures for 2023-2024"। www.indiatoday.com। ৫ জানুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০২৩।
- ↑ "আয়োজক ঠিক না করেই চূড়ান্ত এশিয়া কাপের সূচি"। www.risingbd.com। ৫ জানুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০২৩।
- ↑ "ACC cricket calendar 2023-24: How can Nepal play Asia Cup?"। www.cricnepal.com। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০২৩।
- ↑ "Asian Cricket Council announces new pathway structure and calendar for 2023 & 2024"। www.asiancricket.org। ২৯ ডিসেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০২৩।
- ↑ "Asian Cricket Council announces new pathway structure and calendar for 2023 & 2024"। Asian Cricket Council (ইংরেজি ভাষায়)। ৬ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০৬।