২০২৩ আন্তঃমহাদেশীয় কাপ (ভারত)
২০২৩ আন্তঃমহাদেশীয় কাপ (স্পন্সরশিপের কারণে ২০২৩ হিরো আন্তঃমহাদেশীয় কাপ নামে পরিচিত) ছিল আন্তঃমহাদেশীয় কাপের তৃতীয় সংস্করণ আসর, ৯ থেকে ১৮ জুন ২০২৩ সালের মধ্যে ভারতীয় শহর ভুবনেশ্বরের কলিঙ্গা স্টেডিয়ামে অনুষ্ঠিত চার-দেশের ফুটবল প্রতিযোগিতা। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) এই টুর্নামেন্টের আয়োজন করেছিল।[১] উত্তর কোরিয়া ২০১৯ সালের ফাইনালে তাজিকিস্তানের বিপক্ষে ১–০ ব্যবধানে জয়লাভ করে আগের সংস্করণ আসরটি জিতেছিল।[২] ফাইনালে লেবাননকে ২–০ ব্যবধানে হারিয়ে এই সংস্করণ আসরের ভারত বিজয়ী হয়েছিল। দুটি করে গোল করে, ভারতের লালিয়ানজুয়ালা ছাংতে এবং সুনীল ছেত্রী টুর্নামেন্টের যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা ছিলেন।[৩] ভারতের সন্দেশ ঝিংগান টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার পান।[৪]
বিবরণ | |
---|---|
স্বাগতিক দেশ | ভারত |
শহর | ভুবনেশ্বর |
তারিখ | ৯–১৮ জুন ২০২৩ |
দল | ৪ (২টি কনফেডারেশন থেকে) |
মাঠ | ১ (১টি আয়োজক শহরে) |
চূড়ান্ত অবস্থান | |
চ্যাম্পিয়ন | ভারত (২য় শিরোপা) |
রানার-আপ | লেবানন |
তৃতীয় স্থান | ভানুয়াতু |
চতুর্থ স্থান | মঙ্গোলিয়া |
পরিসংখ্যান | |
ম্যাচ | ৭ |
গোল সংখ্যা | ১০ (ম্যাচ প্রতি ১.৪৩টি) |
দর্শক সংখ্যা | ৩১,২০০ (ম্যাচ প্রতি ৪,৪৫৭ জন) |
শীর্ষ গোলদাতা | লালিয়ানজুয়ালা ছাংতে সুনীল ছেত্রী (২টি করে গোল) |
সেরা খেলোয়াড় | সন্দেশ ঝিংগান |
অংশগ্রহণকারী দেশসমূহ
সম্পাদনা২০২৩ সালের ৯ থেকে ১৮ জুন পর্যন্ত ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে দুটি ভিন্ন কনফেডারেশনের দলগুলো এই টুর্নামেন্ট খেলছিল। স্বাগতিক হিসেবে ভারতের সঙ্গে আছে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) হয়ে লেবানন ও মঙ্গোলিয়া এবং ভানুয়াতু ওশেনিয়া ফুটবল কনফেডারেশনের (ওএফসি) হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল।[৫][৬] দলগুলো রাউন্ড-রবিন পর্বে একে অপরের বিপক্ষে খেলেছিল এবং পরবর্তীতে শীর্ষ দুটি দল ফাইনাল ম্যাচে খেলেছিল।[৭]
অংশগ্রহণকারী জাতীয় দলসমূহের ফিফা র্যাঙ্কিং, ৬ এপ্রিল ২০২৩ -এর হিসাব অনুযায়ী[হালনাগাদ][৮]
- লেবানন (৯৯) - প্রথম উপস্থিতি
- ভারত (১০১) - তৃতীয় উপস্থিতি - আয়োজক
- ভানুয়াতু (১৬৪) - প্রথম উপস্থিতি
- মঙ্গোলিয়া (১৮৩) - প্রথম উপস্থিতি
ভেন্যু
সম্পাদনা- সবগুলো ম্যাচই ভারতের ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল।[১]
ভুবনেশ্বর | |
---|---|
কলিঙ্গ স্টেডিয়াম | |
২০°১৭′১৭″ উত্তর ৮৫°৪৯′২৫.৫″ পূর্ব / ২০.২৮৮০৬° উত্তর ৮৫.৮২৩৭৫০° পূর্ব | |
ধারণক্ষমতা: ১৫,০০০ আসন | |
প্রাইজমানি
সম্পাদনাঅবস্থান | পরিমান (মার্কিন ডলার) |
---|---|
বিজয়ী | ১,০০,০০০ |
রানার্স-আপ | ৫০,০০০ |
গ্রুপ পর্ব
সম্পাদনা- তালিকাভুক্ত সময়গুলি হল ইউটিসি+০৫:৩০।
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | ভারত (H) | ৩ | ২ | ১ | ০ | ৩ | ০ | +৩ | ৭ | ফাইনালে অগ্রসর |
২ | লেবানন | ৩ | ১ | ২ | ০ | ৩ | ১ | +২ | ৫ | |
৩ | ভানুয়াতু | ৩ | ১ | ০ | ২ | ২ | ৪ | −২ | ৩ | |
৪ | মঙ্গোলিয়া | ৩ | ০ | ১ | ২ | ০ | ৩ | −৩ | ১ |
ভারত | ২–০ | মঙ্গোলিয়া |
---|---|---|
সামাদ ২' ছাংতে ১৪' |
প্রতিবেদন |
ভানুয়াতু | ১–০ | মঙ্গোলিয়া |
---|---|---|
গান্টুয়া ৪৬' (আ.গো.) | প্রতিবেদন |
ফাইনাল
সম্পাদনাবিজয়ী
সম্পাদনা২০২৩ আন্তঃমহাদেশীয় কাপ বিজয়ী |
---|
ভারত দ্বিতীয় শিরোপা |
গোলদাতা
সম্পাদনাএই প্রতিযোগিতায় ৭টি ম্যাচে ১০টি গোল হয়েছে, যা ম্যাচ প্রতি গড়ে ১.৪৩টি গোল।
- ২টি গোল
- ১টি গোল
- আত্মঘাতী গোল
- গন্তোগতোখ গান্টুয়া (ভানুয়াতুর বিরুদ্ধে)
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "Bhubaneswar to host Hero Intercontinental Cup 2023 in June"। the-aiff.com। ১৯ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০২৩।
- ↑ "DPR Korea lift Hero inter-continental cup 2019 title."। the-aiff.com। ২৯ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৯।
- ↑ Das Sharma, Amitabha (১৮ জুন ২০২৩)। "India beats Lebanon to win Intercontinental Cup title"। Sportstar। The Hindu। ১৮ জুন ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২৩।
- ↑ Rawat, Akhil (১৮ জুন ২০২৩)। "Champions! Chhetri and his knights make it a momentous night for India"। AIFF। ১৮ জুন ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২৩।
- ↑ "Hero Intercontinental Cup 2023: A quick-start guide to the Blue Tigers' opponents"। the-aiff.com। ৭ জুন ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জুন ২০২৩।
- ↑ Sarkar, Uttiyo (৪ জুন ২০২৩)। "Hero Intercontinental Cup Rival Watch: Vanuatu"। khelnow.com। Khel Now India। ৪ জুন ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২৩।
- ↑ "India to play Mongolia in Hero Intercontinental Cup 2023 opener"। the-aiff.com। ১৮ মে ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জুন ২০২৩।
- ↑ "FIFA Men's Ranking"। fifa.com। ৬ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২৩।