২০২৩ আইসিসি নারী টি২০ বিশ্বকাপ আমেরিকা বাছাইপর্ব
২০২৩ আইসিসি নারী টি২০ বিশ্বকাপ আমেরিকা বাছাইপর্ব ছিল একটি আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট যেটি ২০২৪ আইসিসি নারী টি২০ বিশ্বকাপ টুর্নামেন্টে অংশগ্রহণের যোগ্যতা অর্জনের একটি ধাপ হিসেবে খেলা হয়।[১] টুর্নামেন্টটি ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়, এবং টুর্নামেন্টের সেরা দল ২০২৪ আইসিসি নারী টি২০ বিশ্বকাপ বাছাইপর্বে উত্তীর্ণ হয়।[২]
তারিখ | ৪ সেপ্টেম্বর ২০২৩ – ১১ সেপ্টেম্বর ২০২৩ |
---|---|
তত্ত্বাবধায়ক | আইসিসি আমেরিকাস |
ক্রিকেটের ধরন | টোয়েন্টি২০ আন্তর্জাতিক |
প্রতিযোগিতার ধরন | দ্বৈত রাউন্ড-রবিন |
আয়োজক | মার্কিন যুক্তরাষ্ট্র |
বিজয়ী | মার্কিন যুক্তরাষ্ট্র |
রানার-আপ | কানাডা |
অংশগ্রহণকারী দলসংখ্যা | ৪ |
খেলার সংখ্যা | ১২ |
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় | অমরপাল কৌর |
সর্বাধিক রান সংগ্রহকারী | দিব্যা সাক্সেনা (১৭৪) |
সর্বাধিক উইকেটধারী | অমরপাল কৌর (১৫) ঈশানী বাগেলা (১৫) |
টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে বৈশ্বিক বাছাইপর্বে অগ্রসর হয় মার্কিন যুক্তরাষ্ট্র।[৩][৪]
দলীয় সদস্য
সম্পাদনাআর্জেন্টিনা[৫] | কানাডা[৬] | ব্রাজিল[৭] | মার্কিন যুক্তরাষ্ট্র[৮] |
---|---|---|---|
|
মার্কিন যুক্তরাষ্ট্র দলে চেতনা প্রসাদ, লাস্যা মুল্লপুড়ি ও স্নিগ্ধা পালকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়।[৮]
পয়েন্ট তালিকা
সম্পাদনাঅব | দল | খেলা | জ | হা | টাই | ফহ | পয়েন্ট | নে.রা.রে. |
---|---|---|---|---|---|---|---|---|
১ | মার্কিন যুক্তরাষ্ট্র (H) | ৬ | ৬ | ০ | ০ | ০ | ১২ | +২.৬৭৪ |
২ | কানাডা | ৬ | ৪ | ২ | ০ | ০ | ৮ | +১.৫০৮ |
৩ | ব্রাজিল | ৬ | ২ | ৪ | ০ | ০ | ৪ | −০.৯০৩ |
৪ | আর্জেন্টিনা | ৬ | ০ | ৬ | ০ | ০ | ০ | −৩.১৭০ |
মূল বাছাইপর্বে উত্তীর্ণ
সূচি
সম্পাদনাব
|
||
দিশা ধিংরা ৬৩* (৫২)
মারিয়ানা মার্তিনেস ১/২৩ (৪ ওভার) |
মারিয়ানা মার্তিনেস ১২ (২০)
ঈশানী বাগেলা ৪/৭ (৪ ওভার) |
- আর্জেন্টিনা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- অদিতি চুড়াসমা, চেতনা রেড্ডি ও জেসিকা বিলত্গমুব (মার্কিন যুক্তরাষ্ট্র)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
অমরপাল কৌর ৩০* (৩৯)
লাউরা কারদোসো ২/১৬ (৩ ওভার) |
রোবের্তা মোরেত্তি ১৪ (৩৬)
মানত হুন্দল ৩/১৪ (৪ ওভার) |
- কানাডা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- অমরপাল কৌর, ড্যানিয়েল ম্যাকগেহি, বিজয়ানী ভিথানাগে, মানত হুন্দল ও রিয়া মিশ্র (কানাডা)-এর টি২০আই অভিষেক হয়।
- মানত হুন্দল প্রথম কানাডীয় ক্রিকেটার হিসেবে নারী টি২০আই ক্রিকেটে হ্যাটট্রিক লাভ করেন।
ব
|
||
রোবের্তা মোরেত্তি ২৫ (৪৬)
চেতনা রেড্ডি ৩/৪ (২ ওভার) |
- ব্রাজিল টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
দিব্যা সাক্সেনা ৬৪ (৫২)
অ্যালিসন স্টকস ২/২০ (৪ ওভার) |
ভেরোনিকা ভাসকেস ১৯ (৩০)
অমরপাল কৌর ৪/১ (২.৪ ওভার) |
- আর্জেন্টিনা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- নিকোল গ্যালাগার ও রবজ্যোত রাজপুত (কানাডা)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
রিতু সিং ৩৭ (১৬)
অমরপাল কৌর ৩/৩০ (৪ ওভার) |
কাইনাত কাজি ২৪ (২২)
অদিতি চুড়াসমা ১/২০ (৪ ওভার) ঈশানী বাগেলা ১/২০ (৪ ওভার) |
ব
|
||
রোবের্তা মোরেত্তি ৪৭* (৫৮)
অ্যালিসন প্রিন্স ১/১৪ (৩ ওভার) |
অ্যালিসন প্রিন্স ৮* (১৪)
লিন্ডসে ভিলাস বোয়াস ৩/৬ (২ ওভার) |
- আর্জেন্টিনা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
ড্যানিয়েল ম্যাকগেহি ৪৮ (৪৫)
নিকোল মোন্তেইরো ২/২৬ (৪ ওভার) |
লাউরা কারদোসো ২০ (২৪)
অমরপাল কৌর ৪/৪ (৩ ওভার) |
- ব্রাজিল টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
আনিকা কোলান ৪৮ (৬০)
আলবের্তিনা গালান ২/১৯ (৪ ওভার) |
মারিয়া কাস্তিনিয়েইরাস ১৮ (১৮)
গীতিকা কোডালি ২/৩ (২ ওভার) |
- আর্জেন্টিনা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- জীবন লি আরাস (মার্কিন যুক্তরাষ্ট্র)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
দিব্যা সাক্সেনা ৩৪ (৩৩)
অ্যালিসন স্টকস ৪/২৪ (৪ ওভার) |
মারিয়া কাস্তিনিয়েইরাস ২২ (২৯)
অমরপাল কৌর ৩/১০ (৪ ওভার) |
- কানাডা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
কারোলিনা নাসিমেন্তো ১৮ (২৬)
রিতু সিং ৪/৩ (৩ ওভার) |
গার্গী ভোগলে ২৬* (২৮)
|
- ব্রাজিল টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
মারিয়ানা মার্তিনেস ২১ (৩২)
কারোলিনা নাসিমেন্তো ২/৬ (৪ ওভার) |
লরা আগাথা ২৮* (৫৪)
কোনস্তানসা সোসা ১/১২ (২ ওভার) |
- ব্রাজিল টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
দিশা ধিংরা ৫৮ (৫০)
সানিয়া জিয়া ২/১৬ (৩ ওভার) |
রিয়া মিশ্র ৩১ (৩৭)
ঈশানী বাগেলা ৪/১৬ (৪ ওভার) |
- কানাডা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Pathway to ICC Women's T20 World Cup 2024 Qualification begins in Europe"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২৩।
- ↑ "USA Cricket to host 2024 ICC Women's T20 World Cup Americas Qualifier in September 2023"। জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০২৩।
- ↑ "USA Cricket: Another Dhingra fifty, Vaghela four-for lift USA Women past Canada for 2023 ICC Americas T20 title"। ড্রিমক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৩।
- ↑ "USA secures a spot in ICC Women's T20 World Cup 2024 Global Qualifiers"। ফিমেল ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২৩।
- ↑ "Les presentamos el Plantel 🇦🇷 de jugadoras que representarán al país en el 🏏 2023 ICC Women's T20 Cricket World Cup Americas Qualifier que tendrá lugar en Los Angeles, Estados Unidos entre los días 4 y 11 de septiembre. Felicitamos a todas las Flamingos 🦩y les deseamos lo mejor para este torneo 💪"। ক্রিকেট আর্জেন্টিনা (স্পেনীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে।
- ↑ "Team Canada's Squad for ICC Women's T20 World Cup Americas Qualifier 🇨🇦"। ক্রিকেট কানাডা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে।
- ↑ "Temos o prazer de anunciar as 14 jogadoras convocadas para as Classificatórias para a Copa do Mundo T20 das Américas"। ব্রাজিলীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন (পর্তুগিজ ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে।
- ↑ ক খ "USA SQUAD NAMED FOR ICC WOMEN'S T20 WORLD CUP AMERICAS QUALIFIER"। যুক্তরাষ্ট্র ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০২৩।