২০২২ নারী টোয়েন্টি২০ এশিয়া কাপ
২০২২ নারী টোয়েন্টি২০ এশিয়া কাপ ছিল একটি আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট যেটি নারী এশিয়া কাপের অষ্টম আসর হিসেবে ২০২২ সালের অক্টোবর মাসে বাংলাদেশে অনুষ্ঠিত হয়।[১][২] টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশের সাথে অংশগ্রহণ করে থাইল্যান্ড, পাকিস্তান, ভারত, মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত।[৩] ২০২২ সালের ২০ সেপ্টেম্বর এশীয় ক্রিকেট কাউন্সিল (এসিসি) প্রতিযোগিতার সূচি ঘোষণা করে।[৪] বাংলাদেশ ছিল বিগত আসরের বিজয়ী দল।[৫] প্রতিযোগিতার সব ম্যাচ সিলেটে অনুষ্ঠিত হয়।[৬]
তারিখ | ১ অক্টোবর ২০২২ – ১৫ অক্টোবর ২০২২ |
---|---|
তত্ত্বাবধায়ক | এশীয় ক্রিকেট কাউন্সিল |
ক্রিকেটের ধরন | টোয়েন্টি২০ আন্তর্জাতিক |
প্রতিযোগিতার ধরন | রাউন্ড-রবিন ও নকআউট |
আয়োজক | বাংলাদেশ |
বিজয়ী | ভারত (৭ম শিরোপা) |
রানার-আপ | শ্রীলঙ্কা |
অংশগ্রহণকারী দলসংখ্যা | ৭ |
খেলার সংখ্যা | ২৪ |
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় | দীপ্তি শর্মা |
সর্বাধিক রান সংগ্রহকারী | জেমিমাহ রদ্রিগেস (২১৭) |
সর্বাধিক উইকেটধারী | দীপ্তি শর্মা (১৩) ইনোকা রণবীরা (১৩) |
২০২২ সালের জুন মাসে মালয়েশিয়ায় অনুষ্ঠিত ২০২২ এসিসি নারী টি২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে অবতীর্ণ হয়ে মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত এ প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে।[৭]
টুর্নামেন্টের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে নিজেদের সপ্তম এশিয়া কাপ শিরোপা অর্জন করে ভারত।[৮]
দলসমূহ
সম্পাদনাউত্তরণের যোগ্যতা | তারিখ | আয়োজনস্থল | আসন | উত্তীর্ণ দল |
---|---|---|---|---|
একদিনের আন্তর্জাতিক মর্যাদা | — | ৫ | থাইল্যান্ড পাকিস্তান বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা | |
২০২২ এসিসি নারী টি২০ চ্যাম্পিয়নশিপ | ১৭ জুন ২০২২ – ২৫ জুন ২০২২ | মালয়েশিয়া | ২ | মালয়েশিয়া সংযুক্ত আরব আমিরাত |
মোট | ৭ |
দলীয় সদস্য
সম্পাদনাটুর্নামেন্টের জন্য নিম্নলিখিত দলসমূহ ঘোষণা করা হয়:[৯]
থাইল্যান্ড[১০] | পাকিস্তান[১১] | বাংলাদেশ[১২] | ভারত[১৩] | মালয়েশিয়া[১৪] | শ্রীলঙ্কা[১৫] | সংযুক্ত আরব আমিরাত[১৬] |
---|---|---|---|---|---|---|
|
|
|
|
|
টুর্নামেন্ট শুরুর আগে ফাতিমা সানা চোটের কারণে পাকিস্তান দল থেকে ছিটকে যান।[১৭] তাঁর বদলি হিসেবে নাশরা সন্ধুকে দলে নেয়া হয়।[১৮] ভারত দলে তানিয়া ভাটিয়া ও সিমরন বাহাদুরকে স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবে রাখা হয়।[১৯] বাংলাদেশ দলে নুজহাত তাসনিয়া, মারুফা আক্তার, রাবেয়া খান ও শারমিন আক্তারকে স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবে রাখা হয়।[২০]
রাউন্ড-রবিন
সম্পাদনাপয়েন্ট তালিকা
সম্পাদনাঅব | দল | খেলা | জ | হা | টাই | ফহ | পয়েন্ট | নে.রা.রে. |
---|---|---|---|---|---|---|---|---|
১ | ভারত | ৬ | ৫ | ১ | ০ | ০ | ১০ | +৩.১৪১ |
২ | পাকিস্তান | ৬ | ৫ | ১ | ০ | ০ | ১০ | +১.৮০৬ |
৩ | শ্রীলঙ্কা | ৬ | ৪ | ২ | ০ | ০ | ৮ | +০.৮৮৮ |
৪ | থাইল্যান্ড | ৬ | ৩ | ৩ | ০ | ০ | ৬ | −০.৯৪৯ |
৫ | বাংলাদেশ (H) | ৬ | ২ | ৩ | ০ | ১ | ৫ | +০.৪২৩ |
৬ | সংযুক্ত আরব আমিরাত | ৬ | ১ | ৪ | ০ | ১ | ৩ | −২.১৮১ |
৭ | মালয়েশিয়া | ৬ | ০ | ৬ | ০ | ০ | ০ | −৩.০০২ |
সেমিফাইনালে উত্তীর্ণ
সূচি
সম্পাদনাব
|
||
বণ্ণিতা মায়ঃ ২৬ (২২)
রুমানা আহমেদ ৩/৯ (৩ ওভার) |
শামীমা সুলতানা ৪৯ (৩০)
দিভজ্জা বদ্ধবঙ্গ ১/২৩ (৪ ওভার) |
- থাইল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
জেমিমাহ রদ্রিগেস ৭৬ (৫৩)
ওশাদি রণসিংহে ৩/৩২ (৪ ওভার) |
হাসিনি পেরেরা ৩০ (৩২)
দয়ালন হেমলতা ৩/১৫ (২.২ ওভার) |
- শ্রীলঙ্কা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
সিদরা আমিন ৩১ (২৩)
মাহিরা ইজ্জতি বিনতে ইসমাইল ১/৮ (২ ওভার) |
- পাকিস্তান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
হর্ষিতা মাধবী ৩৭ (৪০)
বৈষ্ণবী মহেশ ৩/১৫ (৪ ওভার) |
তীর্থ সতীশ ১৯ (১৯)
ইনোকা রণবীরা ২/৭ (৩ ওভার) |
- শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে সংযুক্ত আরব আমিরাতের লক্ষ্য ১১ ওভারে ৬৬ নির্ধারণ করা হয়।
- কৌষিনী নুত্যাংগনা (শ্রীলঙ্কা)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
- পাকিস্তান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
শভীনেণী মেঘনা ৬৯ (৫৩)
নুর দানিয়া শুহাদা ২/৯ (১ ওভার) |
- মালয়েশিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।
ব
|
||
হর্ষিতা মাধবী ৮১ (৬৯)
দিভজ্জা বদ্ধবঙ্গ ২/২৬ (৪ ওভার) |
- শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
- ভারত টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
উইনিফ্রেড দুরাইসিংগম ৩৩ (৫৩)
ইন্দুজা নন্দকুমার ১/৭ (২ ওভার) |
তীর্থ সতীশ ৬২* (৬০)
সাশা আজমি ১/৭ (৪ ওভার) |
- মালয়েশিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
ণট্ঠকান্ত চন্দ্রধর্ম ৬১ (৫১)
তুবা হাসান ২/১৮ (৪ ওভার) |
- পাকিস্তান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- অভিসরা সুবর্ণজলধী (থাইল্যান্ড)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
মুর্শিদা খাতুন ৫৬ (৫৪)
সাশা আজমি ১/১৫ (৪ ওভার) |
নুর আরিয়ানা নাতশা ৯ (১২)
ফারিহা ইসলাম তৃষ্ণা ৩/১২ (৪ ওভার) |
- বাংলাদেশ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- ফারিহা ইসলাম তৃষ্ণা (বাংলাদেশ)-এর টি২০আই অভিষেক হয়।
- ফারিহা ইসলাম তৃষ্ণা (বাংলাদেশ) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম হ্যাটট্রিক লাভ করেন।[২১]
ব
|
||
কবিশা কুমারী ২৯ (৪১)
দিভজ্জা বদ্ধবঙ্গ ২/১২ (৪ ওভার) |
- সংযুক্ত আরব আমিরাত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
- পাকিস্তান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
ওশাদি রণসিংহে ২৩* (১৮)
সাশা আজমি ২/১০ (৪ ওভার) |
এলসা হান্টার ১৮ (১৫)
মালশা শেহানি ৪/২ (১.৫ ওভার) |
- শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
- ভারত টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
নন্দনভস গনচেরিঞ্ক্রৈ ৪১ (৪৫)
উইনিফ্রেড দুরাইসিংগম ২/১৩ (৩ ওভার) |
মাহিরা ইজ্জতি বিনতে ইসমাইল ১৭ (৩৫)
দিভজ্জা বদ্ধবঙ্গ ২/৭ (৪ ওভার) |
- মালয়েশিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- পণ্ডিতা লীবঢনা (থাইল্যান্ড)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
- সংযুক্ত আরব আমিরাত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
- বাংলাদেশ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে ম্যাচটি প্রথম ইনিংসে ১৮.১ ওভারে ও দ্বিতীয় ইনিংসে ৭ ওভারে খেলা হয়।
- বৃষ্টির কারণে বাংলাদেশের লক্ষ্য ৭ ওভারে ৪১ নির্ধারণ করা হয়।
ব
|
||
নন্দনভস গনচেরিঞ্ক্রৈ ১২ (১৯)
স্নেহ রানা ৩/৯ (৪ ওভার) |
শভীনেণী মেঘনা ২০ (১৮)
নাতয়া পূজাধর্ম ১/১৫ (৩ ওভার) |
- ভারত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
- টস হয়নি।
- বৃষ্টির কারণে কোনও খেলা সম্ভব হয়নি।
ব
|
||
- শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- ওমাইমা সোহেল (পাকিস্তান) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।
নকআউট পর্ব
সম্পাদনাবন্ধনী
সম্পাদনাসেমিফাইনাল | ফাইনাল | |||||||
ভারত | ১৪৮/৬ (২০) | |||||||
থাইল্যান্ড | ৭৪/৯ (২০) | |||||||
শ্রীলঙ্কা | ৬৫/৯ (২০) | |||||||
ভারত | ৭১/২ (৮.৩) | |||||||
শ্রীলঙ্কা | ১২২/৬ (২০) | |||||||
পাকিস্তান | ১২১/৬ (২০) |
সেমিফাইনাল
সম্পাদনা১ম সেমিফাইনাল
সম্পাদনা২য় সেমিফাইনাল
সম্পাদনাফাইনাল
সম্পাদনাব
|
||
- শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Sylhet to host 2022 Women's Asia Cup starting October 1"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০২২।
- ↑ "All you need to know about the Women's Asia Cup 2022"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "Sylhet to host 2022 Women's Asia Cup"। ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০২২।
- ↑ "Women's T20 Asia Cup 2022 | Bangladesh | Schedule Announced"। এশীয় ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "Bangladesh stun India in cliff-hanger to win title"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৮।
- ↑ "Bangladesh to host Women's Asia Cup 2022 | Know Complete Squad and Schedule"। ফিমেল ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০২২।
- ↑ "Malaysia outplayed by UAE"। নিউ স্ট্রেইটস টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০২২।
- ↑ "Renuka and Mandhana guide India to seventh Asia Cup title"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০২২।
- ↑ "All squads for Women's T20 Asia Cup 2022"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২২।
- ↑ @ThailandCricket (২৮ সেপ্টেম্বর ২০২২)। "Here's what the Thailand 🇹🇭 squad looks like ahead of the ACC Women's T20 Asia Cup 2022 🏆" (টুইট) – টুইটার-এর মাধ্যমে।
- ↑ "Uncapped all-rounder named in Pakistan squad for Women's T20 Asia Cup"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "Jahanara, Fargana return to Bangladesh squad for Women's T20 Asia Cup"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "Team India (Senior Women) squad for ACC Women's T20 Asia Cup 2022 announced"। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "The 'Malaysian Dynamites' created history by qualifying for the Women's Asia Cup 2022"। মালয়েশীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে।
- ↑ "Sri Lanka announce squad for Women's T20I Asia Cup"। দ্যপাপারে (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "ECB announces team to represent UAE at upcoming Inaugural ACC Women's T20 Asia Cup"। আমিরাত ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "Fatima Sana out of Women's Asia Cup with twisted ankle"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "Nashra Sundhu replaces Fatima Sana for ACC Women's T20 Asia Cup"। পাকিস্তান ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "Fit-again Rodrigues returns to T20I squad for Women's Asia Cup"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "চোট কাটিয়ে এশিয়া কাপের দলে ফিরলেন জাহানারা"। বিডিক্রিকটাইম। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "Fariha hat-trick, Murshida and Nigar fifties mark Tigresses victory"। ঢাকা ট্রিবিউন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০২২।